স্মার্টফোন আধুনিক বিজ্ঞানের এক অবিস্মরণীয় আবিষ্কার। স্মার্টফোন মোবাইল প্রযুক্তিকে নিয়ে গেছে অন্য এক উচ্চটায়। মোবাইল ফোনের ধারণাই বদলে দিয়েছে এই স্মার্টফোন। এ ফোনগুলো শুধু কথা বলা বা এসএমএস করা নয় বরং মোবাইলকে নিয়ে গেছে কম্পিউটারের আরও কাছাকাছি। বর্তমানের স্মার্টফোনে HD Game, high-resulation সিনেমা, বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করা যায়। এছাড়াও বিভিন্ন সুবিধা যেমন উচ্চ মানের ছবি তোলা এবং তা সম্পাদনা করা যা ডিজিটাল ক্যামেরার চাহিদা অনেকাংশে পূরণ করে। এছাড়া গান শোনা, অনলাইনে যোগাযোগ,ডাটা শেয়ার ইত্যাদি সুবিধা স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়িয়ে তুলেছে।
এবার আসুন বর্তমানের কিছু সেরা স্মার্টফোনের ফিচার দেখিঃ
১.HTC One:
সেরা স্মার্টফোনের তালিকায় প্রথমেই যে সেটের নাম আসে তা হল HTC One। ৪.৭ ইঞ্চি এই সেটে রয়েছে Super LCD 3 Full HD(১০৮০*১৯২০ পিক্সেল) প্রযুক্তিসম্পূর্ণ ডিসপ্লে যার Pixel Per Inches(PPI) হল ৪৬৯। ফলে আপনি উচ্চ মানের ভিডিও, গেম ইত্যাদি উপভোগ করতে পারবেন। পুরো অ্যালুমনিয়ামের তৈরী এই সেটে আরও রয়েছে corning gorilla glass 2 যা ডিসপ্লেকে scratch হতে রক্ষা করবে। গান বা অডিও সিস্টেম নিয়ে যদি বলা হয় তবে এটির সাউন্ড সিস্টেম সত্যি অসাধারণ কারণ এতে ব্যবহার করা হয়েছে Beats Audio enhancement যা অডিও শোনার অভিজ্ঞতাকে বদলে দিবে।
এছাড়া এর মেমোরি অসাধারণ কারণ এর Internal মেমোরি ৩২/৬৪ গিগাবাইট। এছাড়া এর RAM হল ২ গিগাবাইট।
এই সেট এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Quad-core ১.৭ GHz এবং গ্রাফিক্স প্রসেসর(GPU) হলঃ Adreno 320; যার কারণে উচ্চমানের গেম খেলতে পারবেন।
আরেকটি অনন্যসাধারণ বিশিষ্ট হল যা অন্য সেট থেকে একে আলাদা করেছে তা হল এর ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে Ultra Pixel Camera যার ফলে ছবি তোলার ক্ষেত্রে ডিজিটাল ক্যামেরার স্বাদ পাবেন। এতে Optical image stabilization রয়েছে ফলে ক্যামেরার ঝাকুনির ফলেও ছবি clear আসবে। আপনি Full HD(১০৮০*১৯২০পি) ভিডিও করতে পারবেন ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে। আর Front ক্যামেরা হল ২মেঃপিঃ।
HTC One এর আরেকটি আকর্ষণীয় দিক হল এর অপারেটিং সিস্টেম। এই সেট এর OS হিসেবে ব্যবহার করা হয়েছে Android 4.1.2 যা Android 4.2.2 তে upgradable।
তাছাড়া এর ব্যাটারি মানও বেশ ভাল। এর ব্যাটারি হলঃ ২৩০০mAh
অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছেঃ infrared পোর্ট রয়েছে যা দিয়ে যে কোন টিভি বা অনন্য কোন যন্ত্রের Remote হিসেবে ব্যবহার করতে পারবেন । এই সেট কিনলে Dropbox এ ২৫ জিঃবিঃ জায়গা পাওয়া যাবে।
তবে এর প্রধান সমস্যা হল এ সেটে মেমোরি কার্ড লাগানো যায় না। এছাড়া তেমন কোন সমস্যা নেই।
( তবে আনুষ্ঠানিক ভাবে এখনও HTC One এর দাম জানা যায়নি।)
