প্রথমে বলি, আমার একটি নোকিয়া এন৭৩ মোবাইল আছে। অনেক দিন যাবত এর জয়স্টিক এর সমস্যার মধ্যে ছিলাম। মাঝে মাঝে কাজ করত। কিন্তু প্রয়জনের সময় যেন বেশি সমস্যা হত। তাই একদিন ভাবলাম যদি সফটওয়্যার দিয়ে জয়স্টিক এর কাজ নাম্বার প্যাড এর মাধ্যমে করা যেত, তাহলে খুব ভাল হত। সেদিন গুগল এ সার্চ দিয়ে অনেক কষ্টে একতা সফটওয়্যার পেয়েছি। যার নাম 'অজয় এন্টি জয়স্টিক' তারপর নামিয়েছি। কিন্তু আমার মোবাইল এ সাপোর্ট করে না। এভাবে অনেক গুলা সাইট ঘুরে আমার মোবাইল এ ইন্সটল করার উপযোগী একতা ভার্সন পেয়ে গেলাম।
আমার মোবাইল এর উপযোগী ভার্সন AJoy_v1.02(0)_s60v3 । সকল নোকিয়া এন৭৩ এ কাজ করবে।
যাদের প্রয়োজন ডাউনলোড করে নিন এখান থেকেঃ ডাউনলোড
আমি মোহাম্মাদ নয়ন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল জিনিস শেয়ার করেছেন।