গ্রামীনফোনে ব্যবহার করুন ফ্রি ইন্টারনেট আপনার জাভা মোবাইলে (s40, s60 & others)

আশা করি মোডারেটর আজকে আর পোস্ট টা ডিলিট করবেন না। আমি গ্রামীনফোনের কাউয়াদের কথা আগে থেকেই মাথায় রেখেছি। তাই সেটিংটা শীঘ্রই বাতিল হয়ে যাবে, এমন কথার কোন মানেই নেই। আর হ্যাঁ, কালকে মাথা গরম করার জন্য দুঃখিত।

ফ্রি ইন্টারনেট নিয়ে পোস্ট করতে কেমন যেন লাগে! শত হলেও এক রকম চুরি করছি। তারপর এখন যদি ঢোল পিটিয়ে সবার সাথে মিলে মিশে চুরি করতে বসি তাহলে কেমন দেখায়!

যাই হোক, আজকে তারপরও লিখেই ফেললাম। ভেবে দেখলাম, আমি তো আর আবিষ্কারক নই। আপনাদের মতই সাধারণ একজন ব্যবহারকারী আর কি। অনেক বন্ধুদের যখন জানিয়েছি, আর কিছু বন্ধু বাড়াতে সমস্যাটা কোথায় 😉

তা প্রথমে একটু চিটচ্যাট করি:

আমি মোবাইলে ইন্টারনেট ব্যবহারে তেমন আসক্ত নই। সমস্যা হল কিছুদিন আগে, যখন আম্মু আমার রুম থেকে আমার CPU টা নিয়ে গেল। সামনে SSC, আর আমি সারারাত ধরে বন্ধুদের সাথে স্কাইপে প্যাঁচাল পারতে থাকি... জাস্টিন বিবার কি দুঃখে সেলিনার সাথে ব্রেকআপ করল, ওয়ান ডিরেকশনের লেটেস্ট অ্যালবাম টা কেমন লাগল... এই সব জরুরী বিভাগের আলোচনা আর কি 😛 তা কার আম্মু এমন অত্যাচার সহ্য করবে, বলেন?

আম্মু পিসি নিয়ে যাওয়ার পরে আর কি করা। মোবাইল আর টিভি ই একমাত্র সম্বল... এদিকে কেবল এর কি যেন সমস্যা সব চ্যানেল ঝিরঝিরায়। ওদের ওখানে এই পর্যন্ত প্রায় ১০০ বারের মত কল দিছি/গিয়ে ডাক দিয়ে আসছি। কিন্তু উনারা আবার এতই গণ্যমান্য জঘন্য ব্যক্তি যে, আজ দেড় মাস পরেও ঠিক করে দেয়নি। আর অমন ঝিরঝিরি ওয়ালা টিভি আর কতই বা দেখব, মনিটর আর টিভি কার্ড গনার বাইরে চলে গেল, পরে রইলাম মোবাইল নিয়ে!

প্রতিজ্ঞা করলাম পরীক্ষার আগে মোবাইলে নেট চালাব না! কিন্তু অভাবে স্বভাব নষ্ট, পিসি নাই তো মোবাইল শুরু করে দিলাম টোটাল টাইমপাস! ১০ টাকায় ১০ এমবি!!! এত নির্দয় হলে কি ভাবে চলবে ভাই! কয়েক মাস থেকে আমি পিসি তে প্রতিদিন ৫০০ এমবি - ১ গিগাবাইট ফ্রি ব্যবহার করছি। আর এখন!! চালু তো করি শুধু সামান্য ব্রাউজ করব বলে, কিন্তু নিজের মধ্যে জেগে উঠে সেই ইন্টারনেট সেলিব্রেটি ভাবটা। যেন কি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম জানতে ২-৪ মিলিয়ন ফ্যান হা মেলে বসে আছে... এজন্য ব্যালেন্স শেষ না হওয়া পর্যন্ত আর থামি না।

যাই হোক, দুচার দিনে ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে গেল। কিন্তু আমার ভেতরে লুকিয়ে থাকা সেলিব্রেটি ভাবটাকে এত সহজ শেষ হবে, তা কি কখন হয়। সেই কারণে দারে দারে সার্চ করতে লাগলাম, জাভা মোবাইলে ফ্রি ইন্টারনেট চালানোর কি কোনই কি উপায় নাই 🙁

অনেক চিটচ্যাট হয়ে গেল না? আচ্ছা, আপনাদের আর সময় খাব না। কাজের কথায় আসি, তা কিভাবে আবিষ্কার করলাম তা তো শুনলেন। প্রথমে একটা থার্ড পার্টি (কপিপেস্ট হিরো) টাইপের সাইট থেকে পেলেও, পরে আসল সোর্স পেয়ে গেলাম।

আপনাকে যা করতে হবে, তা হল প্রথমে নিচের লিঙ্কটি থেকে rar ফোল্ডারটি ডাউনলোড করে নিন। আপনাদের সুবিধা হবে বলে, সব কয়টি জাভা অ্যাপ্লিকেশান একটি ফোল্ডারেই দিয়ে দিলাম। কেন যেন মিডিয়াফায়ারে ফাইল আপলোড হলই না (কয়েক মাস হল অ্যাকাউন্টে লগিন করিনি, তাই রাগ করছে মনে হয়!)। এজন্য 4shared লিঙ্ক দিলাম (এও একটু রাগ করছিল মনে হয়, ৫এমবির ফোল্ডার আপলোড করতে প্রায় ৪০ মিনিট লেগে গেল। আশা করি, আপনাদের তেমন কোন সমস্যা হবে না।