২.SONY Xperia Z/ZL:
HTC One এর পর যে সেট এর নাম আসে তা হল সনি কর্পোরেশন এর Xperia Z/ZL। ৫ইঞ্চির Xperia Z এ ব্যবহার করা হয়েছে Sony Bravia Engine 2 ও Full HD(১০৮০*১৯২০) ডিসপ্লে যার ফলে উচ্চ মানের ভিডিও আউটপুট পাওয়া যায়। সবচে বড় সুবিধা হল এই সেট পানি,আঘাত,ধুলাবালি প্রতিরোধক।
এই সেট এর মেমোরি সিস্টেমও বেশ ভাল। এর internal মেমোরি হল ১৬ গিঃবাঃ এবং মেমোরি কার্ড লাগানো যায় ৩২গিঃবাঃ পর্যন্ত। এবং RAM ২গিঃবিঃ ব্যবহার করা হয়েছে।
এ সেট এর CPU সিস্টেমও বেশ ভাল। এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Quad-core ১.৫ GHz প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসর হলঃ Adrino 320।
এতে ১৩.১ মেঃগাঃ পিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে Sweep Peranama, Full HD ভিডিও ইত্যাদি।আর secondary ক্যামেরা হল ২.২মেঃপিঃ।
অপারেটিং সিস্টেম হিসাবে Android 4.1 রয়েছে তবে 4.2 তে upgrade করা যাবে।
এর ব্যাটারির মানও আশানুরূপ ভাল। এই সেটের ব্যাটারি হল ২৩৩০mAh।
তবে কিছু সমস্যাও রয়েছে;যেমনঃ contrast ও viewing Engle কম। এছাড়া সেট এর পিছন দিকে হাতের ছাপ পড়ে সহজে। বর্তমান বাজার মূল্যঃ ৬২০০০ টাকা।
SONY Xperia ZL:
Xperia Z ও Xperia ZL এর মধ্যে পার্থক্য সামান্যই। Xperia ZL এর আকার কিছুটা কম। এছাড়া Xperia ZL এ পানি,ধুলবালি ও আঘাত প্রতিরোধ ব্যবস্থা নেই। আর এর ব্যাটারি হল ২২৩৭mAh। এবং Xperia ZL সেটে Infrared পোর্ট রয়েছে যা Remote হিসেবে ব্যবহার করতে পারবেন। আরেকটি পার্থক্য হল Xperia ZL এ ক্যামেরাতে Shatter বাটন রয়েছে।
৩.LG Opimus G Pro:
LG বেশ কিছু স্মার্টফোন বাজারজাত করলেও তেমন সাড়া ফেলতে পারেনি।ফলে LG বেশ কয়েক বছর Loss এর মধ্যে ছিল। তবে যে সেট দিয়ে তারা ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে তা হল LG optimus G Pro। ৫.৫ ইঞ্চি পর্দার এই সেটে ব্যবহার করা হয়েছে True IPS-3+LCD প্রযুক্তির ডিসপ্লে সিস্টেম যার পিক্সেল পার ইঞ্চি(PPI) হল ৪০১ ফলে উন্নত মানের ভিডিও আউটপুট পাওয়া যাবে।
এর একটি আকর্ষণীয় বিশিষ্ট হল এতে Dolby Mobile Sound enhancement ব্যবহার করা হয়েছে। যা সংগীতপ্রেমীদের চাহিদা মিটাবে।
এর মেমোরি সিস্টেমও বেশ ভাল। এই সেট এর Internal মেমোরি হল ৩২গিঃবাঃ ও মেমোরি কার্ড লাগানো যায় ৬৪গিঃবাঃ পর্যন্ত।এবং RAM ২গিঃবাঃ।
LG Optmus G Pro এর প্রসেসর উল্লেখ করার মত।কারণ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Quard-core ১.৭ GHz এবং গ্রাফিক্স প্রসেসর হল Adrino 320।
এই সেটের অপারেটিং সিস্টেম হিসাবে দেয়া আসে Android 4.1.2।
ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ১৩মেঃপিঃ লেন্স যা দিয়ে Full HD ভিডিও করা যায় ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে। Secondary ক্যামেরা হল ২.১মেঃপিঃ ।
