জনপ্রিয় মোবাইল সফট নিমবাজ, ই-বাডি, ফ্রিং- এর নামতো আমরা সবাই শুনেছি। আজ আমি এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করব।নিমবাজ এবং ফ্রিঙ-এর মাধ্যমে বিনামূল্যে ফ্রী ঘন্টার পর ঘন্টা স্কাইপ, ইয়াহু, গুগল টকে কথা বলা যায় নিমেষে। এছারাও তুমি যখন নিম্বায দিয়ে ফেসবুকে চেট করবে, তখন ওই অবস্থাতে তোমার ফটো তুলে যার সাথে চেট করতেছো, তাকে পাঠাতে পারবে। আর ই-বাডির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটির মাধ্যমে ইয়াহুতে কনফারেন্স চেট করা যায়। নিমবাজ এবং ফ্রিঙ হল সিম্বিয়ান সফট। তোমার মোবাইল যদি সিম্বিয়ান সাপোর্ট করে থাকে, তাহলে তুমি নিমবাজ এবং ফ্রিঙ দুটই ব্যবহার করতে পারো। তবে তোমার মোবাইল যদি জাবা হয় তাহলে তুমি স্কাইপ, ইয়াহু, গুগল টকে কথা বলতে পারবে না, শুধু চেট করতে পারবে। আর ই-বাডি সিম্বিয়ান বা যাবা দুটোতেই একি কাজ করবে।
আমি রেজওয়ান-খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বুঝলাম।