মোবাইল এর জয়স্টিক নস্ট? আপনাদের জন্য জয়স্টিক এর বিকল্প পদ্ধতি

প্রথমে বলি, আমার একটি নোকিয়া এন৭৩ মোবাইল আছে। অনেক দিন যাবত এর জয়স্টিক এর সমস্যার মধ্যে ছিলাম। মাঝে মাঝে কাজ করত। কিন্তু প্রয়জনের সময় যেন বেশি সমস্যা হত। তাই একদিন ভাবলাম যদি সফটওয়্যার দিয়ে জয়স্টিক এর কাজ নাম্বার প্যাড এর মাধ্যমে করা যেত, তাহলে খুব ভাল হত। সেদিন গুগল এ সার্চ দিয়ে অনেক কষ্টে একতা সফটওয়্যার পেয়েছি। যার নাম 'অজয় এন্টি জয়স্টিক' তারপর নামিয়েছি। কিন্তু আমার মোবাইল এ সাপোর্ট করে না। এভাবে অনেক গুলা সাইট ঘুরে আমার মোবাইল এ ইন্সটল করার উপযোগী একতা ভার্সন পেয়ে গেলাম।

এখন বলি এটা কিভাবে কাজ করবেঃ

  • ১. প্রথমে আপনি সফটওয়্যারটি মোবাইল এ ইন্সটল করবেন।
  • ২. সফটওয়্যারটি ওপেন করবেন, বেক এ ক্লিক করে বের হয়ে আসবেন।
  • ৩. প্রোগ্রামটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকবে।
  • ৪. কল বাটন (যেইটা দিয়ে কল রিসিভ করি) কয়েক সেকেন্ড চেপে ধরলে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে।
  • ৫. আরেকবার কল বাটন (যেইটা দিয়ে কল রিসিভ করি) কয়েক সেকেন্ড চেপে ধরলে প্রোগ্রামটি চালু হবে।
  • ৬. প্রয়োজন অনুযায়ী আপনাকে প্রোগ্রামটি বন্ধ ও চালু করতে হবে (শুধু মাত্র এতুকুই ঝামেলা)।
  • ৭. কি গুলোর কাজ, যখন প্রোগ্রামটি চালু থাকবেঃ ৮ (উপরে), ২(নিচে), ৪(বামে), ৬(ডানে)
  • ৮. যখন বন্ধ থাকবে তখন সাধারন কাজ করবে, যেমন ম্যাসেজ এর সময় টেক্সট এবং কল এর সময় নাম্বার এর।

আমার মোবাইল এর উপযোগী  ভার্সন   AJoy_v1.02(0)_s60v3 । সকল নোকিয়া এন৭৩ এ কাজ করবে।

যাদের প্রয়োজন ডাউনলোড করে নিন এখান থেকেঃ ডাউনলোড

Level 2

আমি মোহাম্মাদ নয়ন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল জিনিস শেয়ার করেছেন।

আমার তো দুই মাস পর পর এটা পাল্টাতে হত,সাথে গচ্ছা যেত 250-300 টাকা।অনেক ধন্যবাদ আপনাকে।

ভাই, জাভা ফোনের জন্য কি এমন কিছু আছে? সনি এরিকসন K750i একটা নিয়ে বিপদে আছি, ক’দিন পর পর জয়স্টিক চেঞ্জ করতে হয়… কি এক ঝামেলার কারবার। এই ফোনটা ইউজ করছি প্রায় ৬ বছর থেকে, মায়া ছাড়তে পারিনা তারপরও কয়েকবার আছাড় দিছি কেবল মাত্র জয়স্টিকের কারণে কিন্তু কই মাছের প্রাণ ত সহজে সরেওনা, সারেওনা মরেওনা…

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব কাজের একটা সফট শেয়ার করার জন্য। জয়স্টিক আসলেই একটা ঝামেলার জিনিস, কয়েকদিন পর পর নস্ট হয়, অনেকগুলো টাকাও গচ্চা যায়। ভালো থাকবেন এবং টিউন করে যাবেন।…..

Level 0

জয়স্টিক. eta ki jinis ki kame lage.

খুচরা বাজারে N73 এর জয়স্টিক এর দাম ১০ টাকা (তাতাল দিয়ে লাগাতে হয়)। কিবোর্ড+জয়স্টিকসহ পুরা সেট এর চিপটির দাম ১৫০ টাকা (তাতাল লাগেনা)। তবে ইলেকট্রনিক্স এ কারো অভিজ্ঞতা না থাকলে আপনার ট্রিকসটি কাজে লাগবে। ধন্যবাদ।