“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
বিদ্রঃ China মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার করা নিয়ে পূর্বে একটি টিউন করা হয়ছিল কিন্তু মানসম্পর্ণ এবং ডাউনলোড লিঙ্ক না থাকার কারনে নতুন ভাবে পূর্ণরায় প্রকাশ করা হল। পূর্বের টিউনটি বিভিন্ন ব্লগে কপি/পেষ্ট হবার কারনে ডাউনলোড লিঙ্কটি বন্ধ ছিল যার ফলে আমার কাছে অনেক ইমেইল আসতো এবং তাদের প্রত্যাসা পূরনে টিউনটি আবারো করা।
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমরা অনেকেই বর্তমানে দাম ও ফিচারের জন্য চায়না মোবাইল কিনে বসি। পরে দেখা যায়, এই মোবাইল দিয়ে অনেক কিছুই ঠিকমতো চলছে না। তার মধ্যে একটি বড় সমস্য হল USB Modem হিসাবে একে ব্যবহার করা। তবে সমস্যা যখন আছে তবে সমাধানও অবশ্যই আছে। আমি বর্তমানে China মোবাইল Symphony D65 দিয়ে নেট ব্যবহার করি। আমি এতে ডাউনলোট স্পিট প্রায় 5/7 kb/s পাই যা আমার জন্য মোটামোটি ভালই।
চায়না মোবাইল কে USB Modem হিসাবে চালানের জন্য এই লিঙ্ক থেকে Software টি Download করুন । Download হয়ে গেলে unzip করে দেখুন ভিতরে ২টি File রয়েছে। প্রথমে USB Drive টি Set-up দিন এবং পরে অপর ফাইল PhoneSuite Open করে PhoneSuite MFC Application টি Open করুন এবং Setting থেকে General / Dail up /Create Connection থেকে আপনার USB modem install এবং Dail-up করুন (GP: *99#) । ব্যাস আপনার China মোবাইলটি USB modem হিসাবে ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত। এ পদ্ধতিতে সকল China modem সাপোর্ট ( Menu / Settings / Phone setup / Uare Setup আছে কিনা দেখে নিন ) মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার করা যাবে।
বি দ্রঃ আপনাকে অবশ্যই Data Cable সংযুক্ত করে USB Configaration থেকে COM pad সিলেট করে উপরের কাজগুল করতে হবে। মডেম সংযোগ করতে সমস্যা হলে এখানে Symphony কাষ্টমার কেয়ার থেকে সাহায্য নিতে পারেন।
CityCell মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার করার জন্য প্রথমে এই লিঙ্ক থেকে Software টি Download করুন । Download হয়ে গেলে unzip করে Setup.exe সফটওয়্যারটি install করুন। install হবার পর Dail-up সেটিং করুন ঠিক নিম্নরূপঃ-
Dail up number: #777
Username: Waps
Password: Waps
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
“ আলমাস”
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
টিনটিন ভাই মূল হেডিং গুলো আবার একটু ঠিক কইরা দেন। লিঙ্ক দিতে ভুইলা গেছিলাম তাই আপডেট করছি।