ডাউনলোড লিঙ্ক

ফোল্ডার এ দেওয়া অ্যাপ্লিকেশানগুলো হল:

  1. Cricket Companion
  2. Facebook 2.7.1
  3. Google Maps 2.3.2
  4. iBrowser 2.7
  5. InfoCell Lite
  6. Prothom Alo
  7. Rocket Talk Lite (128x160)
  8. Rocket Talk Lite (240x320)
  9. shMessenger 3.3.2
  10. UC Browser 7.9
  11. UC Browser 8.3
  12. UC Browser 8.5
  13. UC Browser 8.6
  14. UC Browser 8.8
  15. Y!Mail 2.0.2

এছাড়াও ফোল্ডারটিতে আর দুটি ফাইল রয়েছে। একটি হল All+free+by+Rana+3.prov এবং আর একটি টেক্সট ম্যানুয়াল।

এই অ্যাপ্লিকেশান গুলো মডিফাই করেছেন রানা ভাই, এজন্য আমরা সকলেই উনার প্রতি কৃতজ্ঞ। এমনভাবে যাতে করে একটি বিশেষ সেটিং দ্বারা ই অ্যাপ্লিকেশান গুলো কাজ করবে। All+free+by+Rana+3.prov ফাইলটি হচ্ছে সেই সেটিং। আপনাকে এখন যা করতে হবে তা হল আপনার বা আপনার কোন একটা ফ্রেন্ডের নোকিয়া বাদে অন্য কোন মোবাইলে এই ফাইলটা ব্লুটুথ দিয়ে পাঠান। তারপরে আবার আপনার নোকিয়ায় ওই মোবাইল টা থেকে সেন্ড করুন। দেখবেন আপনার মোবাইলে All+free+by+Rana+3.prov নয়, এসেছে একটা কনফিগারেশন (যেমন ভাবে গ্রামীনফোন থেকে আসে)। ব্যস, এখন ওটাকে ডিফল্ট করে দেন। আর উপরে দেওয়া অ্যাপ্লিকেশানগুলো আরামসে ব্যবহার করেন।

আর যাদের নোকিয়া s60 বা অন্য জাভা সেট, তাদের কি এত প্যাঁচালের পরে খালি হাতে পাঠাব... না ভাই, জানের ডর আমারও আছে। আপনারা ম্যানুয়ালি সেটিং টা করে নিন ফোল্ডার এ দেওয়া টেক্সট ফাইলটা দেখে। পোস্টে সেটিং নিয়ে কিছু বিস্তারিত দিলাম না কারণ গ্রামীনফোনের অনেক কাউয়া এদিকে উঁকিঝুঁকি দেয়। নিশ্চয়ই চাই না ২ ঘণ্টা মেহনত করে এত লম্বা একটা পোস্ট করার পরের ২ ঘণ্টার মধ্যেই সেটিং বাতিল হয়ে যাক।

আমি সবকটি অ্যাপ্লিকেশান তেমনভাবে ব্যবহার করিনি। তবে কোন সমস্যা হওয়ার কথা না। আমি মোবাইলে কয়েক দিনে প্রায় ১০-১২ টা মুভিই ডাউনলোড করছি (iBrowser দিয়ে), আর ব্রাউজিং তো আছেই। আপনার মোবাইল এ টাকা থাকলেও কোন সমস্যা নেই। আমি স্পীড পেতে ২এমবি প্যাক টি চালু করলে, দুই তিনটা সিনেমা ডাউনলোড হয়ে গেলে যখন চেক করি, ব্যালেন্স তো আছেই সাথে ১.৯৯ এমবিও ঠিক ছিল। আর ডাউনলোড স্পীড পাই ২৫-৩৫ kbps।

তারপরও, মালামাল নিজ দায়িত্বে রাখুন। কিছু হয়ে গেলে আমি দ্বায়ী না।

আচ্ছা, ৬ টা বেজে গেছে! আপনাদের জন্য আমি আম্মুদের সাথে কুসুম্বা মসজিদে না গিয়ে বিকালটা লিখে কাটালাম। আশা করি ভাল লাগবে 🙂 আর আমাকে একটু খুশি করতে আমার ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলে দেখা করতে পারেন। চিটচ্যাট কিন্তু ওখানেও খুব একটা কম হয় না! এটা এক্সামের সিসন, তাই একটু কম কম থাকতে চেষ্টা করছি আরকি। দোয়া করবেন, আসসালামু আলাইকুম 🙂

 

দয়া করে রানা ভাইয়ের সাইট বা অন্য কোন ট্রিক নিয়ে জিজ্ঞাসা করবেন না। আমি যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু আর মেইল করা আমার পক্ষে সম্ভব নয়। ফ্রি পাচ্ছেন, পেট ভরে খান; কোন ক্ষেতের ফসল তা জানার কোন প্রয়োজনই নেই।

আমার ফেসবুক পেজে আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন এবং পোস্ট দিচ্ছেন ওই একই বিষয়ে। আমি আগে থেকেই বলছি, আমি কোন প্রফেশনাল ব্লগার নই। যতটুকু লিখি, টেকটিউনস এই শুরু এবং টেকটিউনস এই সীমাবদ্ধ। আপনার কোন সমস্যা থাকলে, কমেন্টে জানান যাতে করে অন্যরা যাদের একই সমস্যা তারাও সমাধান পেয়ে যাবেন।

ফেসবুকে আমি আমার অ্যাকাউন্টে অপরিচিত কাউকে অ্যাড করিনা। আর যদি করতাম, তাহলে নিশ্চয়ই পেজ তৈরি করতাম না!?

