সবাইকে সালাম জানিয়ে শুরু করছি TT তে আমার ২য় পোস্ট। আমার প্রথম পোস্টটা ছিল কিছু স্যম্বিয়ান সফটওয়্যার কালেশন নিয়ে।
আমার প্রথম পোস্টটি পরতে এখানে ক্লিক করুন।
শিরোনাম দেখেই হয়ত বুঝতে পেরেছেন যে আজ আপনাদেরকে এক বস্তা গেম দেবো যা আপনার জাভা এবং স্যম্বিয়ান মোবাইল এ চলবে সাথে কিছূ বোনাসও আছে।
কেউ সময় কাটানোর জন্য গেম খেলে কারও আবার গেমিং একটা নেশা, আমরা কম বেশি সবাই গেম খেলে থাকি। পিসি তে গেম খেলার মজাই আলাদা কিন্তু গাড়িতে বা রাস্তায় আপনার বোরিং সময় কাটানোর উত্তম উপায় হল মোবাইল গেমস। স্যম্বিয়ানের ইউজার অন্য দেশে কমে গেলেও আমার বিশ্বাস বাংলাদেশে এখনও অনেক স্যম্বিয়ান ইউজার আছে। তাই স্যম্বিয়ান আর জাভা গেমের এক বিশাল কালেকশন আজকে আপনাদের উপহার দেবো।
আমার কালেকশনের বেশীরভাগ গেমগুলো জাভা প্লাটফরম-এর জন্য। অল্প কিছু S60v2 এবং S60v3 –এর জন্য। গেমগুলো সব আমার পার্সোনাল কালেকশন তাই আমার মোবাইলের মতো না হলে একটু সমস্যা হতে পারে।
প্রায় ৭০০ গেম আছে এখানে, তাই সবগুলো গেমের নাম দিতে পারলাম না, ডাউনলোড করে দেখুন খেলে মজা পাবেন।
জাভা (240 × 320 pixels):
শুধু জাভা আছে এমন মোবাইল গুলোকে S40 series এর মোবাইল বলা হয়। Nokia, Samsung, Sony Ericson, Symphony এবং আরও অনেক মোবাইলে জাভা থাকে। আমি কয়েকটি মোবাইল এর মডেল উদাহরণ হিসেবে দিলাম, সবগুলোর স্ক্রীন সাইজ 240 × 320 pixels। আপনার মোবাইলের মডেল লিখে google এ সার্চ দিলেই সব ডাটা পেয়ে যাবেন। আপনার S60v2 এবং S60v3 তেও এই গেম গুলো খেলতে পারবেন।
Nokia: 6265i, 6270, 6275, 6275i, 6280, 6282, 6288, 7370, 5220 XM, 5310 XM, 6500c, 7310.
শুধু 240 × 320 pixels রেজুলেশন আছে এমন জাভা প্লাটফরম মোবাইলে ফুল স্ক্রীন হবে। স্ক্রীন সাইজ ভিন্ন হলেও গেম ছলবে কিন্ত ফুল স্ক্রীন হবে না।
1) Action Games
2) Puzzle Games
3) Sports
4) Educational
5) Racing
6) Cards
7) More
ডাউনলোড লিঙ্কঃ
S60v2 এবং S60v3:
এই গেমগুলো শুধু জভা আছে এমন মোবাইলে চলবে না। স্যম্বিয়ান S60v2 এবং S60v3 প্লাটফর্মের মোবাইলে চলবে। S60v2 এবং S60v3 সম্পরকে জানতে আমার প্রথম পোস্টটি পড়ুন।
ডাউনলোড লিঙ্ক:
বোনাসঃ আজকের বোনাস হল Symphony Touch মোবাইলের জন্য কিছূ গেম। এই গেম গুলোও জাভা প্লাটফর্মের, আমি FT10 এ খেলেছি।
ডাউনলোড লিঙ্ক:
বিঃ দ্রঃ লেখার মান অনেক খারাপ জানি তাও চেষ্টা করলাম, ভুলগুলো ক্ষমা করে দিবেন। ভালো খারাপ যাই হউক দয়া করে মন্তব্যে বলুন।
সাহায্য লাগলে মন্তব্য করুন অথবা আমার ফেসবুকে যোগাযোগ করুন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আজ এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, দোয়া করবেন যেন পরের টিউন আরও তাড়াতাড়ি করতে পারি। আমার পরের টিউন হবে কিছু Theme Collection এবং Mobile Wallpaper Collection নিয়ে।
আল্লাহ্ হাফেজ।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
😉