কাউকে আর জিজ্ঞাসা নয় এবার নিজেই জেনে নিন (সকল কম্পানির ইন্টারনেট প্যাকেজের বিস্তারিত )

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

বাংলাদেশেও কম্পিউটার এর পাশাপাশি মোবাইল এ ইন্টারনেট ব্যবহার হয়ে থাকে ব্যাপকভাবে । শুধু তাই নয় মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজ চালু করে ডেস্কটপ কিংবা ল্যাপটপ এ ও ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

নিচে সব কম্পানির ইন্টারনেট প্যাকেজ বিস্তারিত দেওয়া হলোঃ

গ্রামীনফোন ইন্টারনেট :

১। P1 (পে পার ইউজ) যতটুকু ব্যবহার ততটুকু বিল (Dial *577*5#)
২। P2 (আনলিমিটেড) মাসিক বিল ভ্যাট সহ ৯০০ টাকার মত
৩। P3 (আনলিমিটেড নাইট ) রাত ১২টা থেকে সকাল ১০টা, মাসিক বিল ২৫০টাকা
৪। P4 (ডেইলি প্যাক ) ১৫০ মেগাবাইট প্রতিদিন, ভ্যাট সহ বিল ৭০ টাকার মত ( *500*4*1#)
৫। P5 (৩জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৭০০ টাকার মত (*500*5*1#)
৬। P6 (১জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৩৫০ টাকার মত (*500*6*1#)
৭.। মিনিপ্যাক (১৫ এমবি) ১৫ দিনে ২৯ টাকা(Dial *500*7*1#)
৮। মিনিপ্যাক (৯৯ এমবি) ১৫ দিনে ৯৯ টাকা (*500*9*1#)
৯। মিনিপ্যাক (৩ এমবি) ৩ দিনে ৯ টাকা (*500*10*1# )
১০। মিনিপ্যাক (১ এমবি) ২ দিনে ৩ টাকা (*500*11*1#)
বাংলালিঙ্ক ইন্টারনেটঃ

বাংলালিঙ্ক মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য আপনি যে পেকেজ ব্যবহার করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন 3343 নাম্বার এ ।

১। P1 (পে পার ইউজ) যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রতি .০২/১কেবি
২। P2 (আনলিমিটেড) মাসিক বিল ভ্যাট সহ ৭০০ টাকার মত
৩। P3 (আনলিমিটেড নাইট ) রাত ১০টা থেকে সকাল ১০টা মাসিক বিলভ্যাট সহ ৩৫০ টাকার মত
৪। P4 (ডেইলি প্যাক ) ২০০ মেগাবাইট প্রতিদিন
৫। P5 (100 মেগাবাইট) মাসিক ভিত্তিতে ব্যবহারযোগ্য
৬। P6 (১জিবি ) ভ্যাট সহ মাসিক বিল ৩০০ টাকার মত
৭। P7 (২০ মেগাবাইট – ২০ টাকা প্রতিদিন )
৮। P8 (৫০ মেগাবাইট – সাপ্তাহিক )
৯। P9 (৩ মেগাবাইট- ৮ টাকা প্রতিদিন)
১০।P10 (২ মেগাবাইট-প্রতিদিন )
১১। P11 (প্রতিদিন-সকাল আনলিমিটেড)
১২। P12 (সাপ্তাহিক আনলিমিটেড)
১৩। P13 (মাসিক-সকাল আনলিমিটেড)
১৪। p14(১০মেগাবাইট ১০ টাকা )

[নির্ধারিত এমবি ব্যবহার শেষ হয়ে গেলে আপনার প্রতি .০২/০১কেবি হারে চার্জ কাটবে
মেগাবাইট চেক করতে ডায়াল করুন *222*3#
এরপর একটি কনফার্ম মেসেজ পেলেই ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারবেন ।
রবি ইন্টারনেট :

রবি ইন্টারনেট প্যাকেজ বাছাই করতে নিচের অপশন গুলো দেখুন :
১।মিনিপ্যাক – ২০০ মেগাবাইট, ৫৫টাকা + ভ্যাট, একটিভেট করতে ডায়াল করুন *8444*81# ১ দিন মেয়াদ
২।মিনিপ্যাক - ২০ মেগাবাইট, ২০ টাকা + ভ্যাট, একটিভেট করতে *8444*20# ডায়াল করুন, ৭ দিন মেয়াদ
৩।মিনিপ্যাক - ১০ মেগাবাইট, ১০ টাকা + ভ্যাট, একটিভেট করতে *8444*80# ডায়াল করুন, ১ দিন মেয়াদ
৪। মিনিপ্যাক - ১০ মেগাবাইট, ১০টাকা + ভ্যাট, একটিভেট করতে *8444*10# ডায়াল করুন, ১০ দিন মেয়াদ
৫। মিনিপ্যাক - ১০০ মেগাবাইট, ১০০ টাকা + ভ্যাট, একটিভেট করতে *8444*30# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ
৬। মিনিপ্যাক - ১ জিবি ৩১৬ টাকা, একটিভেট করতে *8444*85# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ
৭। মিনিপ্যাক - ৩ জিবি ৫১৭ টাকা, একটিভেট করতে *8444*84# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ
৮। মিনিপ্যাক - ৫ জিবি ৭৪৭.৫০ টাকা, একটিভেট করতে *8444*82# ডায়াল করুন, ৩০ দিন মেয়াদ
এয়ারটেল ইন্টারনেট :