তবে সবচেয়ে শক্তিশালী দিক হল এর ব্যাটারি ব্যাকআপ। কারণ এতে ব্যবহার করা হয়েছে ৩১৪০ mAh ব্যাটারি।
এর সমস্যা তেমন নেই তবে সেটের ওজন একটু বেশি (১৬০ গ্রাম)।
৪.HTC Butterfly:
বর্তমানের সেরা সেট গুলোর মধ্যে HTC Butterfly হল অন্যতম সেরা মোবাইল। আসুন অসাধারণ এই সেটের সাথে পরিচিত হওয়া যাক।
৫.০ ইঞ্চি পর্দার এই সেটে ব্যবহার করা হয়েছে Super LCD 3 ডিসপ্লে ও ১০৮০*১৯২০ রেজু্লেসন। যার পিক্সেল পার ইঞ্চি হল ৪৪১। এছাড়া Corning Gorilla Glass 2 ব্যবহার করা হয়েছে ডিসপ্লেকে রক্ষা করার জন্য।
HTC One এর মত এখানেও Beats Audio enhancement ব্যবহার করা হয়েছে।
এই সেটে Internal মেমোরি ১৬গিঃবাঃ এবং মেমোরি কার্ড ৩২গিঃবাঃ পর্যন্ত লাগানো যায়।এবং RAM ২গিঃবি।
প্রসেসসর হিসাবে ব্যবহার করা হয়েছে Qualcomm Quad-core ১.৫GHz এবং গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে Adrino 320। এই সেটের RAM হল ২গিঃবাঃ।
অপারেটিং সিস্টেম হিসাবে দেয়া আসে Android 4.1 যা Android 4.2তে upgradable।
এই সেটের ক্যামেরাও অসাধারণ। এতে ৮মেঃপিঃ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরা হল ২মেঃপিঃ।
অন্যান্য সুবিধার মধ্যে বিভিন্ন সেন্সর,GPS ইত্যাদি রয়েছে।
সমস্যার দিক হল Internal মেমোরি ১৬গিঃবাঃ এর মধ্যে ১১গিঃবিঃ ব্যবহার করা যায়(বাকি মেমোরি সিস্টেম ব্যবহার করে।)। আর তেমন কোন সমস্যা নেই। বর্তমান বাজার মূল্য ৭২০০০ টাকা।
৫.Samsung Galaxy S IV:
যে কোন ইলেক্ট্রিক পণ্যের তালিকা করলে স্যামসাং এর পণ্য সেই তালিকায় থাকবেই। বর্তমানের সেরা মোবাইল এর তালিকায় তাই স্যামসাং একটি স্মার্টফোন রাখতে হল এবং সেটটি হল Samsung Galaxy S IV।
৪.৯৯ ইঞ্চি পর্দার এই মোবাইলে ব্যবহার করা হয়েছে SUPER AMOLED CAPACITIVE ডিসপ্লে যার পিক্সেল পার ইঞ্চি হল ৪৪১।
এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass-3 যা এই সেটের ডিসপ্লেকে নিরাপত্তা দিবে।
এর Internal মেমোরি হল ১৬/৩২/৬৪ গিঃবাঃ এবং মেমোরি কার্ড লাগানো যায় ৬৪গিঃবাঃ পর্যন্ত।
প্রসেসসর হিসাবে রয়েছে নতুন প্রজন্মের Exyonos Quad-core ১.৮ GHz এবং গ্রাফিক্স প্রসেসসর হল Power VR SGX 544MP এবং RAM ২গিঃবাঃ।
এর ব্যাটারি বেশ শক্তিশালী। এই সেটে ব্যবহার করা হয়েছে ২৬০০ mAh ব্যাটারি।
কিছু বিশেষ সুবিধা পাওয়া যাবে এই সেটে যেমনঃ DropBox ৫০গিঃবাঃ মেমোরি পাওয়া যাবে। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে Smart stay eye Tracking ও S-voice natural language command & dictation যা এই সেটকে করে তুলেছে অনন্য।
( যদিও Samsung আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেয়নি তবে বিভিন্ন সুত্র থেকে এই সেট সম্পর্কে জানা যায়।)
বিঃদ্রঃ প্রতিটি সেটে Bluetooth ৪.০, Wi-Fi, GPS, NFC ইত্যাদি রয়েছে। এছাড়া সেন্সরগুলো একই।
আমি রাশেদুল আলম অয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
HTC One X বাদ দিলেন?