এবার নম্বর না বদলিয়েই মোবাইল অপারেটর পাল্টানো যাবে ( গ্রামীণ সীম ব্যবহার করা যাবে টেলিটকে)

মোবাইল নম্বর না বদলিয়েই সুবিধামতো অপারেটরের গ্রাহক হওয়া যাবেঅথাৎ আপনার গ্রামীণ নাম্বার ইচ্ছা মতো টেলিটকে রুপান্তর করতে পারবেন সেবার নাম মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি আমাদের পাশের দেশ ভারত এবং পাকিস্তানে এই সেবা বছর আগে চালু হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো সেবাটি চালুর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১৩ জুন বৃহস্পতিবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক রাকিবুল হাসান স্বাক্ষরিত ১১ পৃষ্ঠার নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা অনুযায়ী, মোবাইল অপারেটর কোম্পানিগুলো আগামী তিন মাসের মধ্যে ব্যাপারে প্রস্তুতি নেবে তবে প্রক্রিয়া শুরু করবে সাত মাস পর থেকে বর্তমানে নম্বর না বদলিয়ে এক মোবাইল অপারেটর থেকে অন্য অপারেটরে স্থানান্তরের সুযোগ নেই গ্রাহকদের বিটিআরসির কর্মকর্তাদের মতে, সুযোগ না থাকায় ভালো নেটওয়ার্ক, গ্রাহকসেবা সুলভ মূল্যের টেলিযোগাযোগসেবা থেকে বঞ্চিত থাকছেন গ্রাহকেরা এমএনপি চালু হলে গ্রাহক ধরে রাখার জন্য কোম্পানিগুলোর মধ্যে নতুন করে প্রতিযোগিতা তৈরি হবে বলে মনে করছে বিটিআরসি নির্দেশনায় বলা হয়েছে, এমএনপি সুবিধা পেতে গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে অন্য অপারেটরে যেতে হবে

এমন এক দারুন সেবার জন্য বিটিআরসি কে  শুভেচ্ছা

Level 2

আমি সানা উল্লাহ সানু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশ কে আর দেশীয় পণ্য কে ভালোবাসি। নিজে কে ভালোবাসি দেশের মতো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল তো ভাল না !! একটার দামে দুইটা পামু 😀

Level 0

Thanks for the valuable information……..

পোস্টের যুক্তি খন্ড কোথায়?

Great news. Thanks a lot.

যারা গ্রামীনফোনের অনেক পুরনো কাষ্টমার বিভিন্ন জায়গাতে নাম্বার দেওয়ার কারণে অপারেটর বদলাতে পারছেন না, তাদের জন্য অনেক খুশির সংবাদ।

Level 0

গ্রামীনফোন এইবার তুই কই যাইবি, তোরে খাইছি।

Level 2

THANKS BTCL

ভালোতো 🙂

Level 0

অনেক ভাল একটা উদ্যোগ ।

Level 0

কাজ হইবে না————–

সবাই কে মতামতের জন্য ধন্যবাদ। আসুন আমরা এই সুবিধাটি অনতি বিলম্বে কার্যকর করার জন্য সকল সামাজিক সাইটে যার যার ইচ্ছা মতো তীব্র গণ আন্দোলন গড়ে তুলি।

Level 0

GP পালাবি কোথাই, নাম্বার নিয়ে পালাবি। দেখে নেব তোকে।

SINGAPORE A O SAME SYSTEM.NUMBER REPLECE KORA JAI NA.OPERATOR CHANGE KORA JAI

হ …………… পাবলিকরে তো ভোদাই পাইছে………… সবাই এইডা ভোগ করবার পারবো না………।। বুজছেনি তো ক্যা…………… ধরেন আমার নাম্বার জিপির ০১৭১১-১২৩৪৫৬। আপনারডা রবির ০১৮১১-১২৩৪৫৬। এহন আমি -১২৩৪৫৬ ওয়ালা রবির ডা হারাদিন কানলেও কি আপনার নাম্বার আমারে দিবো?

কি বুজলেন আর কি বললেন । টিউন টি ভাল ভবে পড়ুন আশা করি বুজবেন ।

ভাল খবর 🙂

Level 2

গ্রামীন বলেন আর বাংলালিং, এয়ারটেল,রবি যাই বলেননা ক্যান ভাই সব হালারাই আমাগো মামু বানাইয়া খাইতাছে।
খেয়াল করে দ্যাখেন সারাদিন এই অফার সেই অফার হ্যান ত্যান কত বাল-ছাল দিয়া এস-এম-এস পাঠায়। আর নেটের কথা কি কমু? যত প্রকার অফার দ্যাক না ক্যান সর্ত লাগাইয়া দেয় ওদের এই বিলকি-ছিলকি কবে যে থামবো কে যানে জিপি সিম বাদ দিছি 2006 সালে।ভাই কেও ‍যদি পারেন নতুন কোম্পানী বের করেন । বাধ্য হয়ে কাজের সুবিধার জন্য মোবাইল ব্যবহার করি যদি বিকল্প ব্যবস্থা থাকতো তবে …….ভাই বাকিটা বুঝে ন্যান। ভাইয়েরা আমার কথায় কেও কষ্ট পাইলে মাফ করবেন।

আমি কই এত্ত খুশি হওনের টাইম নাই। বাংলাদেশে কোন ভাল জিনিশ টিকে না। সব হালায় চুইসশা খাইতাছে। দেখা যাবে সব অপারেটর রা একি রেইট দেতাছে। তো আপনে যাইবেন কই ? গ্রামীন চুতিয়ারে অনেক আগেই লাথী মাইরা খেদাইছি। এখন এয়ারটেল খেদামো চিন্তা ভাবনা করতাছি।

কিরে ভাই একই পোস্ট কয়বার পাবলিশ হয় বুঝি না। আর শিরোনাম দেখেতো মনে হয় এখনই করা যাবে দেখেন ১ বছরে এটা কার্যকর হয় কিনা? বাংলাদেশতো

সত্যিই অসাধারন।

Level 0

বিটিআরসির নির্দেশনাও একটা নির্দেশনা আর আরশোলাও একটা পাখি। দেখি আমাদের বংশধররা হয়তো এটা দেখে যেতে পারবে।

Level 0

what a news…………….. very goooooood newsssss……..