অনেকদিন হল ফ্রী এসএমএস পাঠাবার জন্য একটা ওয়েবসাইট খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে আজ সকালেই একটা পেয়ে গেলাম । আশা করি আপনাদের এই সাইটটা কাজে লাগবে । আর আনন্দের বিষয় হল এটা থেকে এসএমএস পাঠাবার জন্য আপনাকে কোন ধরনের রেজিস্ট্রেশান করতে হবে না ।
প্রথমে এই ওয়েবসাইটটাতে যান । এরপর যে দেশে মেসেজ পাঠাতে চান সেটা সিলেক্ট করুন ।
এরপর মোবাইল নাম্বার এর জায়গায় নাম্বার দিন আর তারপর মেসেজ লিখুন আর Verification Code দিয়ে Send অপশন এ ক্লিক করুন ।
ব্যাস আপনার কাজ শেষ আপনি এই ওয়েবসাইট দিয়ে খুব সহজেই বিদেশে এসএমএস পাঠাতে পারবেন তাও আবার ফ্রী তে ।
যদি আপনি ঠিকঠাক সবকিছু করেন তাহলে নিচের মত ছবি পাবেন ।
তাহলে আর কি টেনসেন ? মজা নিন ফ্রী এসএমএস এর ।
কোন অসুবিধা হলে জানাবেন । ভালো থাকবেন । ধন্যবাদ ।
ক্ষমা করবেন ছবি আপলোড করতে পারছি না । দেখায় 404 not found ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks Vai .