
কি বিশ্বাস হচ্ছে না!! হবে হবে আমার দেয়া ছবিগুলো দেখে বিশ্বাস হবে। এ সবই সম্ভব Rite Viewer নামক সফ্টটা দ্বারা।
প্রথমে Click here এ করে নিন। এবার সফ্টটা আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
ইন্সটল হবার পর সফ্টওয়ারটা ওপেন করুন। এবার ডাউনলোড এর সাথে আসা কিগেন ব্যবহার করে এই সফ্টটা রেজিষ্টার করে নিন।
এবার ছবিকে আলোকিত করার পালা। আপনার ছবি কোথায় আছে তা ব্রাউজ করে বের করে নিন।
আমি আমার এক বন্ধুর একটি ছবি নিলাম, ছবি দেখতে একটু অন্ধকার অন্ধকার লাগছে।

আমি Option খেকে PhotoRite Auto-Fix এ ক্লিক করলাম অথবা আপনারা Shortcut হিসেবে ছবি Preview থাকাকালীন 6 ছাপুন।


কি!! দেখলেন তো ছবিটা এখন কত সুন্দর লাগছে।
আমি আরেকটি ছবি করে দেখাচ্ছি। আমার মামাতো ভাইয়ের ছবি। Option খেকে PhotoRite Auto-Fix এ ক্লিক করলাম আর দেখুন ছবিটি কত আলোকিত ও সুন্দর হয়ে গেল।



এই সফ্টটাকে আপনারা আপনাদের ফটো ভিওয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। ব্যবহার করে অবশ্যই আনন্দ পাবেন।
যেহেতু এটা একটি সিস সফ্ট তাই এই সফ্ট সকল S60 V2 সেটে চলার কথা। আমি নকিয়া এন70 ও নকিয়া 7610 তে সফলভাবে ব্যবহার করছি।
আমি puran sele। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরে ভাই টিউনের টাইটেলে s60v2 উল্লেখ করে দিন।