আগে একটা সময় ছিল যখন আমরা অনেকেই মোবাইল ফোন একটু পুরানো হয়ে গেলে নতুন একটা কিনতাম। তারপর দেখা যেত যে হয় পুরনোটা ঘরের কোনায় কোথায় যে রেখেছিলাম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নয়তো মামাতো ফুফাত ভাই এসে গাপ করে দিত। কিন্তু এতে অভিযোগ করার কিছুই ছিল না কারণ কোনো দোকানে বিক্রি করতে নিয়ে গেলে বেশিরভাগ লোকই নিতে চাইত না। নয়তো ৫০-১০০ টাকা বলত। পত্রিকায় বিজ্ঞাপন দেয়া মানে বিক্রি করে যা দাম পাবেন তার সাথে আরো ২০০ টাকা লাগিয়ে বিজ্ঞাপনের খরচ।
আজকে ডিজিটাল বাংলাদেশের যুগে সেই দিন ফুরিয়েছে। মানুষ অনেক সহজভাবে চিন্তা করতে শিখেছে। উন্নত বিশ্বে ebay আর amazon এর মত অনলাইন শপে প্রতিদিন কোটি টাকার বেচা কেনা হচ্ছে। বাংলাদেশে এখনো পেপাল আসেনি বলে এসব সুবিধা এখনো ঠিকভাবে চালু হতে পারেনি। কিন্তু ফ্রি অনলাইন অ্যাড সিস্টেম অলরেডি চালু হয়ে গেছে। তেমনি একটা বিজ্ঞাপনের ওয়েবসাইট
marketplace.mobiledokan.com. এখানে আপনার নতুন বা পুরাতন মোবাইল ফোন বিক্রির জন্য অ্যাড দিন একদম ফ্রি তে। ওয়েবসাইটের ভিসিটররা আপনার মোবাইল কিনতে ইচ্ছুক হলে আপনাকে সরাসরি ইমেইল পাঠাতে পারবেন। আপনি ইচ্ছে করলে আপনার মোবাইল নম্বরও যোগ করতে পারেন। তারপর দেখা করলেন একটা পাবলিক প্লেসে। সব কিছু ঠিকঠাক থাকলে এক হাতে টাকা নিলেন আরেক হাতে মোবাইল দিলেন। দুপক্ষের কারোরই কোনো খরচ বা ঝামেলা হলো না।
ভালো লাগে নি । দাম নিয়ে ফাজলেমি করে অনেকে