“ম্যালওয়ার” অ্যান্ড্রয়েড ওএস এর হুমকিস্বরূপ

অন্যান্য সিস্টেমের মত অ্যান্ড্রয়েড সিস্টেমে সিকিউরিটি সমস্যা হওয়াটা স্বাভাবিক। মিডিয়া অ্যান্ড্রয়েড ম্যালওয়ার নিয়ে আলোচনা থামাতে পারছে না এন্টিভাইরাস সিকিউরিটি কোম্পানীগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে একটি সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিকিউরিটি সমাধান  বিক্রয় করতে চাচ্ছে। কিন্তু কিছু সাধারণ টিপস দ্বারা অ্যান্ড্রয়েড ম্যালওয়ারকে খুব সহজেই প্রতিরোধ করা যায়।

android malware

এন্টিভাইরাস আর দশটা সফটওয়ারের মত। অ্যান্ড্রয়েড ফোনে এন্টিভাইরাস দিতে হবেই এর কোনো বাধ্যবাধকতা নেই। তবে দিলে ভাইরাস, ম্যালওয়ার, এগুলোর হাত থেকে কিছুটা হলেও বেচে থাকা যায়। কিন্তু তারপরও কিছু কথা থেকে যায়। অ্যান্ড্রয়েড ম্যালওয়ার প্রতিরোধের জন্য কিছু সাধারন কাজ করতে হবে।

  • গুগল ছাড়া অন্য ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোডের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
  • সন্দেহজনক ওয়েবসাইটগুলো এড়িয়ে যেতে হবে।
  • গুগল মার্কেট থেকে যেসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হবে সেগুলোর দেয়া ভালো করে পরতে হবে।
  • লোভনীয় কোনো কথায় কান দেয়া যাবে না।
  • ফোন অথবা ট্যাবলেট নির্দিষ্ট সময় পর পর আপডেট করতে হয়।

jelly bean 4.2

মাঝে মাঝে গুগল কিছু অ্যাপ্লিকেশন মার্কেটে দিয়ে আবার সরিয়ে ফেলে। কিন্তু পরবরতীতে সেগুলো অন্যান্য ওয়েবসাইটে পাওয়া যায়। অন্যান্য ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোডের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে সেখানে কোনো ভাইরাস না থাকে। অ্যান্ড্রয়েড ম্যালওয়ারের জন্য ম্যাকাফী এন্টিভাইরাসটি খুব ভাল। এই এন্টিভাইরাসটি ৬০% এর বেশী ম্যালওয়ার ধরতে পারে।

কিছু অপরিচিত অ্যাপ্লিকেশন মার্কেটের মালিক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন দেয়ার সময় স্ক্যান না করেই আপলোড করে দেয়। এছাড়াও এরা এইসব নিয়ে কোনো চিন্তাও করে না। চায়না কিছু ওয়েবসাইটে এধরনের সংকেত দেখা যায়। সেখানে একটি ওয়েবসাইটে ‘জেমিনি’ নামে একটি ট্রোজান ব্যবহার করেছিল। এটি ওয়েবসাইটের পিছনে ব্যবহার করা হয়েছিল। এটির কাজ ছিল ফোনের স্থান নির্দিষ্ট করা, তথ্য সংগ্রহ করা এবং তা রিমোট সারভার-এ পাঠানো। তাই এইসব ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোডের সময় সকল তথ্য নিয়ে, ভাল ভাবে বুঝে তারপর ডাউনলোডের করতে হবে।

বিভিন্ন ওয়েবসাইটে কিছু লোভনীয় বিজ্ঞাপন দেয়া হয়। যেমনঃ ক্লিক করলেই পুরষ্কার, ফ্রী ডাউনলোড, ইত্যাদি। এগুলো থেকে এড়িয়ে চলতে হবে।

ফোন বা ট্যাবলেট যতটুকু সম্ভব আপডেট করে রাখতে হবে। সব সফটওয়্যারগুলো আপডেট রাখতে হবে।

পোস্ট টি আগে প্রকাশিত ও সংগৃহীত করা হয়েছে-- বিডি ড্রয়েড থেকে 

Level 0

আমি শিশির বিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

how to root symphony w30