বন্ধুরা কেমন আছেন ? আশা করি অবশ্যই ভালো আছেন ।টেকটিউনস এর আমি একজন দারুন ভক্ত, কারন এখানে আমি অনেক কিছু শিখেছি । তাই আজ ভাবলাম আপনাদের কাছথেকে শুধু নিয়েই যাব, কিন্তু কিছু দেবনা তা হবে না । কারন এটা শুধু সর্থপরই করেতে পারে, আর আমি তা করবনা । তাই হোক আর না হোক আজ কিছু একটা লিখবই ।তবে যে টিউনটি লিখছি এটি বিশেষ করে নকিয়া যারা ব্যাবহার করেন তাদের জন্য ।
আজ আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলেচনা করবো সেটি হচ্ছে:- Nokia (3G) নেটেওয়ার্ক আছে এমন মোবাইলে অনেক সময় দেখাযায় (1). Micro SD sold memory card- এ GB (giga byte) Free আছে, phone memory full অথবা (2) phone memory GB free আছে, Micro SD sold memory GB full আছে । তখন অন্যকোন মোবাইল থেকে Bluetooth দিয়ে আপনার মোবাইলে গান,ছবি,রিংটোন আসছে না এ সময় Memory Full দেখায় । যদি আপনার মোবাইলে (১) এর মত হয় তবে আপনি প্রথমে আপনার মোবাইলের Messaging আপসনে যান এবং তরপর Inbox সিলেক্ট করুন Option তাপর (এভাবে লিখা অনুসরন করুন) Settings > Other > Memory In use > Memory card/Micro SD card সিলেক্ট করুন । আর (২). এর সমাধান:- Messaging > Inbox > option > Settings > Other > Memory in use > Phone Memory সিলেক্ট করুন । আশা নয় বিশ্বাষ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে । তবে উপক্রিত হলে ধন্যবাদ এবং লাইক দিতে ভুলবেননা কিন্তু ।
আমার অন্য টিউনগুলো পড়ার জন্য এখানে ক্লিক করুন ।
আমি Md.Younus Miah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রবাসে (Saudi arabia) থাকি । একটি কোম্পানীতে Manager এর দায়ীত্বে আছি, তাই আমি অন্য টিউনারদের মতো টেকটিউনস এ সময় দিতে পারিনা । তবে আমি টেকটিউনসকে অনেক ভালোবাসি তাই টিউন না করার মতো সময় না থাকলেও প্রতিদিন একবার হলেও ভিজিট করি । সবাইর উৎসাহ পেলে আমি ভবিশ্যতে আশাকরি আপনাদের ভালো...