আমরা অনেকেই দাম ও ফিচারের সমন্ময় করতে গিয়ে চায়না মোবাইল কিনে বসি।কিন্তু পরে দেখা যায় ঐ মোবাইলে দিয়ে অনেক কিছুই ঠিকমত চলছে না।তাই আমাদের উচিৎ ভালভাবে দখে শুনে এসব চায়না মোবাইল কেনা।নিম্নে যে সকল বিষয় দেখে চায়না মোবাইল কিনবেন তা দেওয়া হল :-
১। প্রথমে দেখে নিন আপনার পছন্দের চায়না মোবাইলটি টাস্ স্কীন নাকি।যদি তা হয়ে থাকে তা কিনবেন না কারন পছন্দের চায়না মোবাইলের টাস্ স্কীন প্রযুক্তি মোটেও ভাল নয়।
২। আপনার পছন্দের চায়না মোবাইলটি দামের সাথে বেশী ফাং ফুং নাকি।মানে দাম অনুয়ায়ী ফিচারের সংখ্যা বেশী নাকি।যদি তা হয়ে থাকে তবে সেই মোবাইল আপনা হ্যাং করার সম্ভনা বেশী থাকে।
৩।আপনার পছন্দের চায়না মোবাইলটি জাভা সাপট করে কিনা তা দেখে নিন। জাভা সাপট চায়না মোবাইল না কেনাই ভাল কারন এতে ভাইরাস দ্বারা অক্রমনের ঝুকি থাকে।
৪।অবশ্যই আপনার পছন্দের চায়না মোবাইলটির ওরান্টি আছে কিনা তা দেখে নিন। ওরান্টি না থাকলে সেটি না কেনাই ভাল।
৫।আপনার পছন্দের চায়না মোবাইলটিকে GPRS মডেম হিসাবে ব্যবহার করা যাবে কিনা তা দেখে নিন।
দেখার জন্য Menu > Setting > Phone setup > Uart Setup টি আছে কিনা তা দেখে নিন।
৬।আপনার পছন্দের চায়না মোবাইলটি রং যেন কালো থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।অধিকাংশ চায়না মোবাইলের রং সীলভার থাকে ফলে মানুষ সহজেই বুঝে নেয় এটি চায়না মোবাইল।
৭।আপনার পছন্দের চায়না মোবাইলটির ডাটা কেবল এবং ব্যাটারি যেন পাওয়া যায় সে দিকে খেয়াল রাখবেন।
৮।ভাল ব্রান্ডের চায়না মোবাইল কিনবেন যেমনঃ Benqe,Symphony,I-mobile,Sprint …….etc.
আমি নিজই চায়না মোবাইল Symphony D65 ব্যবহার করি এবং এটাকে এখনো GPRS মডেম হিসাবে চালাই।এতে আমি প্রায় ৬/৭ kbs পাই।
ভালো লাগলে অবশ্যই Comment করবেন........
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
আপনাকে ধন্যবাদ।