দয়া করে যতটুকু পেয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট থাকুন। ভাল থাকবেন 🙂

Level New

আমি Howard Robles। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thńx , véŕý hélpfúl típś 🙂

vai apner ei post deikha am r khub hasi paitese. r rana er kas theke onumoti nichen to ei khane share korar jonno.
Dekhan ei bar o delet khan nai.
Delet khaile valo na khaile r valo :D.

    @rehan khan14: আমি যতদূর জানি, উনি প্রতিবার পোস্ট করার পরে যেকোনো জায়গায় শেয়ার করার অনুমতিও দিয়ে দেন। শুধু শর্ত দেন আমি যেন ওই অ্যাপ গুলো মডিফাই না করি। আমি তেমন কিছুই করিনি।
    রানা ভাই এর কোন ব্যাকলিঙ্ক দিলাম না, গ্রামীনফোনের কাউয়াদের কথা চিন্তা করে 🙂

VAI EI TUNE TA RANA VAI ER KORA….TAR PROTI ONTOTO KRITOGGOTA PROKASH KORTE PAREN,,, AR EKTA VALO BUDDHI DEI EI POST T remove koren.

    @নেটিজেন।: বুঝলাম না ভাই, উনি টেকটিউনস এ এর আগে এটা পোস্ট করছেন কি? আমি তো জানতাম উনি শুধু নিজের সাইটেই সব অ্যাপস গুলো শেয়ার করেন।
    আমি উনার বা উনার সাইট এর কোন ব্যাকলিঙ্ক দিলাম কারণ টেকটিউনস এ গ্রামীনফোনের আনাগোনা খুব বেশি। তাই ওরা এই সবকিছুর মূল খুঁজে পেয়ে গেলে সমস্যা বেশি হয়ে যাবে।

বেলাল ভাই আমার সিম্ফনি ft30 মোবাইলে কি কাজ করবে?

    @tarikulislam: করার কথা, চেষ্টা করে দেখেন। আমি Nokia C2-01, Nokia C1-01, Samsung Genoa আর Samsung Champ Duos এ ব্যবহার করে দেখছি। আমার এক বন্ধুর Symphony আছে, যতদূর জানি সেও এখন ফ্রি নেট চালাচ্ছে।

      Level 0

      @বেলাল হোসাইন: ভাই আমার c5-00 তে কিন্ত কনফিগারেশন টা সাপোর্ট করে না যদি আমার ইমেইল এ কনফিগারেশন টি txt ফাইল এ লিখে পাঠাতেন কিভাবে কনফিগুরাতিওন টা বানাতে হবে তাহলে ক্রিতজ্ঞ থাকতাম

ও ভাই লিংকে প্রবেশ করে রার ফাইলটা কোথায় পাব?

আমি বেশ কিছু দিন ব্যবহার করতেছি। অনেক ভাল স্প্রিড পাওয়া যায়। ওনার ওয়েব সাইট থেকে অপেরা মিনি ডাউনলোড করে ব্যবহার করছি। আর আমার জানা মতে উনি একটা টিউন করেছিলেন। সম্ভবত শুধু নিজের সাইটের সব অ্যাপস গুলো শেয়ার করেছিলেন। একটা কথা ভাল স্প্রিড পেতে হলে অবশ্যই দুই মেগা বাইট নিয়ে নিন। নিতে হলে *111*66*1# গ্রামীনফোন মেনু। ধন্যবাদ টিউনের জন্য। দেখি অন্য ব্রাউজার গুলা কি রকম কাজ করে।

Level 0

mobile die ki 4shared theke download hoy na?uc mod sis ta ki ache?

    @atik_raz: জাভা মোবাইল দিয়ে সম্ভবত 4shared থেকে ডাউনলোড করা যায় না।
    আর আমার জানা মতে রানা ভাই এখন পর্যন্ত কোন sis ফাইল মডিফাই করেননি। আমার দেওয়া ফোল্ডারে সব jar ফাইল রয়েছে।

মোবাইল দিয়ে 4shared থেকে ডাউনলোড করা যায় না। অন্য ব্যবস্থা থাকলে ভাল হত সবাই ডাউনলোড করতে পারত।

