আপনার আদরের মোবাইলটি পানিতে পড়ে গেলে কি করবেন?

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আসা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মোবাইল পানিতে পড়ে গেলে কি করতে হবে এ ব্যাপারে টিপস্ দিব। মোবাইল ফোন আমাদের অন্যতম একটি প্রয়োজনীয় বস্তু এবং মোটামোটি এটি সবসময় হাতেই থাকে কিন্তু বিপদ ঘটতে কতক্ষন? এসব বিপদের মাঝে মোবাইল ফোন পানিতে পড়ে যাওয়াটা বেশী হয়ে থাকে। যদি কখনো আপনার প্রীয় মোবাইলটি পনিতে পড়ে যায় তাহলে নিচের টিপসগুলো অনুসরন করে 90% মেরামত করা যাবে।

Water-Damaged-Mobile2

১। যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটি তুলে ফেলুন এবং ব্যাটারিটি খুলে ফেলুন। ব্যাটারি যত তাড়াতাড়ি খুলবেন মোবাইল ফোনের আযুর আসঙ্কা তত কমবে করন পানি বিদ্যূৎ পরিবাহী।

২। এবার সিম কাড খুলে ফোনটি উপর করে টিসু পেপার দিয়ে পানি শুষে ফেলুন।

৩। মোবাইল ফোনটি যত তাড়াতাড়ি সম্ভব কেচিং খুলে ফেলুন এবং তোয়ালে দ্বারা হালকা ভাবে চেপে ধরুন । তোয়ালে গরম করার জন্য আইরন ব্যবহার করতে পারেন। ভাল ফল পেতে আইরনহিটারগান ব্যবহার করতে পারেন।

৫। হতের কাছে এধরনের কোন কিছু পাওয়া না গেলে রোদে মোবাইলটি উল্টো পিঠ করে রাখতে পারেন।

৪। মোবাইলটির ভিতরের পানি ১০০% শুষে গিয়েছে কিনা তা পরীক্ষা করে ব্যাটারি সংযোগ করে মোবাইলটি ব্যবহার করতে পারেন। আসা করি ভাল ফলাফল পাবেন।

৫। অনেক সময় দেখা যায় এঅবস্থায় মোবাইলটি ১০-১৫ যাবার পর সফটওয়্যার চলে যায় এক্ষেএে নতুন করে সফটওয়্যার দিতে হবে।

ফ্রী ডাউনলোড

এখানে ক্লিক করে ১৭৫০ চ্যনেল বিশিষ্ট Live TV সফটওয়্যার ডাউনলোড করুন।

আসা রাখি টিউনটি আপনাদের ভাল লাগবে।সবাই ভাল থাকবেন এবং সুস্থ্য থাকবেন এই শুভ কামনায়

আলমাস

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটি তুলে ফেলুন এবং ব্যাটারিটি খুলে ফেলুন। ব্যাটারি যত তাড়াতাড়ি খুলবেন মোবাইল ফোনের আযুর আসঙ্কা তত বৃদ্ধি পাবে

ব্যাটারী খুলতেও বললেন আবার খুললে আয়ুর আশঙ্কা বৃদ্ধি পাবে কথাটা কেমন স্ববিরোধী হয়ে গেল না?

    আসলে হবে কথাটা হবে
    যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটি তুলে ফেলুন এবং ব্যাটারিটি খুলে ফেলুন। ব্যাটারি যত তাড়াতাড়ি খুলবেন মোবাইল ফোনের আযুর আসঙ্কা তত কমবে

    Level 2

    আসংখ্য ধন্যবাদ শাকিল। আমি এটা ঠিক করছি………………….. 😛 আর কমেন্ট করার জন্য চির কৃতঙ্গ। 😉

    এক টিউনের কমেন্টেই চিরকৃতজ্ঞ ভবিষ্যতের জন্য কিছু রাখলেন না? 😛 তাইলে তো আর ভবিষ্যতে কমেন্ট না দিলেও চলবে 😉

ভাই আপনি লিখলেন ১০-১৫ দিন যাবার পর সফটওয়্যার চলে যায় এক্ষেেএ নতুন করে সফটওয়্যার দিতে হবে । সফটওয়্যার কি আমার কম্পুউটার দিয়ে দিতে পারব , পারলে সফটওয়্যার কোথায় পাব ?

ভাইয়া, মোবাইল পানিতে পড়ে গেলে ব্যাটারী, কেসিং খুলতে হবে। যদি স্কু ড্রাইভার (টি৬, টি৫) থাকে, তাহলে সেটটি খুলতে হবে। তারপর যদি হাতের কাছে থিনার অথবা পেট্রোল থাকে তাহলে পুরো মাদারবোর্ড টি কোন পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষতে হবে। তারপর ৪০ ওয়াট বা ৬০ওয়াট বাল্বের নিচে প্রায় ২০-২৫ মিনিট রাখতে হবে এবং এও খেয়াল রাখতে হবে যে এল,সি,ডি টি যেন কালো হয়ে না যায়। আমি থিনার বা পেট্রোলের কথা বল্লাব এই জন্য যে, মাদারবোর্ড এর পার্টস গুলোকে পরিস্কার ও পানিতে পরার কারনে ফাঙ্গাস (অনেক সময় মোবাইলে ময়লা জমে) পড়া থেকে রক্ষা করে। ধন্যবাদ

Level 0

hmm almas vai amar mobile re pani te falaia nosto kore sikse………
amar mobile er 12ta bajaise………………………………
nice tune………………….
best of luck…………
asa kori aro jotil kajer tune korben…………………….

Level 0

amar mobile pani te falaia ei tune korse apnara ki kew er bichar korben nah

thnx 4 u *****************