বাংলাদেশে স্যামসাংয়ের নতুন তিনটি ফোন

স্যামসাং বাংলাদেশে নিয়ে এল নতুন রেক্স সিরিজের তিনটি ফোন। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে রেক্স ৬০, রেক্স ৭০ এবং রেক্স ৮০—এ তিনটি মুঠোফোনের উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন।

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTsWX5B4T7-qYGGn-oGydHlj0RMj0em_CROGBGUqvCIcAOrGsL1tA

রেক্স ৬০

http://cdn2.gsmarena.com/vv/pics/samsung/samsung-rex-70-s3802.jpg

রেক্স ৭০

http://sitesgadget.com/wp-content/uploads/2013/02/Samsung-REX-80-Wallpaper.jpg

রেক্স ৮০

এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের মহাব্যবস্থাপক স্যাং হয়া সং, ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান ও ট্রান্সকম মোবাইল লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আরশাদ হক।
অনুষ্ঠানে চুন সু মুন বলেন, ‘স্যামসাং সব সময়ই চেষ্টা করেছে সবচেয়ে ভালো পণ্যটি ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে। আর তারই ধারাবাহিকতায় এবার রেক্স সিরিজের এ তিনটি ফোন। আশা করছি এ ফোনগুলো তরুণদের স্মার্টফোনের অভিজ্ঞতা দেবে।’ উদ্বোধন শেষে স্যামসাংয়ের পণ্য বিপণন ব্যবস্থাপক মাহমুদুল হক ভূঁইয়া মুঠোফোনগুলোর বিস্তারিত তুলে ধরেন।
জাভা অ্যাপ্লিকেশন-সংবলিত রেক্স সিরিজের ‘রেক্স ৬০’ মডেলে মুঠোফোনটিতে থাকছে ১.৩ মেগা পিক্সেল ক্যামেরা, ২.৮ ইঞ্চি পর্দা। মেমরি কার্ড ব্যবহার করা যাবে মাইক্রোএসডি—১৬ গিগাবাইট পর্যন্ত। দাম ছয় হাজার ৯০০ টাকা।
‘রেক্স ৭০’ এবং ‘রেক্স ৮০’ মডেলের মুঠোফোন দুটির পর্দা ৩ ইঞ্চি করে। ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩২ গিগাবাইট মেমরি এক্সপেন্ডবল সুবিধাসংবলিত ‘রেক্স ৮০’ মুঠোফোনটির দাম আট হাজার ৯০০ টাকা। ৩.২ মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা ‘রেক্স ৭০’ মুঠোফোনটির দাম নির্ধারণ করা হবে আগামী সপ্তাহে।
প্রতিটি ফোনে থাকছে ফেসবুক, টুইটার, চ্যাট-অন, গুগল টকসহ বিভিন্ন অ্যাপ্লিকেশন। এ ছাড়া মুঠোফোনগুলোতে আছে অ্যাডভান্স অপেরা মিনি ব্রাউজার ও ১০টি করে গেম। আরও আছে দুটি সংযোগ ব্যবহারের সুবিধা, তারহীন ব্লুটুথ ৩.০ প্রযুক্তি।

Level 0

আমি Johir Patowary। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Android অপারেটিং ছাড়া এখন কি আবার Java চলে নাকি?? Faltu Set… যদি 7-8 হাজারের মধ্যে Android ছাড়ত!!!

Java Set Use Kore Moja Nai. Valo Kono Software Nai.