এই সব লোকদের এখান থেকেও ব্যান করা দরকার। এই ক্ষেত্রে টেকটিউন মডারেটরদের পাশে আছি। আসলে কেউ কেউ টেকটিউন মডারেটরদের কাজে অখুশি। তাই ভুয়া আইডি দিয়া অনৈতিক পোস্ট করে আবার কয় আইডি ডিলিট করেন না কেন? ফ্রি ইন্টারনেটের উপর কোন টিউন করলে তা টপটিউনে যেতেই পারে। আবার ডিলিট হতেও পারে। কারণ ফ্রি ব্যবহার করাটা শুধু মাত্র গরিব ছাত্রদের জন্য সবার জন্য নয়। তাই সরল সহজভাবে না দিয়ে puzzle আকারে দিতে হবে। যাতে মাথা খাটিয়ে এমনকি search করে বের করে নিতে হবে। প্রয়োজনে রিকুয়েস্টের ভিত্তিতে email এ দেয়া যেতে পারে। আশা করি সবাই এটা খেয়াল করে ফ্রি ইন্টারনেটের উপর টিউন করবেন।

@Tuner Prince: আমার আইডি দেখে ভুয়া মনে হচ্ছে! 😀

মডারেটর এর কাজে অখুশি হইছিলাম, সে কথা সারা বাংলাদেশ জেনে গেছে। এতে ভিতর ভিতর অন্য কোন নীলনকশা মুলক চিন্তাভাবনার অবতারণা করে লাভ নাই। অনৈতিক পোস্ট?! দুই চারটার চোখ অন্ধ হলে আমি আর কি করব!

লেখা কি পরেন নাই নাকি বাংলা পড়া শিখাতে হবে? সহজভাবে দিছি বলে মনে হয়? যতটা ঢেকে রেখে বলা যায় রাখছি, আর সবকিছু মাথায় রেখেই লিখছি। যাই হোক, সবাইকে খুশি করা আমার পক্ষে সম্ভব না। হাজারে দুই একজন অখুশি হলে নাই তাদের জন্য মন খারাপ হয়, নাই মাফ চাইতে হয়।

ami ei file ta mediafire a upload korlam apnader jonno.
link http://www.mediafire.com/?55bmscs17vmycd7

vie pc te unlimited free te net use er and rana vie er site ta amake mail koren please. thanks.
Email: [email protected]

Level 0

vai rana vai ar site ta aktu mail kore diben please.amar mail address [email protected]

Level 0

vie pc te unlimited free te net use er and rana vie er site ta amake mail koren please. thanks.
Mail id [email protected]

Level 3

vai site ta amar mail a o send koren [email protected]

আমি তো ডাউনলোডই করতে পারলাম না.. ভাই…বিস্তারিতভাবে বলুন.. আপনার ফিরে আসার জন্য ধন্যবাদ..আপনাদের মতো মেধা আমাদের খুবই দরকার..শুভ কামনা রইল

    @পারিজাত: আসলে এত বিস্তারিতভাবে রানা ভাইও লিখেন নাই। যাই হোক, কোথায়/কিসে সমস্যা হচ্ছে বিস্তারিত জানালে সুবিধা হত।

Level 0

just PC tricks ta send korun (if possible)…[email protected]

@বেলাল হোসাইন: vaia ami pc ta ki vabe free net calabo plz aktu bolen.my email : [email protected] plz plz.ami pd-***** calaci but eta valo lage na kub slow………..plz send the tricks

Level 0

vai pdproxy/cproxy bade other way thakle pls…..
[email protected]
dhonnobad

Level 0

Belal Vai.. Apnal website er link ebong jodi shomvob hoi pc Internet Trick ta ki amake deoa jabe.my email add= [email protected] Allah Hafiz.

Level 0

Belal vai. I hope your pc internet tips will be tips. And this is 2nd coment on techtunes. I hope everyone will be awere about this tips.

I Optimist thanks you

Level 3

thanks vai..amio ssc dibo ebar apnar jonno suvo kamona roilo.

    @Minhaz: আচ্ছা তাই নাকি! অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্যও শুভ কামনা রইল। আমার জন্য দোয়া করবেন।
    অনেক সময় কাটানো হল ইন্টারনেটে, ভাবছিলাম একটা টিউন লিখে ফেললে ক্ষতিটা কোথায়। কিন্তু এখন বুঝতে পারছি, সারাদিন এখানে আটকা পরে আছে, রিভিশনের বারটা বেজে যাচ্ছে 🙁

Level 0

rana vair sate ta send koren kindly .r pc diya unlimited er not p.po. sent koren. email : [email protected]

    @atik_raz: @MRZ: আমি আসলে pp ই ব্যবহার করি। আমার ১০-১৫ টা অ্যাকাউন্ট আছে, তাই 100MB করে করে আনলিমিটেডই বলা চলে, তাই না? এর বাইরে অন্য কোন উপায় এই মুহূর্তে জানা নাই 🙂

rana vair sate ta send koren kindly. email : [email protected]

Level 0

vhai , amio bad porte chai na……pls send me pc tips……

Email : [email protected]

দারুন আইডিয়া। যদিও আমার সিম্বিয়ান মোবাইলটি এখন মৃত অবস্হায় আছে।

Level New

ভাই অনেক সুন্দর tips এর জন্য অনেক সুন্দর ধন্যবাদ। i was searching like this for a long. again thanks a lot.

    @JOYANTA: আপনাদের ভাল লাগলেই আমার ৪ ঘণ্টা সার্থক:P দোয়া করবেন, সামনে এক্সাম!

