মোবাইল ফোন পানিতে পড়লে প্রাথমিক চিকিৎসা

এখন বর্ষাকাল বৃষ্টির মৌসুম তাই অসতর্কতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক মোবাইল ফোন পানিতে  পড়তে পারে অথবা বৃষ্টিতে ভিজতে পারে তাই আমি এখন দেখাবো এই পরিস্থিতিতে কি করণীয় :-

প্রথমে যে কাজটি করা উচিত তা হলো সাবধানতার সাথে ও যত্নের সাথে মোবাইল ব্যবহার করতে হবে আর যদি ভুল বসত পরেই যায় তাহলে যা যা করবেন তা হলো :-

  • 1# সর্ব প্রথম মোবাইলের বেটারি খুলে ফেলতে হবে তারপর 
  • 2# সিম এবং মেমরি কার্ড খুলে ফেলুন
  • 3# শুকনা কাপড় বা টিসু দিয়ে পানি মুছে ফেলুন সম্ভব হলে ফোনের ইস্ক্রু খুলে পানি মুছুন
  • 4# এর পর কড়া রোদে শুকাতে দিন
  • 5# যে পর্যন্ত নিশ্চিত না হবেন যে পানি পুরো পুরি শুকিয়ে কটকটা হযে গেছে ততক্ষণ ভুলেও দুটি কাজ করবেন না তা হলো বাটারি লাগাবেন না চার্জে দিবেন না এবং চালু করার চেষ্টা করবেন না
  • 6# যদি রোদের আলো না পান তাহলে 100w  বাল্ব এর নিচে দিয়ে শুকাতে পারেন এ ক্ষেত্রে সতর্ক থকতে হবে যে বাল্ব থেকে মোবাইল টি এমন দূরুত্বে রাখতে হবে যেন মোবাইল বাল্ব এর তাপে গলে না যায় এবং যাতে পনিও শুকায়
  • 7# যখন নিশ্চিত হবেন যে পানি পুরো পুরি শুকিয়ে কটকটা হযে গেছে কেবল তখন বেটারি লাগিয়ে দেখবেন মোবাইল ঠিক হযেছে কিনা
  • 8# যদি চালু হবার পর অসাভাবিক কিছু দেখায় তখন আবার রোদে দিন| তার পরেও যদি ঠিক না হয় তাহলে ব্যাটারী খুলে রাখুন এবং নিকটস্থ সার্ভিসিং এর দোকানে নিয়ে যান
  • 9# আর যদি চালু না হয় তাহলে অন্য একটি বেটারি দিয়ে চেক করুন যদি তাতেও চালু না হয় তাহলে ব্যাটারী খুলে রাখুন এবং নিকটস্থ সার্ভিসিং এর দোকানে নিয়ে যান

এই টিউনটি  পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত : http://repairhelps.blogspot.com/2013/06/mobile-phones-first-aid-for-fall-into.html

আপনাদের  হাতে যদি সময় থাকে আর মোবাইল মেরামত সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমার সাইট থেকে ঘুরে দেখতে পারেন:

http://repairhelps.blogspot.com

Level New

আমি Safiq24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo.