চলে আসল বহুল প্রতিক্ষীত স্যামসাং গ্যালাক্সি এস ফোর

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও গ্রামীণফোন যৌথভাবে গত ১৮ মে বাংলাদেশের বাজারে অভিনব ফোন স্যামসাং গ্যালাক্সি এস ফোর উদ্বোধন করেছে। এই অসাধারণ ডিভাইসটি ডিজাইন করা হয়েছে ব্যবহারকারীদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরও প্রাণবন্ত করে তোলার জন্য।

এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছেঃ-

* মাত্র ১৩০ গ্রাম ওজন
* ৭.৯ মিমি সরু আকারের মধ্যে এঁটে যাওয়া একটি বিশাল স্ক্রিন এবং ব্যাটারি।
* অ্যান্ড্রয়েড ৪.২.২
* ১.৬ গিগাহার্টজ অক্টা কোর (এক্সিনস ৫) প্রসেসর
* ১৬ জিবি মেমোরি (৬৪ জিবি পর্যন্ত বর্ধনশীল), ২ জিবি এলপিডিডিআর ৩ র্যাম এবং ২৬০০ এমএইচ ব্যাটারি।
* পাওয়া যাবে ব্ল্যাক মিস্ট এবং হোয়াইট ফ্রস্ট দুটি আকর্ষণীয় রঙে।
* ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহকারে গ্যালাক্সি এস ফোরে রয়েছে একই সঙ্গে ফ্রন্ট (২ মেগাপিক্সেল) এবং ব্যাক ক্যামেরা ব্যবহারের সুবিধা।
* ফোনটির গ্রুপ প্লে’র সাহায্যে কোনো ধরনের ওয়াই ফাই এপি বা সেলুলার সিগন্যাল ছাড়াই ব্যবহারকারীরা তাদের আশপাশের মানুষের সঙ্গে গান, ছবি, ডকুমেন্টন্স এবং গেম শেয়ার করে উপভোগ করতে পারবেন।
এর এস ট্রান্সলেটরের তাত্ক্ষণিক অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ হয়ে উঠতে পারে আরও উপভোগ্য, যা ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই ইমেইল, মেসেজ বা চ্যাট অনে টেক্সট বা টেক্সট থেকে স্পিচের সহায়তায় সরাসরি অনুবাদ করতে পারবেন প্রায় যে কোনো ভাষা। ‘স্যামসাং স্মার্ট পজ’-এর সাহায্যে ব্যবহারকারী সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের স্ক্রিন। কোনো ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা অন্য কোনো দিকে তাকালে তা সঙ্গে সঙ্গে থেমে যাবে এবং ব্যবহারকারীরা ফিরে তাকালে তা আবার চালু হয়ে যাবে। আর স্যামসাং স্মার্ট স্ক্রলের সঙ্গে স্ক্রিন না ধরেই স্ক্রল করা সম্ভব হবে কোনো ব্রাউজার কিংবা ইমেইল।
গাড়ি চালানোর সময় ‘এস ভয়েস ড্রাইভ’-এর সাহায্যে ফোন নিয়ন্ত্রণ করা যাবে ভয়েস কন্ট্রোলের সাহায্যে। ব্লুটুথের সাহায্যে গাড়ির সঙ্গে সংযোগ স্থাপনের পরই ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভিং মোডে চলে যাবে ও পরে যে কোনো টেক্সকে পরিবর্তন করে ফেলে যার ফলে গাড়ি চালানোর সময় ব্যবহারকারীরা স্ক্রিনের দিকে না তাকিয়েই জানতে পারবেন মেসেজের তথ্য।
‘এস হেলথ’-এর সাহায্যে গ্যালাক্সি এস ফোর ব্যবহারকারীরা সহজেই নিজের স্বাস্থ্য সম্পর্কে খবর রাখতে পারবেন এবং ভালো থাকার তথ্যও জানতে পারবেন।
বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস ফোরের মূল্য ৬৭,৫০০ টাকা। এই ফোনটি পাওয়া যাচ্ছে দেশজুড়ে ছড়িয়ে থাকা নির্ধারিত কয়েকটি গ্রামীণফোন সেন্টারে এবং সব স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Swaper phone=D

সবিতো ভালো দিক গুলো জানলাম তার জন্য ধন্যবাদ। এবার খারাপ দিকগুলো যে কি কি তা আল্লাহ্ ই মালুম 😉

Level 0

ভাই, টর্চ-লাইট, ২,৩,৪ সিম নাই? তাইলে এই কোনও মোবাইল হইলো? আমার এক হাজার টাকার মোবাইলেই তো টর্চ-লাইট, ২,৩,৪ সিম আছে। 😛

    @Atique: angur fol tok taina @atique?

    Level 0

    @kaosarshuvo: @Atique: হ্যা, হ্যা, হ্যা, হ্যা রেডিও দিয়ে টিভি দেখার অভিজ্ঞতা।

    Level 0

    @Atique: চায়না ঢোলে ঝুনঝুনি থাবকেই, একদম, ফ্রি, ফ্রি

Level 0

একমত ভাই আমার ১১০০ টাকার সেটে ২ সিম… আমার কাজিন এর কাছে. ৩ সিম . ২ মেমোরি.আবার টিভি. তবে চায়না. :P. @ ATIQUE

    Level 0

    @FI.SHUVO: হ্যা, হ্যা, হ্যা, হ্যা, ইটের দামে স্বর্ণ চাই, গলায় না দিয়ে মাথায় ভারি দেই।

Level 0

ভাই এটার আসল কাজতাই ত বললেন না । এটা দিয়েত কথা বলা যায় তাই না ? 😀

Level 0

vai price to khubi kom. chintta kortasi 2030 saal nagad kinna lamu

Sony Xperia Z is best.

Level 2

ভাল‘ই‘তো ভাল না?

Level 0

best set of my life.