China এবং CityCell মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার করুন। ( New & Update )

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

বিদ্রঃ China মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার করা নিয়ে পূর্বে একটি টিউন করা হয়ছিল কিন্তু মানসম্পর্ণ এবং ডাউনলোড লিঙ্ক না থাকার কারনে নতুন ভাবে পূর্ণরায় প্রকাশ করা হল। পূর্বের টিউনটি বিভিন্ন ব্লগে কপি/পেষ্ট হবার কারনে ডাউনলোড লিঙ্কটি বন্ধ ছিল যার ফলে আমার কাছে অনেক ইমেইল আসতো এবং তাদের প্রত্যাসা পূরনে টিউনটি আবারো করা।

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমরা অনেকেই বর্তমানে দাম ও ফিচারের জন্য চায়না মোবাইল কিনে বসি। পরে দেখা যায়, এই মোবাইল দিয়ে অনেক কিছুই ঠিকমতো চলছে না। তার মধ্যে একটি বড় সমস্য হল USB Modem হিসাবে একে ব্যবহার করা। তবে সমস্যা যখন আছে তবে সমাধানও অবশ্যই আছে। আমি বর্তমানে China মোবাইল Symphony D65 দিয়ে নেট ব্যবহার করি। আমি এতে ডাউনলোট স্পিট প্রায় 5/7 kb/s পাই যা আমার জন্য মোটামোটি ভালই।

China মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার

চায়না মোবাইল কে USB Modem হিসাবে চালানের জন্য এই লিঙ্ক থেকে Software টি Download করুন । Download হয়ে গেলে unzip করে দেখুন ভিতরে ২টি File রয়েছে। প্রথমে USB Drive টি Set-up দিন এবং পরে অপর ফাইল PhoneSuite Open করে PhoneSuite MFC Application টি Open করুন এবং Setting থেকে General / Dail up /Create Connection থেকে আপনার USB modem install এবং Dail-up করুন (GP: *99#) । ব্যাস আপনার China মোবাইলটি USB modem হিসাবে ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত। এ পদ্ধতিতে সকল China modem সাপোর্ট ( Menu / Settings / Phone setup / Uare Setup আছে কিনা দেখে নিন ) মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার করা যাবে।

@lmas TH

বি দ্রঃ আপনাকে অবশ্যই Data Cable সংযুক্ত করে USB Configaration থেকে COM pad সিলেট করে উপরের কাজগুল করতে হবে। মডেম সংযোগ করতে সমস্যা হলে এখানে Symphony কাষ্টমার কেয়ার থেকে সাহায্য নিতে পারেন।

CityCell মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার

CityCell মোবাইল কে USB modem হিসাবে ব্যবহার করার জন্য প্রথমে এই লিঙ্ক থেকে Software টি Download করুন । Download হয়ে গেলে unzip করে Setup.exe সফটওয়্যারটি install করুন। install হবার পর Dail-up সেটিং করুন ঠিক নিম্নরূপঃ-

Dail up number: #777

Username: Waps

Password: Waps

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

“ আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই মূল হেডিং গুলো আবার একটু ঠিক কইরা দেন। লিঙ্ক দিতে ভুইলা গেছিলাম তাই আপডেট করছি।

    Level 0

    আলমাস ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ।
    শুধু এটুকু বলি, আপনার এখন টিউন গুলো আগের থেকে বেশ উন্নত হয়েছে ।
    চালিয়ে যান । 😛

    @ Tapu ভাই। আপনাকেও ধন্যবাদ দিয়ে ছোট করবো না।

    আপনাকে সবসময় পাশে চাই… 😛

জটিল টিউন । আমারা এই ধরনের টেকনিকেল টিউন আরও চাই ।

    অনেক দিন পর আপনার কমেন্ট পেয়ে খুবই খুশি হলাম।

    ভাল থাকবেন ভাই…

Nice Tune. কিন্তু আমার China এবং CityCell কোনটাই নাই।

    হু হা হা !!!

    ধন্যবাদ ফাসিক ভাই। 😛

hmm…
carry on bro…….

    আপনে পাশে থাকলে অবশ্যই এভাবে carry on করবো।

Level 0

ধন্যবাদ।

ধন্যবাদ আলমাস ।
এটা খুব কাজের সফট্য়ার ।
আমার কাছে PC Suite এর নতুন সফট্য়ারটা আছে । (চায়না মোবাইলের )
আপলোড করতে পারছি না । কি করি ?

