আশা করি মোডারেটর আজকে আর পোস্ট টা ডিলিট করবেন না। আমি গ্রামীনফোনের কাউয়াদের কথা আগে থেকেই মাথায় রেখেছি। তাই সেটিংটা শীঘ্রই বাতিল হয়ে যাবে, এমন কথার কোন মানেই নেই। আর হ্যাঁ, কালকে মাথা গরম করার জন্য দুঃখিত।
ফ্রি ইন্টারনেট নিয়ে পোস্ট করতে কেমন যেন লাগে! শত হলেও এক রকম চুরি করছি। তারপর এখন যদি ঢোল পিটিয়ে সবার সাথে মিলে মিশে চুরি করতে বসি তাহলে কেমন দেখায়!
যাই হোক, আজকে তারপরও লিখেই ফেললাম। ভেবে দেখলাম, আমি তো আর আবিষ্কারক নই। আপনাদের মতই সাধারণ একজন ব্যবহারকারী আর কি। অনেক বন্ধুদের যখন জানিয়েছি, আর কিছু বন্ধু বাড়াতে সমস্যাটা কোথায় 😉
তা প্রথমে একটু চিটচ্যাট করি:
আমি মোবাইলে ইন্টারনেট ব্যবহারে তেমন আসক্ত নই। সমস্যা হল কিছুদিন আগে, যখন আম্মু আমার রুম থেকে আমার CPU টা নিয়ে গেল। সামনে SSC, আর আমি সারারাত ধরে বন্ধুদের সাথে স্কাইপে প্যাঁচাল পারতে থাকি... জাস্টিন বিবার কি দুঃখে সেলিনার সাথে ব্রেকআপ করল, ওয়ান ডিরেকশনের লেটেস্ট অ্যালবাম টা কেমন লাগল... এই সব জরুরী বিভাগের আলোচনা আর কি 😛 তা কার আম্মু এমন অত্যাচার সহ্য করবে, বলেন?
আম্মু পিসি নিয়ে যাওয়ার পরে আর কি করা। মোবাইল আর টিভি ই একমাত্র সম্বল... এদিকে কেবল এর কি যেন সমস্যা সব চ্যানেল ঝিরঝিরায়। ওদের ওখানে এই পর্যন্ত প্রায় ১০০ বারের মত কল দিছি/গিয়ে ডাক দিয়ে আসছি। কিন্তু উনারা আবার এতই গণ্যমান্য জঘন্য ব্যক্তি যে, আজ দেড় মাস পরেও ঠিক করে দেয়নি। আর অমন ঝিরঝিরি ওয়ালা টিভি আর কতই বা দেখব, মনিটর আর টিভি কার্ড গনার বাইরে চলে গেল, পরে রইলাম মোবাইল নিয়ে!
প্রতিজ্ঞা করলাম পরীক্ষার আগে মোবাইলে নেট চালাব না! কিন্তু অভাবে স্বভাব নষ্ট, পিসি নাই তো মোবাইল শুরু করে দিলাম টোটাল টাইমপাস! ১০ টাকায় ১০ এমবি!!! এত নির্দয় হলে কি ভাবে চলবে ভাই! কয়েক মাস থেকে আমি পিসি তে প্রতিদিন ৫০০ এমবি - ১ গিগাবাইট ফ্রি ব্যবহার করছি। আর এখন!! চালু তো করি শুধু সামান্য ব্রাউজ করব বলে, কিন্তু নিজের মধ্যে জেগে উঠে সেই ইন্টারনেট সেলিব্রেটি ভাবটা। যেন কি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম জানতে ২-৪ মিলিয়ন ফ্যান হা মেলে বসে আছে... এজন্য ব্যালেন্স শেষ না হওয়া পর্যন্ত আর থামি না।
যাই হোক, দুচার দিনে ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে গেল। কিন্তু আমার ভেতরে লুকিয়ে থাকা সেলিব্রেটি ভাবটাকে এত সহজ শেষ হবে, তা কি কখন হয়। সেই কারণে দারে দারে সার্চ করতে লাগলাম, জাভা মোবাইলে ফ্রি ইন্টারনেট চালানোর কি কোনই কি উপায় নাই 🙁
অনেক চিটচ্যাট হয়ে গেল না? আচ্ছা, আপনাদের আর সময় খাব না। কাজের কথায় আসি, তা কিভাবে আবিষ্কার করলাম তা তো শুনলেন। প্রথমে একটা থার্ড পার্টি (কপিপেস্ট হিরো) টাইপের সাইট থেকে পেলেও, পরে আসল সোর্স পেয়ে গেলাম।
আপনাকে যা করতে হবে, তা হল প্রথমে নিচের লিঙ্কটি থেকে rar ফোল্ডারটি ডাউনলোড করে নিন। আপনাদের সুবিধা হবে বলে, সব কয়টি জাভা অ্যাপ্লিকেশান একটি ফোল্ডারেই দিয়ে দিলাম। কেন যেন মিডিয়াফায়ারে ফাইল আপলোড হলই না (কয়েক মাস হল অ্যাকাউন্টে লগিন করিনি, তাই রাগ করছে মনে হয়!)। এজন্য 4shared লিঙ্ক দিলাম (এও একটু রাগ করছিল মনে হয়, ৫এমবির ফোল্ডার আপলোড করতে প্রায় ৪০ মিনিট লেগে গেল। আশা করি, আপনাদের তেমন কোন সমস্যা হবে না।
