বর্তমান সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক। তবে বেশীরভাগ ব্যবহারকারী ফেইসবুক নির্ভর। ইদানীং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কারণে অনেকে বাংলা সংবাদের সাইট এবং বাংলা ব্লগগুলো ব্যবহার করতে শুরু করেছেন। কিন্তু ব্রইজ করতে গিয়েই পড়েন বিপাকে। মোবাইলে বাংলা আসেনা। যারা এই সমস্যায় পড়েছেন আজকের পোস্টটা তাদের জন্য।
1. প্রথমে Opera Mini ডাউনলোড করে নিন http://mini.opera.com/ থেকে
2. ডাউনলোড হয়ে গেলে অপেরা মিনি ইন্সস্টল করে নিন এবং চালু করুন।
3. এবার এড্রেসবারে টাইপ করুন “opera:config” এবং OK চাপুন।
4. settings এ “Use bitmap fonts for complex scripts” অপশনটি “Yes” করে “Save” চাপুন।
5. এবার আপনার সাইটটি Opera Mini তে ভিজিট করুন। আশা করি এবার বাংলা দেখা যাবে। যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট এ জানান।
আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই টিপস টি দেয়ার জন্য। আমার মোবাইলে বাংলা আসতোনা এখন আসে।