সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের সাথে একটি বিশেষ ট্রিক শেয়ার করব যে কিভাবে মোবাইলে লো ব্যাটারিতে অনায়াসে কথা বলা যায় ।
তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসা যাক । ধরুন আপনার নকিয়া মোবাইল এ ব্যাটারি লো। কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ন একটা কল করা দরকার…হাতের কাছে চার্জার নেই। সেক্ষেত্রেও আপনি কল করতে পারেন । নকিয়া কিছু চার্জ রিজার্ভ করে রাখে । আপনি সেই রিজার্ভ চার্জ ব্যবহার করে কথা বলতে পারবেন… সে ক্ষেত্রে আপনাকে “*3370#” চাপতে হবে(কোটেশন বাদে)। আপনার মোবাইল টি রিস্টার্ট হবে, তারপর যখন চালু হবে আপনি আপনার ব্যাটারী লেভেল ৫০% বেড়ে গেছে দেখবেন……এখন আপনি আপনার গুরুত্তপূর্ন কল টি সেরে ফেলুন। ডিএ্যাকটিভ করতে#3370# চাপুন। আপনি যখন আপনার মোবাইল আবার চার্জ এ লাগাবেন তখন ওই শেষ হয়ে যাওয়া রিজার্ভ চার্জ আবার অটোমেটিক চার্জড হয়ে যাবে।
[বিঃদ্রঃ সকল মোবাইল-এ এই প্রক্রিয়া কাজ নাও করতে পারে ]
*3370# টিপলে আমার নোকিয়া X2-00 তে RESULT UNKNOWN লিখছে ।