ফোল্ডার এ দেওয়া অ্যাপ্লিকেশানগুলো হল:
এছাড়াও ফোল্ডারটিতে আর দুটি ফাইল রয়েছে। একটি হল All+free+by+Rana+3.prov এবং আর একটি টেক্সট ম্যানুয়াল।
এই অ্যাপ্লিকেশান গুলো মডিফাই করেছেন রানা ভাই, এজন্য আমরা সকলেই উনার প্রতি কৃতজ্ঞ। এমনভাবে যাতে করে একটি বিশেষ সেটিং দ্বারা ই অ্যাপ্লিকেশান গুলো কাজ করবে। All+free+by+Rana+3.prov ফাইলটি হচ্ছে সেই সেটিং। আপনাকে এখন যা করতে হবে তা হল আপনার বা আপনার কোন একটা ফ্রেন্ডের নোকিয়া বাদে অন্য কোন মোবাইলে এই ফাইলটা ব্লুটুথ দিয়ে পাঠান। তারপরে আবার আপনার নোকিয়ায় ওই মোবাইল টা থেকে সেন্ড করুন। দেখবেন আপনার মোবাইলে All+free+by+Rana+3.prov নয়, এসেছে একটা কনফিগারেশন (যেমন ভাবে গ্রামীনফোন থেকে আসে)। ব্যস, এখন ওটাকে ডিফল্ট করে দেন। আর উপরে দেওয়া অ্যাপ্লিকেশানগুলো আরামসে ব্যবহার করেন।
আর যাদের নোকিয়া s60 বা অন্য জাভা সেট, তাদের কি এত প্যাঁচালের পরে খালি হাতে পাঠাব... না ভাই, জানের ডর আমারও আছে। আপনারা ম্যানুয়ালি সেটিং টা করে নিন ফোল্ডার এ দেওয়া টেক্সট ফাইলটা দেখে। পোস্টে সেটিং নিয়ে কিছু বিস্তারিত দিলাম না কারণ গ্রামীনফোনের অনেক কাউয়া এদিকে উঁকিঝুঁকি দেয়। নিশ্চয়ই চাই না ২ ঘণ্টা মেহনত করে এত লম্বা একটা পোস্ট করার পরের ২ ঘণ্টার মধ্যেই সেটিং বাতিল হয়ে যাক।
আমি সবকটি অ্যাপ্লিকেশান তেমনভাবে ব্যবহার করিনি। তবে কোন সমস্যা হওয়ার কথা না। আমি মোবাইলে কয়েক দিনে প্রায় ১০-১২ টা মুভিই ডাউনলোড করছি (iBrowser দিয়ে), আর ব্রাউজিং তো আছেই। আপনার মোবাইল এ টাকা থাকলেও কোন সমস্যা নেই। আমি স্পীড পেতে ২এমবি প্যাক টি চালু করলে, দুই তিনটা সিনেমা ডাউনলোড হয়ে গেলে যখন চেক করি, ব্যালেন্স তো আছেই সাথে ১.৯৯ এমবিও ঠিক ছিল। আর ডাউনলোড স্পীড পাই ২৫-৩৫ kbps।
তারপরও, মালামাল নিজ দায়িত্বে রাখুন। কিছু হয়ে গেলে আমি দ্বায়ী না।
আচ্ছা, ৬ টা বেজে গেছে! আপনাদের জন্য আমি আম্মুদের সাথে কুসুম্বা মসজিদে না গিয়ে বিকালটা লিখে কাটালাম। আশা করি ভাল লাগবে 🙂 আর আমাকে একটু খুশি করতে আমার ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলে দেখা করতে পারেন। চিটচ্যাট কিন্তু ওখানেও খুব একটা কম হয় না! এটা এক্সামের সিসন, তাই একটু কম কম থাকতে চেষ্টা করছি আরকি। দোয়া করবেন, আসসালামু আলাইকুম 🙂
দয়া করে রানা ভাইয়ের সাইট বা অন্য কোন ট্রিক নিয়ে জিজ্ঞাসা করবেন না। আমি যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু আর মেইল করা আমার পক্ষে সম্ভব নয়। ফ্রি পাচ্ছেন, পেট ভরে খান; কোন ক্ষেতের ফসল তা জানার কোন প্রয়োজনই নেই।
আমার ফেসবুক পেজে আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন এবং পোস্ট দিচ্ছেন ওই একই বিষয়ে। আমি আগে থেকেই বলছি, আমি কোন প্রফেশনাল ব্লগার নই। যতটুকু লিখি, টেকটিউনস এই শুরু এবং টেকটিউনস এই সীমাবদ্ধ। আপনার কোন সমস্যা থাকলে, কমেন্টে জানান যাতে করে অন্যরা যাদের একই সমস্যা তারাও সমাধান পেয়ে যাবেন।
ফেসবুকে আমি আমার অ্যাকাউন্টে অপরিচিত কাউকে অ্যাড করিনা। আর যদি করতাম, তাহলে নিশ্চয়ই পেজ তৈরি করতাম না!?
দয়া করে যতটুকু পেয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট থাকুন। ভাল থাকবেন 🙂
আমি Howard Robles। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thńx , véŕý hélpfúl típś 🙂