কি বিশ্বাস হচ্ছে না ? না কোন ভুয়া টিউনস নয় আজ আপনাদের এমন একটি টিপস শেয়ার করবো যা দিয়ে বৎসরে ৩৬৫ দিন মাসে ৩০ দিন সপ্তাহে ৭ দিন ও দিন রাত ২৪ ঘণ্টা আপনার মোবাইল দিয়ে ফ্রি ফোন করতে পারবেন । এজন্য প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ সহ নিচের যেকোন অপারেটিং সিস্টেমের মোবাইল সেট যেকোন ব্যান্ডের হলেই চলবে।
1. iOS version 4 and above
2. Android version 2.2 and above
3. Symbian version 9.2 and above
আর যদি আপনি 3জি বা ওয়াইফাই জোনে থাকেন তাহলে বিনামূল্যে ভিডিও কল ও করতে পারবেন ।
এজন্য প্রথমে আপানার মোবাইলের অরজিনাল ব্রাউজার দিয়ে http://www.fring.com যান ।
(মনে রাখবেন অপেরা মিনি বা অন্য কোন ব্রাউজার দিয়ে কাজ হবে না ।)
তারপর ছোট ফ্রিং সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার হ্যান্ডসেটে ইন্সটল করে নিন ।
তারপর ওপেন করলে আপনার পছন্দ মত ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নেক্সটএ জান তারপর আপনার মোবাইল নাম্বার দিন দেশের কোড নাম্বার সহ এবার নেক্সট ক্লিক করলে অটো লগন হয়ে যাবে ।
তারপর অপশন থেকে add buddy থেকে আপনার পছন্দের উইজার নেম অ্যাড করুন ।
তারপর উনাকে একসেপ্ট করতে বলুন , তারপর উনার আইডির উপর ক্লিক করলেই অডিও কল , ভিডিও কল বা ফাইল শেয়ার করার অপশন পাবেন ।
এজন্য দুইজনের মোবাইলের ফ্রিং সেটআপ দেওয়া থাকতে হবে ,
যারা স্কাইপি বা অন্যন্য ম্যাসেঞ্জার ব্যবহার করেন আশা করি তাদের জন্য পুরো প্রক্রিয়া সহজ মনে হবে ।
তবে ফ্রিং পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যাবে না । Currently there is no version of fring available for desktop computers (PC/Mac). fring is currently available on iOS, Android and Symbian mobile devices as well as Tablet and iPad. এগুলোতে সহজেই ব্যবহার করা যাবে ।
শেয়ার করার কারনঃ বর্তমানে ফ্রিং মোবাইলে কথা বলার জন্য প্রবাসীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার , আমি দেখেছি অনেকেই এটা নানা রকম বিড়ম্বনায় পরেন তাই পুরো প্রক্রিয়া সহজ করতেই শেয়ার করলাম ।
আমি ফেসবুকে http://www.facebook.com/rubel24
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
জানা ছিল। আমি nokia n70 দিয়ে try করেছি মাঝে মাঝে set hang করে ।