আশাকরি সকলে অনেক অনেক ভালো আছেন। বর্তমানে দেশে মোবাইলের ছড়া ছড়ি। কত লাখ মডেলের মোবাইল যে এই দুনিয়ায় আছে তার সঠিক হিসাব মনে হয় গুগলও দিতে পারবে না। আর এর মধ্যে আবার আছে স্মার্ট ফোন। এই স্মার্ট ফোনের দুনিয়ায় অনেকেই চায় ওয়েব সাইট গুলো মোবাইল দিয়ে ভিজিট করতে তাই ওয়েব বা ওয়াপ সাইটের মালিকরা চায় তাদের সাইটটি যেন মোবাইল ফ্রেন্ডলি হয় বা এমন লোক আছে যারা শুধুমাত্র মোবাইলের জন্য সাইট বানাতে চান। আর এই কাজের জন্য আছে বিভিন্ন রকমের স্ক্রীপ্ট। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি স্ক্রীপ্টের পরিচয় করিয়ে দিব(যদিও অনেকে জানেন) এই স্ক্রীপ্ট বা সি, এম,এস এর নাম হল জন সি,এম,এস এটি আপনি আপনার সার্ভারে যে কোন সি এমএস এর মত ইন্সটল করতে পারবেন। এবং ইন্সটল করার পরে আপনি পাবেন একটা নিজস্ব এডমিন প্যানেল। যার মাধ্যমে আপনি সহজে আপনার সাইট টি ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি আপনার মনের মত থিম ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত এখান থেকে সি এমএস টি ডাউনলোড করে নিন। ও ধুমছে মোবাইল ওয়াপ তৈরী করুন।
ডেমো এখানে।
সবাইকে অনেক ধন্যবাদ।
এই পোষ্ট টি প্রথম প্রকাশিত এখানে।
আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।
dhonnodab vai sondor tuner jonno. poroborti tuner ashay roilam