মোবাইলে বাংলা আসছেনা ? দেখে নিন কিভাবে সহজে বাংলা ওয়েবসাইট ভিজিট করবেন আপনার মোবাইলে

বর্তমান সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক। তবে বেশীরভাগ ব্যবহারকারী ফেইসবুক নির্ভর। ইদানীং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কারণে অনেকে বাংলা সংবাদের সাইট এবং বাংলা ব্লগগুলো ব্যবহার করতে শুরু করেছেন। কিন্তু ব্রইজ করতে গিয়েই পড়েন বিপাকে। মোবাইলে বাংলা আসেনা। যারা এই সমস্যায় পড়েছেন আজকের পোস্টটা তাদের জন্য।

 

এই কাজগুলো আপনার মোবাইলে করতে হবে।

1. প্রথমে  Opera Mini ডাউনলোড করে নিন http://mini.opera.com/ থেকে

2. ডাউনলোড হয়ে গেলে অপেরা মিনি ইন্সস্টল করে নিন এবং চালু করুন।

 

3. এবার এড্রেসবারে টাইপ করুন “opera:config” এবং OK চাপুন।

4. settings এ “Use bitmap fonts for complex scripts” অপশনটি “Yes” করে “Save” চাপুন।

5. এবার আপনার সাইটটি Opera Mini তে ভিজিট করুন। আশা করি এবার বাংলা দেখা যাবে। যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট এ জানান।

 

লেখাটি আগে প্রকাশিত হয়েছে চট্টগ্রাম ব্লগে

 

 

Level 0

আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই টিপস টি দেয়ার জন্য। আমার মোবাইলে বাংলা আসতোনা এখন আসে।

    @Jnjaman: অন্তত একজনের কাজে লেগেছে জেনে ভাল লাগল।

এ তো পুরান টিপস, পিডিএফ, ওয়য়ার্ড ফাইল এ কিভাবে বাংলা দেখা যাবে সেটা যানা থাকলে টিউন করুন।

so many thanks vai. android nia onek bipode cilam.

thanks again

মারাত্মক টিউন !!!

Level 0

windows phone 7 এ opera min তে বাংলা ফন্ট দেখার জন্য কোন solution দিতে পারবেন?

আসলে বহুল প্রচলিত বিষয়গুলো নিয়ে টিউন করার আগে শিরোনামে নতুনদের জন্য উল্লেখ করা ভালো।

Level 0

aivabe bangla dekha jai bt copy kora jai na…. r pura bangla page ta image file hisebe load hoi… onek mb lage

অনেক অনেক ধন্যবাদ

kivabe korbo……….bangla font add korle to english font mobile er kemon jeno biscri lage……………..kono valo upai ache……….apnar jana mote.?????????????

Level 0

vai opera mini ar ta to janlam. ajonno apnake so many thanks. but jodi opera mobile a android phone a kivabe bangla dekha jay seta jante parle khub valo hoto. jodi janen tobe share korben plz.

Level 0

vai nokia lumia 800 te to operamini support kore na.akon ke korte pare.