বিনা আপলোডে আপলোড করুন ছবিভিডিও অথবা অন্যকিছু । MB (ব্যান্ডউইড) এর খরচ বাচান ।

আসসালামুআলাইকুম । আশাকরি সবাই হ্যাপি হ্যাপি আছেন । আমি নিয়মিত টিউনার না হলেও নিয়মিত ভিজিটর । জ্ঞান নিচ্ছি প্রয়োগ করছি কিন্তু শেয়ারের বেলায় যত কথা আরকি ।
আর দেশে ব্যান্ডউইড এর দাম কমানো হইলেও মোবাইল ওপারেটর কি করো কথা শোনে কি পাচ্ছি ২.৩০ টাকায় ১ মেগাবাইট ব্যান্ডউইড উফফ (রবি)। কি করবো আমরা বেশিরভাগই নেট চালাই মোবাইল দিয়ে আর খালি ওপারেটর দের কাছে খাচ্ছি ধরা । আর ভাললাগেনা আমরা যারা অজপাড়া গায়ে থাকি তারা কি আর শুবীধা পাবো ? এক মেগাবাইট ব্যান্ডউইড নষ্ট হইলেই আমাদের জান ধকপক ধকপক করে । নাহ এমন করলে চলবে না যাক হটাত্‍ একটা পদ্ধতি আবিষ্কার করে ফেললাম । এই পদ্ধতির টাইটেল টা তো শিরোনামে দিয়েছি । আর হ্যাঁ আমার এই পদ্ধতিতে যারা পেজ চালান তাদের ১০১ ভাগ শুবিধা হবে । তো ঠান্ডার কালে লেপের ভেতর থেকে বেরহতে মন্চায় না কিন্তু বের তো হতেই হয় । আহহা সরি একটু বেদিকে চলে যাচ্ছিলাম । তা কি বলবো শুরু করি আমাদের কার্ষকলাপ
প্রথমে আপনার ফোনে থাকতে হবে uc browser

আপনি এখান খেতে UC Browser 8.7 ভার্সন টি নামিয়ে নিন

আপনাকে UC 8.7এর পরবর্তি ভার্সন ব্যাফহার করতে হবে ।
এরপর আপনাকে UC এর ওয়েব UDisk যা Free online storage সেখানে রেজিষ্টেশন করতে হবে ।

এখান থেকে রেজিষ্টেশন করুন

তারপর ভেরিফিকেশন করে আপনার অনলাইন UC এর স্টোর খুলুন । এসব কাজ UC ব্রাউজার দিয়ে করাই ভাল ।খুলেছেন তো ৫০ ভাগ কাজ করে ফেলেছেন । এরপর আপনার ডাউনলোড কৃত UC টি ওপেন করুন । এবং উপরের App gallary তে গিয়ে UDisk এ ক্লিক করুন এবং লগইন করুন । তাহলে আপনার UC ব্রাউজারে অনলাইন ডিক্স সেট হবে । এরপর যেকোনো জিনিশ বা পিকচার ডাউনলোড করার সময় Offline Download এ ক্লিক করলেই তা আপনার UDiskএ সেভ হয়ে থাকবে । আপনি যদি Offline Download এর temp-file stationএ সেভ করেন তাহলে সেই ফাইল টি ৭ দিন পর ওটোমেটিক ডিলিট হয়ে যাবে temp-file station এ আপনি সর্বচ্চ ১ জিবি ফাইল রাখতে পারবেন । আর Transfar to UDisk এ রাখলে ফাইল টি আজীবন খাকবে তবে UDisk আপনি ৭০ মেগাবাইট এর উপর জিনিষ রাখতে পারবেন না ।আর কোনো পিকচারের বেলায় পিকচার টির উপর র্কাসর রেখে 1 চেপে Save image as > Offline Download এ যান পিকচারটিকে সহজেই UDiskএ ফেভ করতে পারবেন ।নিজেথেকে একটু গুতোগুতি করলেই আপনি সবকিছু ক্লিয়ার করতে পারবেন ।
এবার এই পিকচার টি UDiskএ সেভ করুন তো কেমন পারেন