আমি অন্য নোকিয়া ফোনে ফাইলটা সেন্ট করে আবার রিসিভ করে সেটাপ করছি আমার মনে হয় কনফিগারেশন হইছে কিন্তু যে ব্রাউজার আছে সেটায় লেখা আসে ‘‘এ্যাপ্লিকেশন এক্সেস সেট নট এ্যালাউড’’। প্রথম আলো এ্যাপ্লিকেশনে এরর দেখায় কি করব ভাই? আমার মোবাইল নোকিয়া 6300

    @imran ahmed: “Application access not allowed” শুনে তো মনে হয় মোবাইলের সমস্যা 🙁 এক্ষেত্রে আমি কিছু বলতে পারলাম না, দুঃখিত 🙁

      Level 0

      @বেলাল হোসাইন: ভাই আন্ড্রয়েডে ব্যাবহার করার কোন ব্যাবস্থা আছে কি?
      আর All+free+by+Rana+3.prov এটা একটু মেইল করেন plz. [email protected]
      download করতে পারিনাই।

Level 0

Vai Apnar Uc Browser A to Download kore save kora jai na??????????

Level 0

সুন্দর একটা পোস্ট! ধন্যবাদ।
আর অনেকেই দেখলাম পিসি এর ট্রিকস্‌ খুজছেন, তাদের জন্যে,

http://1337s.asia/466/tutorials/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a7%a7-%e0%a6%aa%e0%a6%bf/

vaia, tune ta delete kore daw… ki dorkar nijer pa e nije kural mara!

    @SHAKIL QURAISHI: কুড়াল যেন না পরে সেরকম ভাবেই লিখার চেষ্টা করেছি ভাই। যাই হোক, আমি তো চাইলেও ডিলিট করতে পারব না। হয়ত ৪-৫ দিন পরে টেকটিউনস মডারেটর পোস্ট টা তে অন্য ইন্টারনেট ট্রিক পোস্টের মত পাসওয়ার্ড দিয়ে দিবেন 🙂

vi use korte kono pack calo kora lagbe naki p1 dea hobe?
karon i browser e loading ses hoar por sada page ase.

    @faisalalamapu: কোন প্যাক চালু না করলেও হবে, তবে স্পীড খুবই জঘন্য হবে। iBrowser এ অনেক সাইট এ অমন সমস্যা হতে পারে। আপনি অন্য একটা ব্রাউজার ব্যবহার করেন।

Level 0

PC tricks ta send korun please (if possible) bellal vai
amar Email. [email protected]

ভাই,রানা ভাইয়ের ওয়েব সাইট এই ই-মেইলে সেন্ড করেন:[email protected]

vi qq browser e failed to connect to the web servers! please check the network connection of your handset and try again dekasse

    @faisalalamapu: অন্য গুলোর কেমন অবস্থা? কাজ যদি না করে, তাহলে তো আরে কিছু করার নাই ভাই। গ্রামীনফোন কখন জেনেই ফেলে, বুঝতেই পারছেন। তারপরও আশা রাখি যে বাকিগুলো কাজ করবে।

andriod kibabe use korbo ??

opera mini ki rana vi er modified ase?

    @faisalalamapu: আছে, কিন্তু সেটার সেটিং ভিন্ন। এই সেটিং এ অপেরা মিনি নাই। অন্য কোনদিন সেইটা শেয়ার করব 🙂

আপনারা পরবর্তী কোন কমেন্ট করার আগে আমি কিছু বলিঃ

হয়ত অনেক কয়বার ই পড়েছেন, আমার সামনে এক্সাম। আমি ভাবছিলাম যে এক্সাম এর আগে একটা পোস্ট করেই দেই। কিন্তু এখন বুঝতে পারছি সত্যিই খুব একটা ভাল সিদ্ধান্ত ছিল না। আজ সারাদিন এখানেই কাটালাম, আপনাদের কমেন্ট পরে আর অনুরোধের/অভিযোগের উত্তর দিয়ে দিয়ে। নিশ্চয় ভাল কথা, কিন্তু মোটেই ভাল নয় কারও জন্য যার আর মাত্র কয়েক সপ্তাহ পরে এক্সাম… তাও আবার SSC 😛

এজন্য বলছি, ইন্টারনেট থেকে কিছুদিন দূরে দূরে থাকতে চাই। আপনারা যারা ফ্রি নেট চালাতে পারছেন বা পারছেন না, সকলের কথা শুনব। রানা ভাই হলে এই অ্যাপ্লিকেশান গুলোর পিছনের মহাগুরু। উনার ও সামনে এক্সাম (আমার দলেরই), তাই এই অ্যাপ্লিকেশান গুলো যদি কাজ করা বন্ধও করে দেয়, আমি চাইলেও কিছু করতে পারব না। আপনারা যেভাবে চালান। তেমন ভাবেই চালিয়ে যান। একবার পরীক্ষা শেষ হলে রানা ভাই ও আপনাদের চাহিদা মত অ্যাপ তৈরি করবেন, আমিও তার সহচারী হয়ে আপনাদের সাহায্য করব 🙂

দেখি কালকে লগিন করি কিনা। যদি করি, তবে কথা বলার চেষ্টা করব। ২ মাস পরে থাকায় হার্ডডিস্ক গুলো মনে হচ্ছে ভারি ভারি। সিস্টেম ইন্সটল করতে হবে, লম্বা কাজ বুঝতেই পারছেন। আপনাদেরকে এত কিছু বলার উদ্দেশ্য হল, আপনাদের হয়ত সময়মত রিপ্লাই দিতে পারব না, এজন্য রাগ করবেন না 🙂

দোয়া করবেন, আসসালামু আলাইকুম 😀

vai, rana vaiyer web address ta r pc te free net use korar tricks ta mail koren plz@বেলাল হোসাইন

[email protected]

Level 2

@ বেলাল হোসাইন vi.rana vi ar website ar address ta patan.plz.

