আই ফোনের যে সব ভক্ত আইফোন কেনার স্বপ্নে বিভোর থাকেন কিন্তু সামর্থ্যের কারণে কিনতে পারেন না তাদের দুঃখ বুঝি এবার মিটাবে অ্যাপল। বিশ্ব বিখ্যাত অ্যাপল কোম্পানি এবার বাজারে নিয়ে আসছে কমদামী আইফোন। এমনটাই বুঝা গিয়েছে সম্প্রতি বের হওয়া ছবি দেখে।
নিচের ছবিটি দেখে বুঝা যাচ্ছে কমদামী এই আইফোন বিভিন্ন রঙের মধ্যে পাওয়া যাবে যেমনটা আমরা নোকিয়া লুমিয়া সিরিজে ধারাবাহিক ভাবে দেখে আসছি। ফোনটিতে ব্যাক ক্যামেরার সাথে আছে একটি LED ফ্ল্যাশ, এই দুটির মধ্যে রয়েছে ডেডিকেটেড মাইক্রোফোন এবং কাভারের পিছনে মধ্য অংশে রয়েছে অ্যাপলের বিখ্যাত লোগোটি।
এখানে ছবিটির উৎস হচ্ছে একজন মাইক্রো-ব্লগার, যার সাথে চায়নার বিভিন্ন ফোন প্রস্তুতকারক কোম্পানির কর্মীদের সাথে রয়েছে বেশ ভাল সম্পর্ক। ছবিটি চায়নাতে অ্যাপলের একমাত্র ফোন প্রস্তুতকারক কোম্পানি Foxconn থেকে নেয়া হয়েছে।
এখন দেখার বিষয় অ্যাপল কবে তাদের কমদামী আইফোনটি রিলিজ করবে। এখানে বলে রাখা ভাল যে ইতিমধ্যেই Sony কমদামী স্মার্টফোনের প্রতিও আগ্রহ দেখিয়েছে, অবশ্য এর মূল কারণ হল এশিয়ার বাজার।
এশিয়াতে দামী ফোন কেনার মত সামর্থ্যবান মানুষের সংখ্যা আমেরিকা, ইউরোপে তুলনায় অনেক কম, তাই পৃথিবীর এ প্রান্তে নোকিয়া, স্যামসাং অনেক আগে থেকেই কমদামী ফোন প্রস্তুত করে বেশ ভাল ভাবেই বাজার পাকাপোক্ত করে বসে আছে। এখন দেখার বিষয় অ্যাপল এই প্রতিযোগিতায় কি করে নিজেদের আসন পাকা করে।
চাইলে আহসান আহমেদের লিখা এর মূল খবরটি বাংলা ভাষাতেই পড়তে পারেন এখান থেকে আর সেই সাথে থাকছে ফোন ও প্রযুক্তি বিষয়ক আরো অনেক অনেক খবর।
আমি যুবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নতুন আইডিয়া নিয়ে ভাবতে ভালবাসি, আমার সব থেকে ভাল লাগে প্রডাক্ট অথবা ব্র্যান্ড মার্কেটিং। কেমন যেন একটা চ্যালেঞ্জ খুজে পাই এর মাঝে।