১। মিনিপ্যাক - ২০ মেগাবাইট, ২০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ . একটিভেট করতে লিখুন WPL and sent to ৫০০০, মেয়াদ ৭ দিন ।
২। মিনিপ্যাক - ২০ মেগাবাইট, ৩০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন WPL and sent to ৫০০০ মেয়াদ ১৫ দিন।
৩।মিনিপ্যাক - ৫৫ মেগাবাইট, ৫০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন WPM and sent to ৫০০০ মেয়াদ ৭ দিন।
৪।মিনিপ্যাক - ১২০ মেগাবাইট, ৯৯টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন FPM and sent to ৫০০০, মেয়াদ ১৫ দিন ।
৫। মিনিপ্যাক - ১০ মেগাবাইট, ১০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন, একটিভেট করতে Type P9 and sent to ৫০০০, মেয়াদ ২ দিন ।
৬। মিনিপ্যাক - ১৫০মেগাবাইট, ৫০ টাকা + ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন P4 and sent to ৫০০০, মেয়াদ ২ দিন।
৭।মিনিপ্যাক - ১ জিবি, ২৭৫ টাকা+ ভ্যাট + এসএমএসচার্জ, একটিভেট করতে লিখুন P6 and sent to ৫০০০, মেয়াদ ৩০ দিন ।

মেগাবাইট চেক করতে ডায়াল করুন *778*4#
টেলিটক ইন্টারনেট :

১২৮ কেবিপিএস স্পিড(kbps) ১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D7
২ জিবি: মূল্য ৩৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D11
আনলিমিটেড: মূল্য ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D12
২৫৬ কেবিপিএস(kbps) স্পিড ১ জিবি: মূল্য ১৭৫ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D14
৪ জিবি: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D16
আনলিমিটেড: মূল্য ১,০৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D17
৫১২ কেবিপিএস(kbps) স্পিড ১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D19 ২ জিবি: মূল্য ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D20
১০ জিবি: মূল্য ১,০০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D22
১ এমবিপিএস ৪ জিবি: মূল্য ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D25
৮ জিবি: মূল্য ১,২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D26
২ এমবিপিএস ১০ জিবি: মূল্য ২,৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D27
আপনি যে প্যাকেজ একটিভ করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে।

এছাড়াও সাধারণ টেলিটক গ্রাহক দের জন্য নিচের ইন্টারনেট পেকেজ গুলো ও রয়েছে
১।নো ইউজ নো পে, একটিভেট করতে reg লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
২। ২৫০ টাকায় ১ জিবি, একটিভেট করতে m01g লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৩। ১০ মেগাবাইট ৮ টাকা প্রতিদিন, একটিভেট করতে d10m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৪। ৫০ মেগাবাইট ৪০ টাকায় ৭ দিন, একটিভেট করতে w50m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৫।শুধুমাত্র রাতে ১০০ মেগাবাইট ৮০ টাকায় ১৫ দিন, একটিভেট করতে f100m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৬।আনলিমিটেড ইন্টারনেট পেতে unl লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৭।প্রতিদিনের আনলিমিটেড ইন্টারনেট পেতে dunl লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে

মেগাবাইট চেক করতে u লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
সিটিসেল ইন্টারনেট :

এবার আসি সিটিসেল সম্পর্কে জানতে, সিটিসেল এর ইন্টারনেট সেবা তুলনামূলকভাবে অনেক ভালো হলেও সবচেয়ে বড় সমস্যা সিটিসেল এর নেটওয়ার্ক দেশের আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায়না

ZOOM ULTRA এর প্রি পেইড পেকেজ গুলো নিচে দেখানো হলো

১। Ultra 1 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ৮০০ মেগাবাইট - ১ জিবি - ২৭৫ টাকায় - প্রতি কিলোবাইট .০০০১ করে
২। Ultra 2 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ১.৫ জিবি - ৩ জিবি - ৮০০ টাকায় - প্রতি কিলোবাইট .০০০১ করে
৩। Ultra 3 -৫১২ কিলোবাইট পার সেকেন্ড- ১.৫ জিবি - ২ জিবি - ১৮০০ টাকায় - প্রতি কিলোবাইট .০০০১ করে
৪। Ultra 4 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ২০০ মেগাবাইট প্রতিদিন - ৪ টাকায় - প্রতি মিনিট .৫০ করে
৫। Ultra 5 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- আনলিমিটেড রাত ১টা থেকে সকাল ৮টা - ২৭৫ টাকায়
৬। Ultra 6 - ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ৪০০ টাকায় - ১.৫ জিবি - ২ জিবি - প্রতি কিলোবাইট .০০০১ করে
৭। Ultra 7 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ৫০০ টাকায় - ৮০০ মেগাবাইট - ১.৫ জিবি - প্রতি কিলোবাইট .০০১ করে
৮। Ultra 8 - ৩০০ কিলোবাইট পার সেকেন্ড- ৪২৫ টাকায় - আনলিমিটেড রাত ১টা থেকে সকাল ৯টা - প্রতি মিনিট .৫০ করে

