সবাই কেমন আছেন? আশা করি ভাল। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছি। আশা করি আপনাদের উপকার হবে।
আমি গতকাল বন্ধুদের নিয়ে আড্ডা দিতেছিলাম। আমার এক বন্ধুর মোবাইলের Bluetooth অন ছিল। তখন অর মোবাইলে একটা Bluetooth আসে আর ফাইলের নাম হল Sex.mp3 ও এই ফাইলটাকে Ignore করে দেয়। তারপর আবার আসে তখনো সে একি কাজ করে কিন্তু তারপর আবার আসে তখন সে এই ফাইলটা গ্রহণ করে এবং দেখতে পায় যে এটা একটা Unknown ফাইল। তাই তা ডিলিট করে ফেলে। পরে দেখা যায় যে এটা আবার আসে। পরে Bluetooth অফ করে দেয় এবং এই ভাইরাস হতে রক্ষা পায়।
পরে আমি খবর নিয়ে জানতে পারি যে এটা মাঝে মাঝে আসে এবং এটা একটি ভাইরাস ফাইল। অনেক সময় অনেক নামের হয়ে তাকে। কখনো কখনো আসে love.mp3 or friend.mp3 ইত্যাদি নামে।
তাই সকলের প্রতি দৃষ্টি আকষণ করে বলছি যে এই ভাইরাস হতে সকলে সাবধান থাকুন। এবং সব সময় Bluetooth অফ রাখতে চেষ্টা করুন।
আসলে এখানের সবাইকে খুব আপন করে ফেলেছি তাই এই বিষয়টা সবার সাথে সেয়ার করলাম। আসা করি আপনারা উপকৃত হয়েছেন। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
আরে মিয়া তোমার সমস্যাটা কী? তুমি আমার পিছনে লাগ্লে কেন? কোনো বোঝাপরা থাকলে আমার সাথে কর
পুরান খবর……। তবুও ধন্যবাদ।