Level 0

vai apna ke donnobad na deye parlami na…thank u very much…agi pc te free use kortam akon pc+mobile……oh vava jai na

Level 0

vai amar e71 e conf file ta support kore na.
pc te unlimited free net use er tricks and rana vai er site ta amake mail korben please.
thanks a lot.
Email: [email protected]

Level 0

vie pc te unlimited free te net use er and rana vie er site ta amake mail koren please. Thanks.
Mail id : [email protected] , [email protected]

Level New

ভাই, rana ভাইয়ের web address ta আর pc te free net use korar tricks টা mail koren plz।
[email protected]

Level 2

ভাই, pc te free net use korar tricks টা mail koren plz-
[email protected]

Level 0

Amake o Deben Plz…………..
[email protected]

Level 0

Bhai, pc te unlimited free te net use er and rana BHai er site ta amake mail koren please. thanks.
Plz Email: [email protected]

Level 3

ভাই, rana ভাইয়ের web address ta আর pc te free net use korar tricks টা mail koren plz

[email protected]

Belal vai amakeo mail koren PP method
[email protected]

Level 0

brother apner kase ki PD Proxy & CProxy sara r kono system jana ase ki FREE net use korer jonno {[ 4 PC ]} ????// janathakle plz janaben ,, amer mail id = [email protected]

    @sharif007: না ভাই, আমি তেমন বড় খিলাড়ি নই ভাই। আমিও PP’ই ব্যবহার করি।

    আর কমেন্টে সরাসরি ওইভাবে নাম উল্লেখ করা থেকে বিরত থাকেন।

hmmmmm. wow ………..

Level 0

ভাই, rana ভাইয়ের web address ta আর pc te free net use korar tricks টা mail koren plz. thank you in adv.

[email protected]

Level 0

vai ai post gula kore keno ojhotha amader bash dichen … banglalion , qubee system off holo . kebrum dia gp unlimited use kortam , ta o off holo . baki roilo ai pd r handler system . apnader ai post gular jonne ai gula o bondo hote jachhe …plz plz vai aigula post kore amader r bipode falayen na .

    @Shubrojit: খুব একটা খারাপ বলেননি ভাই, আমারও ফ্রি নেট নিয়ে পোস্ট করার তেমন আগ্রহ ছিল না। সেদিন বিকালে কিজন্য যে লিখলাম, যাই হোক… পরবর্তীতে সতর্ক থাকব 🙂

Level New

vai sony ericon t0 n0kia 6120c te blt krlm kaj t0 h0el0 na

PC te Free net korar Tips ta mail korben please. Khub Upokar hobe.
Mail ID : [email protected]

পিসিতে ব্যবহার করার ট্রিক্সটা পাঠালে উপকৃত হব। ধন্যবাদ। ইমেইলঃ [email protected]

আমার মনেহয় নিরাপত্তাজনিত কারণে এই টিউনটি ডিলেট করা প্রয়োজন। নিরাপত্তাটি “রানা” নামের কোন ব্যক্তির। এই নামের কোন টিউনারকে আমি চিনতাম না। তবে এই পোষ্টে তার নাম দেখে একটু খুজতে বেরুলাম।

রানা সম্পর্কে যেসকল তথ্য পাওয়া সম্ভব-

হাইস্কুলে পড়ুয়া এই বালক কোন স্কুলে পড়ে সেটার ফুটপ্রিন্ট নেটে রয়েছে।
তার ছবি নেটে রয়েছে, ঠিকানা রয়েছে, ইমেইল অ্যাড্রেস রয়েছে।

যেহেতু আমি এসব ব্যক্তিগত তথ্য বের করতে পেরেছি গ্রামীণফোনের বের করতে খুব বেশী সমস্যা হবার কথা নয়। তাই ”রানা” ”রানা” করে তাকে সমস্যায় ফেলার কোন অর্থ হয়না।

আর রানা যদি এই পোষ্ট দেখে থাকে তাকে উপদেশ, কখনোই একই ইউজারনেম সবখানে ব্যবহার করবেনা। এতে তোমার গতিবিধি ট্রাক করতে কোন কষ্টই হবেনা।

    @নেট মাস্টার: টিউনার বেলাল হোসেন: তোমার ইন্টারনেট ফুটপ্রিন্টও প্রচুর। অবশ্য যেহেতু তোমরা নবীন তাই ইন্টারনেট নিরাপত্তা এখনো ভালমত রপ্ত হয়নি সম্ভবত।

    যাহোক ফিজিক্স রিভিশনের কি অবস্থা? আর মাত্র 22 দিন বাকী আছে… !!

