আসসালামুআলাইকুম । আশাকরি সবাই হ্যাপি হ্যাপি আছেন । আমি নিয়মিত টিউনার না হলেও নিয়মিত ভিজিটর । জ্ঞান নিচ্ছি প্রয়োগ করছি কিন্তু শেয়ারের বেলায় যত কথা আরকি ।
আর দেশে ব্যান্ডউইড এর দাম কমানো হইলেও মোবাইল ওপারেটর কি করো কথা শোনে কি পাচ্ছি ২.৩০ টাকায় ১ মেগাবাইট ব্যান্ডউইড উফফ (রবি)। কি করবো আমরা বেশিরভাগই নেট চালাই মোবাইল দিয়ে আর খালি ওপারেটর দের কাছে খাচ্ছি ধরা । আর ভাললাগেনা আমরা যারা অজপাড়া গায়ে থাকি তারা কি আর শুবীধা পাবো ? এক মেগাবাইট ব্যান্ডউইড নষ্ট হইলেই আমাদের জান ধকপক ধকপক করে । নাহ এমন করলে চলবে না যাক হটাত্ একটা পদ্ধতি আবিষ্কার করে ফেললাম । এই পদ্ধতির টাইটেল টা তো শিরোনামে দিয়েছি । আর হ্যাঁ আমার এই পদ্ধতিতে যারা পেজ চালান তাদের ১০১ ভাগ শুবিধা হবে । তো ঠান্ডার কালে লেপের ভেতর থেকে বেরহতে মন্চায় না কিন্তু বের তো হতেই হয় । আহহা সরি একটু বেদিকে চলে যাচ্ছিলাম । তা কি বলবো শুরু করি আমাদের কার্ষকলাপ
প্রথমে আপনার ফোনে থাকতে হবে uc browser
আপনি এখান খেতে UC Browser 8.7 ভার্সন টি নামিয়ে নিন
আপনাকে UC 8.7এর পরবর্তি ভার্সন ব্যাফহার করতে হবে ।
এরপর আপনাকে UC এর ওয়েব UDisk যা Free online storage সেখানে রেজিষ্টেশন করতে হবে ।
তারপর ভেরিফিকেশন করে আপনার অনলাইন UC এর স্টোর খুলুন । এসব কাজ UC ব্রাউজার দিয়ে করাই ভাল ।খুলেছেন তো ৫০ ভাগ কাজ করে ফেলেছেন । এরপর আপনার ডাউনলোড কৃত UC টি ওপেন করুন । এবং উপরের App gallary তে গিয়ে UDisk এ ক্লিক করুন এবং লগইন করুন । তাহলে আপনার UC ব্রাউজারে অনলাইন ডিক্স সেট হবে । এরপর যেকোনো জিনিশ বা পিকচার ডাউনলোড করার সময় Offline Download এ ক্লিক করলেই তা আপনার UDiskএ সেভ হয়ে থাকবে । আপনি যদি Offline Download এর temp-file stationএ সেভ করেন তাহলে সেই ফাইল টি ৭ দিন পর ওটোমেটিক ডিলিট হয়ে যাবে temp-file station এ আপনি সর্বচ্চ ১ জিবি ফাইল রাখতে পারবেন । আর Transfar to UDisk এ রাখলে ফাইল টি আজীবন খাকবে তবে UDisk আপনি ৭০ মেগাবাইট এর উপর জিনিষ রাখতে পারবেন না ।আর কোনো পিকচারের বেলায় পিকচার টির উপর র্কাসর রেখে 1 চেপে Save image as > Offline Download এ যান পিকচারটিকে সহজেই UDiskএ ফেভ করতে পারবেন ।নিজেথেকে একটু গুতোগুতি করলেই আপনি সবকিছু ক্লিয়ার করতে পারবেন ।
এবার এই পিকচার টি UDiskএ সেভ করুন তো কেমন পারেন
আর হ্যাঁ চলুন এবার জানি কিভাবে আপলোড দিতে হয় । ধরি আপনি পিকচার টি UDiskএ সফল ভাবে সেভ করেছেন ।
আপনি ফেসবুকে গিয়ে Photo কে ক্লিক করুন ফলে আপনি একটি পিকচার আপলোড করবেন । অথবা http://m.facebook.com/upload.php তে যান । browse এ ক্লিক করুন ফলে আপনি দেখতে পাবেন 1.file upload
2.capture and upload
3.Upload fron UDisk
। আপনি Upload fron UDisk
এ ক্লিক করুন এবং আপনার পিকটারটি দেখিযে দেন । এরপর browse এর নিচের Upload এ ক্লিক করে পিকচারটি আপনার ফেসবুক ওয়ালে পোষ্ট করুন কোনো ব্যান্ডউইড খরচ ছাড়াই । একই পদ্ধতিতে আপনি যেকোনো কিছু আপলোড করতে পারবেন বিনা খরচে । এবার প্রান ভরে হাসুন হাহাহা হিহিহি হোহোহো। কি কেমন লাগল টিউন টি ? যেমন লাগুক নিচে কমেন্ট করে জানাবেন । আর জাভা ফোনে Screen short নেওয়া যায়না তাই পিকচার সহ টিউনটি দিতে পারলাম না ।
বিদায় । বেচে থাকুন । জীবন কে লম্বা নয় বড় এবং আনন্দময় বানাতে হবে ।
ইতি
আমি নি লয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
online-e sob upload-ei bandwidth koros hoi…Offline-e kono kisu online-e upload hoi na…..