    অসংখ্য ধন্যবাদ তানভির ভাই।
    http://www.mediafire.com/ এখানে একটি একাউন্ট খুলে Upload করে দিন।
    Download লিঙ্কটা আমাকে দিয়েন।

Level 3

অনেক ভাল টিউন।

সুন্দর টিউন…… ধন্যবাদ ।

    ধন্যবাদ আপনাকে স্বপ্না। 😛

ধন্যবাদ। সুন্দর টিউনস।
সিটিসেলের গতি কেমন, সর্বনিম্ন দাম কত।

    আরে সাইদ ভাই ! কেমন আছেন ??

    সিটিসেলের গতি প্রায় ১৫-৩৫kb/s হয়ে থাকে ( মডেম আনুযায়ী ) এবং
    সর্বনিম্ন মোবাইল মডেমটির দাম প্রায় ৩০০০ টাকা এবং গতি ১০-১৫kb/s পর্যন্ত হয়ে থাকে।

    Zoom Ultra এর সর্বচ্চ গতি 1mb/s অর্থাৎ 1024kb/s পর্যন্ত হয়ে থাকে।

আপনার টিউনগুলো আমার বরাবরই ভাল লাগে এবং আপনার প্রতিটি টিউনই খুব দরকারী। তাই ভবিষ্যতে আরো নতুন নতুন টিউনের প্রত্যাশায় রইলাম। ১০০ গ্রাম ঠান্ডা শুভেচ্ছ।

    সংখ্যাতিত ধন্যবাদ আপনাকে।

    আশা রাখি পরবর্তী টিউন গুলোতে আপনাকে কাছে পাব।

    ১০০ গ্রাম HOT শুভেচ্ছা। 😛

আলমাস তোমার টিউন খুব ভাল হয় কিন্তু বানানের দিকে একটু নজর দাও। তাহলে আরো ভাল হবে।

Level New

ভাল লাগলো,ধন্যবাদ।
জানতে চাই
বাংলাদেশে বর্তমানে ল্যান্ডফোন/মোবাইল ফোন ওপারেটরদের কোনটার সার্ভিস চার্জ কত?
বা কোন ওপারেটর ভাল আমি যদি আনলিমিটেড চালাতে চাই তাহলে কোন্তা ভাল হবে।

    সংখ্যাতিত ধন্যবাদ রাজ ভাই। সুদূর কোরিয়া থেকে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

    সবচেয়ে ভাল হয় আপনি যদি Zoom Ultre নেন। মূল্য আমার সঠিক জানা নাই…

Level New

জুম আল্ট্রা এটা কোন ওপারেটর একটু বলেন প্লীজ, আবারও অগ্রীম ধন্যবাদ রইল আপনার জন্য।

Level 0

china পরিবারের জন্য কজে লাগবে

    শুধু china না citycell ও কাজে লাগবে।

আলমাস আমি তোমার gmail account এ ইমেইল send করছি। কিন্তু তুমি ans দাওনি কেন ??????????????????????????????????????????????????????????? sad.
আমি i-mobile 510 এ নেট connection দিতে পারিনি !!!
সমাধান দাও। details in email.email check কর।

    এই মাত্র পড়লাম।

    সমস্য হলে ফোন দিয়েন। ( যদি প্রাইভেট বা স্যারের কাছে থাকি তবে ফোন রিসিভ করতে পারব না )
    দিন-রাত ২৪ ঘন্টা আমাকে পাবেন।

    almas,phone দিব আজ রাত ১১.৩০ minute.
    ai number theke phone asbe 0167091**60

চেস্টায় সাইদ ভাই,রাজ ভাই আপনাদের জন্য বলছি,
citycell zoom

রাজ ভাই , চেস্টায় সাইদ ভাই আপনাদের জন্য বলছি,
citycell zoom altra এর দাম ৪৫০০ টাকা। এটা বরতমানে ঢাকা, সিলেট ,chittagong এ use করতে পারবেন।
আমি citycell zoom use করি। zoom altra আমি কিনব না। কারন আমি Y-MAX এর জন্য বসে আছি।

citycell zoom এ একটা মজার জিনিশ শেয়ার করি। আমি যখন আমার ZTE modem(citycell zoom modem) সরাসরি connect করি,
তারপর ইন্টারনেট use করলে এর স্পীড উঠে মাত্র ১১-৩০ কিলোবিট পার second.খুব কম। এই গতিতে টেক টিউন পেইজ
এ যেতে ৩ মিনিট সময় লাগে !
citycell zoom modem এর সাথে একটা BACK TO BACK কেবল দেওয়া হয়েছে।
এই কেবল citycell zoom modem এর সাথে লাগিয়ে আমার CPU তে connect করার পর ইন্টারনেট use করলে এর স্পীড উঠে
১৪০-২৫০ কিলোবিট পার second !!!!!!!!!!!!!!
এই গতিতে টেক টিউন পেইজ এ যেতে ৫-১০ second সময় লাগে. আমি আজও এর রহস্য বের করতে পারলাম না ।

    ফাটাফাটি কাম করছেন ভাই। ১৫০গ্রাম ধন্যবাদ আপনার প্রাপ্য। 😉

    vhai ami try korlam but hocche na kno?

