মোবাইলের কিছু টিপস যা আপনার জানা দরকার (অবশ্যই কাজের)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের আপনারদের জন্য নিয়ে আসলাম মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ টিপস  যা আপনার জানা একান্ত প্রয়োজন তাহলে অনুসরণ করুন নিচের পদ্ধতি গুলো ভালো করে।

১. অনাকাংখিত SMS আসা বন্ধ করুন আপনার মোবাইলে।


আমরা অনেক সময় চাইনা যেন আমাদের মোবাইলে কিছু সময়ের জন্য SMS আসুক ।
যেমন অফিসে, বাসায়, যখন মোবাইল চার্জে রাখা হয় অথবা অন্য কারো কাছে মোবাইল থাকলে ।
এটি এক ধরনের বার্নিং ডায়াল করুন

Active:*35*0000*16#

Deactive:#35*0000*16#

২. আপনার রবি সিমে সর্বশেষ রিচার্জ জানতেঃ

ডায়াল করুন *777#

৩. গ্রামীনফোনে মোট কত টাকা ব্যাবহার করলেন তা দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।।

*৫৭৭*১৫# (মুলত ১ মাস আগেরটা দেখায়)
এই মাসের ব্যাবহারের পরিমাণ দেখতেঃ *৫৭৭*১৬#
আজকের দিনে ব্যবহারের পরিমান দেখতেঃ *৫৭৭*১৭#

৪. ফ্রি ইন্টারনেট কনফিগারেশন সকল সিমের জন্যঃ

১। Banglalink : লিখুন All
এবং সেন্ড করুন 3343 (ফ্রী)

২। গ্রামীনফোন : মেসেজ অপশনে গিয়ে all লিখে পাঠিয়ে দিন 8080

এ। অথবা ডায়াল করুন *111*6*2# (ফ্রী )

৩। টেলিটক : set লিখে মেসেজ পাঠান 111 তে বা 578 এ (ফ্রী)

৪। রবি : কল করুন *140*7# (charge
প্রযোজ্য)

৫। Airtel : ডায়াল করুন*121*7*3# (ফ্রী)

বিঃ দ্রঃ বাংলালিংক , গ্রামীনফোন , রবি ও এয়ারটেলে Configuration সেভ করতে পিন নম্বর দিন 1234.

৫. আপনি মোবাইল অপারেটরের কোন প্যাকেজটি ব্যবহার করছেন তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

১। জিপি: - টাইপ করুন xp ও পাঠিয়ে দিন ৪৪৪৪ নম্বরে

২। রবি: - *১৪০*১৪#
(চার্জ ২.৫০টাকা)

৩। বাংলালিংক: - *১২৫#

৪। এয়ারটেল: - *১২১*১*১*১#

5। টেলিটক: - টাইপ করুন tar ও পাঠিয়ে দিন ২২২ নম্বরে (চার্জ ০.৫৮)

(যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন)

ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লাগলো ……………।। থ্যাংকস

নতুন কিছু শিকলাম আপনাকে ধন্যবাদ…।

ধন্যবাদ তথ্য গুলো সবাইকে জানানোর জন্য,
তবে একটি ভুল আছে
ফ্রি ইন্টারনেট কনফিগারেশন :
টেলিটকের জন্য হবে : set লিখে 738 নম্বরে সেন্ড করতে হবে।

thanks

Level 0

ধন্যবাদ… তবে “পূর্বের খরচ দেখার অপশন” কাজ করছেনা

নতুন কিছু শিকলাম আপনাকে ধন্যবাদ

Level 0

All in one

আপনাকে অসংখ্য ধন্নিবাদ।

কেমন আছেন হোছাইন ভাই টিউনের জন্য অনেক ধন্যবাদ। একটি অনুরোধ “এখন যে কাজটি ঝামেলা মনে হচ্ছে ফটোশপ সিএস6 এ তা হলো ক্রপটুল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি ক্রপ এবং একটি ফোর আর পেজে ছবিগুলো সাজানো যেটি ফটোশপ ৭ এ খুব সহজেই করতে পারি কিন্তু ফটোশপ সিএস6 এ হয় না তাই অনুরোধ থাকলো কাছে যেনো ফটোশপ সিএস6 এ পাসপোর্ট সাইজ ছবি ক্রপ করা এবং প্রিন্ট করার জন্য এক পেজে সাজানোর সব চেয়ে সহজ পদ্ধতি নিয়ে একটি বিস্তারিত টিউন করুন। ধন্যবাদ।

Level New

সুন্দর একটা পোস্ট

Level 0

ভালো লাগলো

Level 0

*৫৭৭*১৬# & *৫৭৭*১৭# ai code dui ta diye ami kaj korte parini. Amar keno kaj korche na ak2 janale valo hoto.
Ai rokom tune korar jonne thank’s

গ্রামীন ফোনের টাকার দেখার কোডে 0 টাকা দেখায়

Level 0

হোসাইন ভাই আপানর সাথে আমার কিছু কথা আছে তাই plz countuck on fb https://www.facebook.com/ochena.sawon

ধন্যবাদ ।