আপনার MP3 গানে লাগিয়ে নিন Lyrics মাত্র ৫ মিনিটে (আপডেটেড)।

আসসালামু আলাইকুম ওয়ারাহামাতুল্লাহি ওয়াবারকাতু । আশা করি সকলেই ভাল আছেন।  এটি  টেকটিউন্সে আমার দ্বিতীয় টিউন। আমার প্রথম টিউনটা দেখতে ক্লিক করুন এইখানে

বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের টিউন। আমরা অনেকেই হয়তো নোকিয়া, আইফোন অথবা এমন ফোন ব্যবহার করি যার মিউজিক প্লেয়ার লিরিক্স সাপোর্ট করে। কিন্ত আমাদের অডিও গানে লিরিক্স না থাকায় আমরা সেটা দেখতে পায় না। কিন্ত ইংলিশ গান শোনার জন্য লিরিক্স অতি জরুরি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে একটি MP3 ফরমেটএর অডিও গানে লিরিক্স যোগ করতে হয়।

প্রথমে আপনি এইখান থেকে এই সফটওয়্যারটির ট্রায়াল ডাউনলোড করুন। অথবা এইখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করুন। এরপর সফটওয়্যারটি সাধারনভাবে ইন্সটল করুন।

সফটওয়্যারটি ইন্সটল হলে এখন যে গানের সাথে লিরিক্স যোগ করতে চান, সেই গানটি প্লে করুন। খেয়াল করুন পাশে এই Sylteditor ওপেন হয়েছে।

গানটিতে লিরিক্স থাকলে Sylteditor সেটা প্লে করবে।

যদি না থাকে তাহলে চিত্রের মত লিরিক্স মেনু থেকে সার্চ লিরিক্স এ যান

এরপর গান এর নাম এবং আর্টিস্ট এর নাম দিয়ে সার্চ করুন। কিছুক্ষন এর মধ্য লিরিক্স এর লিস্ট আপনার সামনে আসবে। সেখান থেকে একটি লিরিক্স সিলেক্ট করুন।

এবার খেয়াল করুন Sylteditor লিরিক্স টি প্লে করছে। গানের কথার সাথে লিরিক্স ঠিক থাকলে লিরিক্স অপশন থেকে Save Lyrics AS এ যান। এরপর লিরিক্স টি আপনার পছন্দ অনুযায়ী সেভ করুন।

এবার স্টার্ট মেনু থেকে Sylteditor ওপেন করুন। সেখান থেকে File-open এ গিয়ে আপনার সেই গানটা ওপেন করুন। এরপর  File-Import SYLT from LRC তে ক্লিক করুন।তারপর আপনার পূর্বের সেই সেভ করা লিরিক্স টা ওপেন করুন।

এরপর আপনি File-Save as থেকে যে কোন স্থানে যে কোন নামে সেভ করুন। এরপর আপনার ফোনে Import করে গানটি প্লে করুন দেখুন আপনার গানটি লিরিক্স শো করছে।

টিউনটি কেমন লাগলো সে সম্পর্কে কমেন্ট করলে খুশি হব।

ফেসবুকে আমাকে পাবেন এখানে। 

আমার স্কাইপ আইডি ঃ moin...khulna

Level 0

আমি মঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য।

Level 0

ধন্যবাদ আপনাকে। ওনেকদিন আগে এরকম টিউন সার্চ করেছিলাম এখানে। ভালমত পাইনি। আপনার পদ্ধতিতে ভালমত কাজ হয়েছে…।।

Level 0

আজাদ ভাই, টিউনটি দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

ভাল টিউন ইংলীশ গান শোনার ক্ষেতে কাজে লাগবে । ভাই আপনার কাছে এইটার সিরিয়াল কি আছে, যদি থাকে দয়া করে আমাকে ই-মেইল করবেন [email protected]