      Level 0

      @নেট মাস্টার: হুম, আমিও দেখলাম। আপনার সাথে একমত। ওরা এখনো শৈশব জীবনেই আছে। 😛 . আমার সাজেশন ঃঃ কখনই নেটে আসল নাম ইউজ করবে না। আসলে নেটে কোন কিছুই গোপন থাকে না। পারলে একটা Virtual Mailing System ইউজ করবে। আর, এই বয়সে নেটে কখনই নিজের ছবি আপলোড করবে না।

      রিভিশন ভালো করে দাও! হাতে বেশিদিন নেই !

        @BotMaster: ইমন ভাই, আসলে এই টিউন টা করাই ভুল হয়ে গেছে! 🙁 এখন আপনারা কি কি বলতেছেন… আমার তেমন কোন ইচ্ছাই নাই নিজেকে লুকায়ে রাখার।

        আমি তো চাই একটা দিন আসবে, যখন আমার নাম গুগল করলে সেলিব্রেটিদের মত উইকি, ইউটিউব ভিডিও, ফেসবুক টুইটার যা কিছু আছে সব চলে আসবে 😛

        যাই হোক, আপাতত এক্সাম এ মনোযোগ দেই। একবার ঝামেলার বাইরে গেলে, তখন সব শুরু হবে। দোয়া করবেন কিন্তু 😀

          Level 0

          @বেলাল হোসাইন: অবশ্যই দোয়া করি তুমি পরীক্ষায় ভালো করো 🙂 । আর, আমার কথায় আবার রাগ করলে নাকি ? 🙁 রাগ করো না! দোয়া করি একদিন যাতে সেলিব্রিটি হয়ে যাও! 😛 আমি কিন্তু লুকিয়ে থাকতে বলিনি! শুধু প্রাইভেসি যাতে অক্ষুন্ন থাকে তা-ই বললাম! 🙂 পরীক্ষার ফল জানিয়ো! 😀

            না ভাই, রাগ করব কেন 😉 আমি আমার প্রাইভেসি নিয়ে যতটুকু সম্ভব সচেতন থাকারই চেষ্টা করি 🙂 ।

            ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ পরীক্ষার পরে দেখা হবে 😀

      @নেট মাস্টার: তানজিল ভাই, আমার তো প্ল্যান হচ্ছে ইন্টারনেট সেলিব্রেটি হওয়া। তাই নিজেকে কোনদিন লুকানোর কথা মাথায়ই আনিনি। আমার নাম গুগল করলেই আমার ফেসবুক, টুইটার আর ইউটিউব চ্যানেল ফ্রন্টপেজে থাকে 😛 যাই হোক, এমন ক্রিমিনাল টাইপের টিউন আর কোনদিন করব না।

      ফিসিক্স রিভিশন?! ওই টুইটার এ একটা টুইট করেই বসে আছি। আম্মু পিসি নিয়ে ভালই করছিল, এখন বুঝতে পারছি। আসলে নেট ব্যবহার বন্ধ না করলে কোনমতেই রিভিশন করা সম্ভব হবে না। ভাবছি আজকে পিসি আবার প্যাক করে রেখে দিব। ভাল বুদ্ধি… তাই না? 🙂

    @নেট মাস্টার: আসলে উনাকে বিপদে ফেলার কোন উদ্দেশ্য আমার ছিল না। আমি উনার নাম নিয়েছি, কারণ আবিষ্কারটা উনার। পরের জিনিস নিজের নামে দিয়ে “কপিপেস্ট হিরো” হওয়ার কোন ইচ্ছা ছিল না, রানা ভাইও ওই টাইপের লোকদেরকে খুব কঠোর ভাষায় সম্বোধন করে থাকেন। এজন্য উনার নাম নেওয়া আর কি।

    কেন ভাইয়া, গ্রামীনফোন কি এই সামান্য একটা ব্যপারের জন্য অত বড় কিছু করবে! মানে… শ্বশুর বাড়ি পাঠানোর মত কিছু 😉

Level New

vaia pc te free net ar tips ta dile khusi h0tam

[email protected]

ভাই আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু বলতে পারবেন, আমি কি করে ফ্রী নেট ব্যবহার করতে পারি যখন আমি বাইরে থাকবো ? আমার ফোন এন্ড্রয়েড এর এবং আমি বাংলালিঙ্ক এর সিম ব্যবহার করি। প্লিজ যদি পারেন অনেক উপকৃত হতাম।

Level 0

ভাই, দয়া করে রানা ভাইয়ের ওয়েব সাইটের লিঙ্কটা আমাকে ই-মেইল করেন। E-mail ID: [email protected]

Belal Vai.. Rana vai er website er link ebong jodi shomvob hoi pc Internet Trick ta ki amakedeoa jabe.my email : [email protected]

Level 0

Belala vai amio abar ssc dibo doa korben ami onek try korechi laptop abong mobile dia but free mod s40.rar folderti download dite pari nai jodi download link ta diten amr email e tobe khub upokar hoto r akta request rana vaier site ta email kore dian plz vai plz…

Level 0

Belala vai ami onek try korechi laptop abong mobile dia but free mod s40.rar folderti download dite pari nai jodi download link ta diten amr email e tobe khub upokar hoto r akta request rana vaier site ta email kore dian plz vai plz…

Level 0

Amr email hocche [email protected]

বেলাল ভাই আমি আপনার দেয়া ফাইল ডাউনলোড করতে পারি নাই। সাহায্য করলে খুশি হবো

@আনিছুর রহমান ভাইকে ধন্যবাদ মিডিয়া ফায়ার লিংক দেয়ার জন্য। @বেলাল ভাই পেয়েছি …..