আপনি যে পেকেজ টি ব্যবহার করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন ৯৬৬৬ নাম্বারে । আর কনফার্মেশন মেসেজ পেলেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।

ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ 

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই উপরে
১২৮ কেবিপিএস স্পিড(kbps) ১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D7
২ জিবি: মূল্য ৩৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D11
আনলিমিটেড: মূল্য ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D12
২৫৬ কেবিপিএস(kbps) স্পিড ১ জিবি: মূল্য ১৭৫ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D14
৪ জিবি: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D16
আনলিমিটেড: মূল্য ১,০৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D17
৫১২ কেবিপিএস(kbps) স্পিড ১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D19 ২ জিবি: মূল্য ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D20
১০ জিবি: মূল্য ১,০০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D22
১ এমবিপিএস ৪ জিবি: মূল্য ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D25
৮ জিবি: মূল্য ১,২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D26
২ এমবিপিএস ১০ জিবি: মূল্য ২,৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D27
আপনি যে প্যাকেজ একটিভ করতে চান তার কোড লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে।

আবার নিচে :—
এছাড়াও সাধারণ টেলিটক গ্রাহক দের জন্য নিচের ইন্টারনেট পেকেজ গুলো ও রয়েছে
১।নো ইউজ নো পে, একটিভেট করতে reg লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
২। ২৫০ টাকায় ১ জিবি, একটিভেট করতে m01g লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৩। ১০ মেগাবাইট ৮ টাকা প্রতিদিন, একটিভেট করতে d10m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৪। ৫০ মেগাবাইট ৪০ টাকায় ৭ দিন, একটিভেট করতে w50m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৫।শুধুমাত্র রাতে ১০০ মেগাবাইট ৮০ টাকায় ১৫ দিন, একটিভেট করতে f100m লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৬।আনলিমিটেড ইন্টারনেট পেতে unl লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
৭।প্রতিদিনের আনলিমিটেড ইন্টারনেট পেতে dunl লিখে পাঠিয়ে দিন ১১১ নাম্বারে
………………দিয়েছেন
______________________________________________
তাহলে উপরের টা কারা আর নিচের টা কারা ব্যবহার করবে। একটু বুঝিয়ে বলবেন কি?
—————————————————————————-
উপরের গ্রহকরা কোন শ্রেণীর? তারা কি অসাধারণ গ্রাহক?

    Level 0

    @Mehedi Hasan: উপরেরটা ৩জি, নিচেরটা ২জি গ্রাহকেরা।

ধন্যবাদ ভাই…উপকারী টিউন

Level 0

একদম ফাটাফাটি টিউন ধন্নবাদ 😛

সকল অপারেটরে মোবাইলে কিভাকে ফ্রি কনপ্রিগারেশন করব?

সিটিসেল এর ইন্টারনেট
৪। Ultra 4 – ১৫০ কিলোবাইট পার সেকেন্ড- ২০০ মেগাবাইট প্রতিদিন – ৪ টাকা

৪ টাকায় নয় ৪০ টাকা।

ধন্যবাদ

ভাই, কমান্ড না। কমেন্ট\টিউমেন্ট!

Level 0

ভাই zoom ultra এর প্যাক এ কেবিপিএস(kbps) হবে , কিলোবাইট পার সেকেন্ড(KB/sec) হবে না, দুইটার মধ্যে পার্থক্য আছে।টিউনের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ হোছাইন ভাই।

ধন্যবাদ ভাই, উপকারী টিউন।

ধন্যবাদ সকল কে মন্তব্যর জন্য

    Level 0

    @হোছাইন আহম্মদ:

    GP P2 (আনলিমিটেড) মাসিক বিল ভ্যাট সহ ৯০০ টাকার মত is not correct
    BL P2 (আনলিমিটেড) মাসিক বিল ভ্যাট সহ ৭০০ টাকার মত is not correct

    Correct

    GP=977.50 tk.
    Banglalink=747.50 tk. with vat

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ আপনাকে। 🙂

গ্রামীণ ফোনের P3 প্যাকেজে কি সারারাত আনলিমিটেড নেট চালানো যাবে ‘ফাপ’ ছাড়া? মেয়াদ কতদিন?

Level 0

Ultra9 and Ultra10 বাদ গেল যে

ভাই একটু ব্যস্ত, তবে শীর্ঘই টিউন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।

খুব দরকারি কাজের টিউন