আর হ্যাঁ চলুন এবার জানি কিভাবে আপলোড দিতে হয় । ধরি আপনি পিকচার টি UDiskএ সফল ভাবে সেভ করেছেন ।
আপনি ফেসবুকে গিয়ে Photo কে ক্লিক করুন ফলে আপনি একটি পিকচার আপলোড করবেন । অথবা http://m.facebook.com/upload.php তে যান । browse এ ক্লিক করুন ফলে আপনি দেখতে পাবেন 1.file upload
2.capture and upload
3.Upload fron UDisk
। আপনি Upload fron UDisk
এ ক্লিক করুন এবং আপনার পিকটারটি দেখিযে দেন । এরপর browse এর নিচের Upload এ ক্লিক করে পিকচারটি আপনার ফেসবুক ওয়ালে পোষ্ট করুন কোনো ব্যান্ডউইড খরচ ছাড়াই । একই পদ্ধতিতে আপনি যেকোনো কিছু আপলোড করতে পারবেন বিনা খরচে । এবার প্রান ভরে হাসুন হাহাহা হিহিহি হোহোহো। কি কেমন লাগল টিউন টি ? যেমন লাগুক নিচে কমেন্ট করে জানাবেন । আর জাভা ফোনে Screen short নেওয়া যায়না তাই পিকচার সহ টিউনটি দিতে পারলাম না ।


আমাকে ফেসবুকে পাবেন এখানে

বিদায় । বেচে থাকুন । জীবন কে লম্বা নয় বড় এবং আনন্দময় বানাতে হবে ।
ইতি

Level 2

আমি নি লয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

online-e sob upload-ei bandwidth koros hoi…Offline-e kono kisu online-e upload hoi na…..

    @সাইমুন ভাই থিক বলেছেন কিন্তু এই পদ্ধতিতে আপনাকে ডাউনলোড বা আপলোড করতে হবেনা সরাসরি আপলোড ।

আপনার টিউনটি এক কথায় অসাধাণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে, যদিও আমি এখনো ট্রাই করে দেখিনি। আর হ্যা, আপনার শেস লাইনটা খুবই সত্যি – “জীবন কে লম্বা নয় বড় এবং আনন্দময় বানাতে হবে ।”

Level 0

এটা জানি।udisk এর মাধ্যমে বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইট(যেমন,রেট্রোটিউব এবং এই ধরনের সব ;)) যেগুলা থেকে মোবাইলে ডাউনলোড করা যায়না সেগুলার লিংক udisk এ ডালো করে পরে মোবাইলে ডালো করা যায়।এটা পর্নোগ্রাফির সাথে সম্পর্কযুক্ত নাহয় এটা নিয়ে টিউন করতাম।

    Mobstar ভাই অপনার কথাও ঠিক আছে কিন্তু তাদের জন্য তো অন্যরা সুবিধা ভোগ করবে না ।

      Level 0

      @নিলয় খান: আপনি আমার কথা বুঝতে পারেননি।আমি আপনার টিউনকে কিছু বলিনি।udisk এর আরেকটা ব্যবহার আমি জানি।নরমালি আপনি এক্সহ্যামষ্টার,রেট্রো,টিউবগ্যালারী,গঞ্জোমুভি,ভিন্টেজটিউব,মাদারটিউব এই টাইপের ”টিউব” সাইটগুলি থেকে মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেননা।যারা মোটামুটি অনেক আগে থেকেই পর্নো লাভার তারা জানেন যে এই সাইটগুলি কিরকম BOSS. আমি একটি পদ্ধতি জানি যার মাধ্যমে এই টিউব সাইটগুলি থেকে ডালো করা যায় মোবাইল দিয়ে।আমি ঐটা নিয়ে টিউন করতে চাই কিন্তু সেটা মনেহয় টিটির নীতিমালা বহির্ভূত।
      (কমেন্টের স্বার্থে আমি সাইটগুলির নাম উল্লেখ করতে বাধ্য হলাম।দু:খিত)

        Mobstar ভাই আমিও তা জানি বাট আমি ভাল কাজের জন্ন ট্রিক টা দিয়েছি । ভালর জন্ন ভাল আর মন্দের জন্ন…………………………………………………………………..

Level 0

ভাই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।

Level 0

ভাই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