এ সময়ের সেরা চার আনরিলিজ্ড স্মার্টফোন………


স্যামসাং গ্যালাক্সি এস৪:

1. স্যামসাং মানেই চমক আর সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্ট। গ্যালাক্সি সিরিজে বাজিমাত করা এই সিরিজের সবশেষ সিক্যুয়েল হিসেবে স্যামসাং আনতে যাচ্ছে গ্যালাক্সি এস৪;  যা নিয়ে ইতোমধ্যে প্রযুক্তি অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকের মতে এই ফোনের উপর ভর করে জনপ্রিয়তার দিক দিয়ে আইফোনকে ছাড়িয়ে যেতে সক্ষম হবে। পাঁচ ইঞ্চি পর্দার এ স্মার্টফোনের সবেচেয়ে বড় বৈচিত্র্য বক্তব্যের ভাষা পারস্পরিক রূপান্তরের এস ট্রান্সলেটর টুল। কন্ঠস্বর কমান্ড পদ্ধতির পাশাপাশি চোখের ইশারায় করার আইট্রকার। স্মার্টফোনের সাহায্যেই সব ইলেকট্রনিক্স পণ্যের উপর নিয়ন্ত্রণ নেওয়ার ব্যবস্থা ইনফ্রারেড। পাশাপাশি হাতের বিভিন্ন অঙ্গভঙ্গির সাহায্যেও নিয়ন্ত্রনে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা জেসচার কন্ট্রোল। আর গতির ঝড় তুলবে ১.৯ গিগাহার্জ কোয়াড কোর গতির প্রসেসর এবং ২ গিগাবাইট র‌্যাম। তবে কোন কোন সূত্রমতে ১.৬ গিগাহার্জ অক্টকোর গতির প্রসেসরও সংযোজিত হতে পারে।  অ্যাপসের দিক থেকেও এগিয়ে। সংযোজিত হবে অ্যান্ড্রয়েডের সবশেষ সংস্করণ জেলিবিন ৪.২.২; বাজারে আসবে এ বছরের শেষভাগে। তবে বড় মাপের স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি [২৬০০মিলি অ্যাম্পিয়ার] ব্যাকআপ তেমন উচ্চ মানের নয়।

  • দাম: $1050

  • এইচটিসি ওয়ান:

    2. উচ্চমানের স্মার্টফোন নির্মানে বরাবরই সেরা তাইওয়ানের ব্রান্ড এইচটিসি। আকাক্ষিত স্মার্টফোনের দিক থেকে অনেক এগিয়ে এইচটিসি ওয়ান। নতুন কিছু ফিচার আর পারফমেন্সের মিশেলে স্মার্টফোন ব্যবহারকারিকে অন্যরকম অভিজ্ঞতা দিতে পারবে। স্টাইলিশ এই ফোনটির বাহ্যিক কাঠামো তৈরিতে ব্যবহার করা হবে অ্যালুমিনিয়াম স্তর। আর ডিসপ্লে ভেলকিতেও ছাড়িয়ে যাবে সব স্মার্টফোনকে। পাশাপাশি ছবি প্রেমিদের জন্য থাকবে বেশ কিছু ডিজিটাল ক্যামেরার ফিচার। তুলনামূলক কম আলোতে স্থির-চিত্র ধারণ করা যাবে নিখুতভাবে। গতির ঝড় তুলতে ১.৭ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসরের সাথে থাকবে ১ গিগাবাইট র‌্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.১; তবে কবে নাগাদ বাজার আসবে সে ব্যাপারটি পরিষ্কার না হলেও বছরের শেষ ভাগে ফোনটি রিলিজ হওয়ার কথা।

  • দাম: $850

  • এলজি অপটিমাস জি প্রো:

    3. ব্যবহারকারিকে একই সাথে ট্যাবলেট ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা দিতে এলজির অপটিমাস জি প্রো। কার্যকরিতার দিক থেকে এটি ট্যাবলেট আর স্মার্টফোনের মাঝামাঝি। সাড়ে ৫ ইঞ্চির দানবীয় পর্দার সাথে ১০৮০পি এইচডি রেজ্যুলেশন। ১.৭ গিগাহার্জ কোয়াড কোর গতির প্রসেসরের সাথে ২ গিগাবাইট র‌্যাম মিলে তৈরি করবে গতিশীল আবহ। তবে মাল্টি টাস্কারদের জন্য এই ফোনটি বিশেষভাবে উপযোগি হবে। কেননা জি’প্রো এর পর্দায় একই সাথে একই সময়ে তিনটি অ্যাপস চালানো যাবে। যা স্মার্টফোটির জনপ্রিয়তার প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। পাশাপাশি ৩১৪০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় দীর্ঘক্ষণ চার্জ ব্যাকআপ নিয়েও খুব একটা দুশ্চিন্তায় পড়তে হবে না।

  • দাম: $900

  • সনি এক্সপেরিয়া জেড-এল:

    4. নতুনত্বে বরাবরই এগিয়ে সনি। সবাইকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়ে এক্সপেরিয়া সিরিজের জেড-এল। সর্বপ্রথম স্মার্টফোন হিসেবে এতে যুক্ত হতে যাচ্ছে ইনফ্রারেড ব্লাস্টার। যা বাড়ির সব আধুনিক ইলেকট্রনিক্স পণ্যের নিয়ন্ত্রণ নিতে সাহয্য করবে। টেলিভিশন চালাতে প্রযোজন হবে না রিমোর্ট। পাশাপাশি ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসরের সাথে থাকবে অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.১; অন্যদিকে স্মার্টফোনের ক্যামেরা ফিচারের দিক থেকে বরাবরই এগিয়ে এক্সপেরিয়া সিরিজ। সে ধারাবাহিকতায় এর ক্যামেরায় বসতে যাচ্ছে প্যানোরামিক ফিচার সহ ইমেজ স্ট্যাবিলাইজার এর মতো সব ফিচার। সবচেয়ে মজার ব্যাপার হলো পানির নিচেও সাবলীলভাবে এর সাহায্যে কাজ চালিয়ে নেওয়া যাবে। এ স্মার্টফোনটি রিলিজ হবে এ মাসের শেষভাগে।

  • দাম: $650
  • Level 0

    আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    vai na jaina tune na koratai valo. agey nije janun tarpor tune koren.. Galaxy s4 er picture gula ektao thik nai shob vul picture. allah janey apni ki vebe tune korsen. manush ke shothik tottho din. ajotha tune kore manushke bibrantite felben na. r xperia zl er picture o vull disen. xperia zl water proof na. xperia z er pic diye apni zl er kaj chalaitasen. pani dia ki petrol er kaj chole? totho gula thik e disen bt picture gula vull.