বাংলাদেশে জনপ্রিয়তার হিসেবে বর্তমানে স্যামসাং এর পরেই সনির স্থান। এর কারণ চমকপ্রদ সব এক্সপেরিয়া অ্যানড্রইড মোবাইল সেট যার দামও স্পেসিফিকেশন বিবেচনায় তুলনামূলকভাবে বেশ কম। সনি এক্সপেরিয়ার সর্বশেষ বাংলাদেশ রিলিজ 'সনি এক্সপেরিয়া L'। এছাড়া ফুল ওয়াটার এবং ডাস্ট প্রুফ মোবাইল এক্সপেরিয়া ZR বাজারে আসার কথা খুব শীঘ্রই। বাংলাদেশের সনি মোবাইলের কোনো শোরুম নেই তাই পাবেন না কোনো অফিশিয়াল ওয়ারেন্টি। তবে কিছু শপ ম্যানুফ্যাকচারিং ফল্ট এর ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে।
আসুন এক নজরে দেখে নেয়া যাক সনি এক্সপেরিয়া মোবাইলের বর্তমান বাজার দর -
Xperia L - BDT 22,000
Xperia ZL - BDT 45,000
Xperia Z - BDT 44,500
Xperia SP - BDT 30,000
Xperia Acro S - BDT 29,000
Xperia Ion - BDT 29,000
Xperia TX - BDT 28,500
Xperia SL - BDT 28,000
Xperia S - BDT 27,500
Xperia T - BDT 27,000
Xperia V - BDT 26,500
Xperia P - BDT 21,000
Xperia J - BDT 17,500
Xperia Neo L - BDT 16,500
Xperia Miro - BDT 15,000
Xperia U - BDT 15,000
সূত্র - মোবাইলদোকান বাংলাদেশ
আমি spyridon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই, অনেক ভাল হল আর অনেক কিছু জানতে ও পারলাম।