অনেক কাজের টিউন…ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ সুভাষ ভাই।

রাজ ভাই আপনার জন্য বলছি,

gp internet use করলে আপনি ১ জিবি ব্যবহার করতে পারবেন ১ মাস ৩৪৮ টাকা দিয়ে।আমি এসএমএস + vat সহ টাকার পরিমান বললাম।

ওয়ারিদ ইন্টারনেট মাসে ১০০০ টাকা দিয়ে unlimited(condition apply) ব্যবহার করতে পারবেন।এই সুবিধা postpaid এর জন্য।
for details email : CUSTOMERSERVICE{at} waridtel{dot}com{dot}bd

Cheating-cell zoom i mean citycell zoom ( not altra) যদি ব্যবহার করেন prepaid এর জন্য ৩০০ megabyte
117 টাকা (আমি এসএমএস + vat সহ টাকার পরিমান বললাম।) সময় ১ মাস। ১ মাস এর আগে ৩০০ megabyte সেস হলে আবার নিতে পারবেন।

আবার যদি আপনি ১ জিবি ব্যবহার করতে চান তাহলে ৩২০ টাকা কাটবে।সময় ১ মাস।

এর যদি konotai ভাল না লাগে তাহলে ১০ টাকা recharge করেন, ২১ megabyte ব্যবহার করতে পারবেন। প্রতি megabyte .৪৮ টাকা কাটবে।
১০ টাকা ভাগ .৪৮ =২০.৮৩৩৩৩৩৩৩ megabite. সময় যত দিন mobile এ টাকা থাকবে। ১ টাকা থাকলে ২ megabite.
for details call 01199 121 121.

অন্য operator somporke যদি জানতে চান তাও জানাব। কোণো সমসসা নাই। খালি আওয়াজ দিবেন।

    ধন্যবাদ আপনাকে অনেক info দেবার জন্য।

Level New

@অহনাব তথ্য দেয়ার জন্য আপনাকে আন্তঃরিক ধন্যবাদ
আওয়াজ কিভাবে দিব ভাই (জানি না তোর /(আপনার) নাম ঠিকানারে কোথায় তালাশ করি=বাউল গান)

Level 0

আলমাস ভাই আশা করি ভাল আছেন। অনেক দিন আগে কার যেন একটি টিউন প্রকাশিত হয়েছিল। সেটি কে কোন ধরনের মডেম ব্যবহার করে এবং তার স্পিড সহ। টিউনটি সম্পর্কে আপনার জানা থাকলে আমাকে একটু জানাবেন। [email protected]

    দুঃক্ষিত ভাই। আমি ঠিক মনে করতে পারছি না।

চায়না মোবাইলে e-book ক্যাম্নে পড়ে?

    আপনার মেমরি কার্ডে Ebook নামে একটি Folder তৈরি করুন এবং Ebook টি পেষ্ট করুন। Ebook টি অবশ্যই .txt ফাইল হতে হবে।

Imobile-510 kivabe settings korbo? Janaben. ([email protected])

ALMAS, phone off keno, ami 11.30 minute a phone korcilam. but phone off. SAD.

    খুবই দুঃখিত ভাই। আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম….. তাই ফোন বন্ধ ছিল।

    যদি সম্ভব হয় তবে আজ রাত ১০.০০ টায় ফোন দিবেন প্লীজ !!!

    ok,তাই হবে।

    আমি ভাল নেই। কারন আমার সিটিসেল zoom disturb দিচ্ছে। মাঝে মাঝে লেখা উঠে “ZTE TERMINAL DEVICE MAY LOST”.
    এই লেখা উঠে connection বন্ধ হয়ে যাচ্ছে। system tray তে “safely remove hardware” option টি চলে যাচ্ছে। তাপর আবার নিজে নিজে
    “safely remove hardware” option টি চলে আসছে। তারপর আমাকে citycell zoom এর software “ZTE WIRELESS TERMINAL”
    এ যেয়ে ইন্টারনেট connect করতে হচ্ছে।

    তারপর আবার GOOGLE crome browser ব্যবহার করলে কনো কিছু browse না করলেও citycell zoom কি জানি UPLOAD আর download করে।
    মজিলা firefox এ এই সমসসা টা হয় না।

    এ নিয়ে খুব সমসসায় আছি।

hi
kamon achan? vai
assa vai eta ja kono china mobile hobe…………..

অনেক কাজে আসবে ধন্যবাদ ।