বাংলাদেশে মোবাইল ফোনের দাম, লেটেস্ট মডেল, ফীচার, রিভিউ দেখে নিন অনলাইনে

মোবাইল ফোন কেনার আগে মোবাইল ফোন সম্পর্কে জানা অত্যাবশ্যক। শুধু কেনার জন্যই নয় বরং বর্তমান স্মার্টফোনের যুগে লেটেস্ট মোবাইল ফোন মডেলগুলোতে কি কি নতুন ফিচারস যোগ করা হলো, ব্যবহারকারীর মন্তব্য ইত্যাদি সম্পর্কে জানাটাও একটা চরম আগ্রহের বস্তু হয়ে দাড়িয়েছে। বাংলাদেশে মোবাইল ফোনের চাহিদা যেকোনো উন্নত বিশ্বের দেশগুলোর চেয়ে কম নয়। দেশের ১৬ কোটি মানুষের একটা বড় অংশ মোবাইল ফোন তাদের দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে থাকেন।

যে জিনিসটাকে আপনি আপনার নিত্যদিনের সঙ্গী হিসেবে বেছে নিবেন তার সম্পর্কে জানা জরুরি। মোবাইল ফোনের ক্ষেত্রে জানা জরুরি যে -

  • আপনার বাজেটের মধ্যে কোন ব্রান্ডের কোন মডেল বাজারে পাওয়া যাবে,
  • ফোনটি সম্পর্কে ব্যবহারকারী বা জনগনের মতামত কি,
  • ফোনের  স্পেসিফিকেশন বা ফীচার কি কি
  • কোন মডেলগুলো বর্তমানে জনপ্রিয়

ইত্যাদি।

তথ্য যুগে এসকল তথ্য আপনি ঘরে বসেই জেনে নিতে পারবেন। বাংলাদেশ এক্ষেত্রে সাফল্যের সাথে এগিয়ে চলছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি পেতে পারেন বাংলাদেশে মোবাইল ফোন সম্পর্কে আপনার কাঙ্খিত তথ্যাবলি। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ওয়েবসাইট হচ্ছে mobiledokan.com. সাইটটি আমার এতই পছন্দ যে এটা সম্পর্কে দুএকটি কথা আপনাদের না বললেই নয়। এখানে মোবাইল ফোন সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী নির্ভুল এবং চমৎকারভাবে সাজানো হয়েছে। ওয়েবসাইটির ডিজাইনও খুবই মানসম্মত। সাইটের উপরে সার্চ বক্সে মোবাইল ফোন মডেলের নাম ইংরেজিতে টাইপ করে পেয়ে যাবেন সকল তথ্য। আশা করি আমার দেয়া তথ্য আপনাদের উপকারে আসব।

Level 0

আমি spyridon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Valo . Thanks

Level 0

ভাই অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার সাইটিটে দেয়া রেট আর মার্কেট রেটের ভেতর আকাশ পাতাল তফাৎ । এস ৩ এর মার্কেট প্রাইস এখন ৫৫ হাজার টাকা আপনে দিসেন ৪০ হাজার টাকা । লুমিয়া ৯২০ বাংলাদেশের বাজারে লাঞ্চই হয় নাই আপনে দিয়ে রাখসেন ৫০ হাজার ৭০০ । উএজডি থেকে কনভার্ট করলে বাংলাদেশের দামের সাথে কুলাবেনা ভাই কারন বাংলাদেশে অনেক ভ্যাট কাটে । একটু বাজারে খোঁজ নিয়ে দাম গুলো নির্ধারণ করেন নাহলে ক্রেতা ভাইরা পেরেশানিতে পরতে পারে । ধন্যবাদ