Level 0

অনেক চেষ্টা করেও ডাউনলোড করতে পারলাম না। মিডিয়া ফায়ার লিংক দিলে খুশি হতাম। [email protected]

Level 0

vai pc te use korar tricks ta send koren…parle vai er site link dien…
[email protected]

Level 0

সব কিছুই করা যায় কিন্তু দাউনলদ করা যায় না কেন?

ভাই কেওউ একজন আমাকে রানা ভাইএর সাইট টা মেইল করেন।
[email protected]

Amake o send koren website ta. Mail: [email protected]

ভাই এটা কি চায়না জাভা মোবাইল এ সাপোর্ট করবে?

vaiya, rana vai er site er address ta plz mail kore pathay diyen…. [email protected]

Level 0

vaia i am a student basa theke net use korte dai na plz amake mail kore procedure ta bolben [email protected]

vi NOKIA s60 ar kotogula model ase? amer ta Nokia7610. hobe? please janaben

Level 2

কোন কাজ হয় না। টাকা কেটে নেয়।

Level 0

jara download dite paren nai tara oi site a akta account khulun,taholei download dite parben

rana bai er web thaika opera mini download korlam.kinto kaj kortasena.

vai amakeo den…onek kosto kore password kuje ber koresi…:(

Level 0

Rana vai er website er link ebong jodi shomvob hoi pc Internet Trick ta ki amakedeoa diben please. Thanks

Level 0

Rana vai er website er link ebong jodi shomvob hoi pc Internet Trick ta ki amakedeoa diben please. [email protected]. Thanks

Level 0

vi rana vier web site link ta mail kornn plz.pc Internet Trick ta ki amakedeoa diben please. [email protected]

Rana vai er website er link ebong jodi shomvob hoi pc Internet Trick ta ki amakedeoa diben please. [email protected]

Level 0

বেলাল হোসাইন ভাই,লক্ষ্মী ভাই ………আমাকে Rana Vai এর web address + pc তে free net trick এই [email protected] ঠিকানায় email করুন please ।এটা order না REQUEST আপনার কাছে……………….

Level 2

কাজ হয় না। সব কিছু ডাউনলোড দিয়েছি সব কিছু ব্যাবহার করে দেখেছি টাকা কেটে নেয়।

Level 0

nokia e 63 ki hobe ??? plz bolben

Level 0

vai kaj kore na…..

এটা এখন আর কাজ করে না …
আমি অনেক ট্রাই করেও কিছু করতে পারলাম না …

vai ata pc te kaj kore na keno?

Level 0

rana vy er web link din please.dile upokar hobe..taka dia net chalate ar balo lage na…amar mail add……[email protected]

ঠিক আছে সকলের সুবিধার্থে মিডিয়া ফায়ার-এ আপলোড করে দিলাম
http://www.mediafire.com/?j233cq1v7csdl91

Enjoy

Level 0

ai system akon r kaj kore na

ami nokia 2700classic bebohar kori but kaj hoi na. plz help me

Vai Rana via er web address ta dilay onnek uppoker patam.
My Email:[email protected]

ami nokia 2700classic bebohar kori but kaj hoi na. plz help me

ভাইয়া সবাই যেভাব্র রানা ভাইয়ে ওয়েভ সাইট চাইটাছে আমার দেখে আর সয্য হচ্ছে না। ভাই আমাকে যদি পারানে পিসিতে কিভাবে ফ্রী নেট ইউস করার যায় এবং রানা ভাইয়ের ওয়েভ সাইট টা যদি মেইল করতেন উপকার হত। আমার মেইল – sagorbabu70 @gmail.com

ভাই
দেখলাম নিচের দিকের কমেন্ট গুলার কোন রেপ্লাই নাই…আল্লাহ’র কাছে প্রার্থনা করতেসি যেন ভাই আমার কমেন্ট টা দেখেন আর একটু সাহায্য করেন … অনেক বিপদের মধ্যে আছি ভাই 🙁
আমার উপরের কথা মত সব কিছুই করা হয়েছে… কোন কিছুই বাদ দেই নাই
কিন্ত অ্যাপ গুলা কাজ করে না একটাও :/ মাথা অনেক গরম
দয়া করে ভাই ফেসবুক এ আপনার পেজ এ যেই কথা টা বলসি ওইটার রেপ্লাই দেন
এতো কষ্ট করে এই প্রক্সি দিয়াও যদি না চালাইতে পারি তাইলে কন পর্যায় এর মেজাজ খারাপ বুঝতেই পারতেসেন ভাই 🙁
আর পারলে আমার কথার রিপ্লাই দিয়া আমাকে একটু সাহায্য করে জান 🙂
ফেসবুক এ আমি ঃ https://www.facebook.com/Shamudra.SHFakaMcTAIT
দয়া কইরা রেপ্লাই ভাই