    @s4bb1r: ভাই, আপনি মনে হয় ঢাকায় থাকেন না, অথবা বিভিন্ন মার্কেট এর দাম সম্পর্কে ধারণা নেই। এস৩ এর নন ওয়ারেন্টি সেট এর দাম ৪০ হাজার টাকা। লুমিয়া ৯২০ অনেক দোকানেই পাওয়া যায়। দাম ৫০ হাজার টাকা+। নকিয়া বাংলাদেশ কয়েকদিন আগে লুমিয়া ৮২০ এবং ৯২০ launch করেছে। পত্রিকাতেও বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আপনি https://www.facebook.com/gadgetngear পেজ এ গিয়ে বিভিন্ন মানুষের ওয়াল পোষ্ট দেখতে পারেন। আশা করি অনেক সেট এর দাম সম্পর্কে আপনার নতুন ধারণা হবে। ধন্যবাদ

      Level 0

      @মুশফিকুর রহমান আবীর:

      ভাই অফিসিয়াল সেটের প্রাইস দেয়াটাই উত্তম । অথবা লেখে দেয়া ভাল যে দামটি ওয়ারেন্টি ছাড়া না সহ । লুমিমা ৯২০ গোটা বাংলাদেশে কথাও অফিসিয়াল ভাবে পাবেনা । আপনে নকিয়ার অফিসিয়াল ফ্যান পেজ http://www.facebook.com/nokiabangladesh?fref=ts এ দেখতে পারেন । লুমিয়া ৯২০ কোন নকিয়ার শো-রুমে পাবেন না। আশাকরি দেখে আপনার ভুল ভাংবে …

        @s4bb1r: আপনি যাই পেজ এর লিঙ্ক দিলেন সেখান থেকেই এই লিঙ্ক টা দিলাম https://www.facebook.com/media/set/?set=a.574979915846576.1073741825.164495400228365&type=1। নকিয়া অনেক আগেই লুমিয়া ৮২০ এবং ৯২০ launch করেছে। এমনকি গ্রামীণফোন সেন্টার গুলোতেও লুমিয়া সিরিজ এর ফোন বিক্রি হচ্ছে এবং ওয়ারেন্টি সহকারে। আশা করব আপনার ভুল টাই এখন ভেঙ্গেছে। ধন্যবাদ

        Level 0

        @s4bb1r: নোকিয়া লুমিয়া ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে বাংলাদেশের বাজারে ছাড়া হয়েছে। নকিয়া বাংলাদেশের ফেইসবুক পেইজের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখের স্টেটাস দেখুন। অথবা উইনডোস ফোন সেন্ট্রালের এই আর্টিকেলটি দেখুন http://www.wpcentral.com/nokia-launching-lumia-920-lumia-820-bangladesh. দাম ৫২,৫০০ টাকা নকিয়া বাংলাদেশের ফেইসবুক পেইজে দেয়া হয়েছে। ধন্যবাদ

Level 0

ভাই আমি বাংলাদেশ এবং সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশ যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, ইন্ডিয়া ইত্যাদির লেটেস্ট মোবাইল মার্কেটের সাথে কাজ করি। মোবাইলদোকান ডট কমের প্রাইস অনেকটাই একুরেট এবং অন্য সব তথ্য নির্ভুল। আপনাদের কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

Where is the prices of Walton, Symphony or, Maximus mobile sets? I dont know whether the site is fully developed or, not & whether it is update by you (spyridon); the site needs more & more info.

Anyway, something is better than nothing…

gsmarena কেমন মোবাইল রিভিউ ওয়েবসাইট?

মোবাইলদোকান নিঃসন্দেহে অনেক পুরনো মোবাইল রিভিউ সাইট। তবে নতুন যেগুলো রয়েছে তার মধ্যে https://www.bdstall.com/mobile-phone/https://www.xiaomibangladesh.com.bd/ এই দুটি ওয়েবসাইটের কন্টেন্ট ও অনেক ভাল লেগেছে। আশ করছি আরও কিছু মোবাইল সম্পর্কিত ওয়েবসাইট ভবিষ্যতে আমাদেরকে নতুন আরও ফিচার দিয়ে সাহায্য করবে।