আজ জাল আমরা অনেকেই চায়না মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে থাকি । কারন চায়না সেট দামে কম হলেও এতে আছে নানা সুযোগ সুবিধা। তাই এটি সকলের নিকট জনপ্রিয় হয়েছে খুব অল্প সময়র। এখন আমি তেমনি কয়েকটি সুবিধার কথা আপনাদের জানাব।
কল ব্লক- এর মাধ্যমে বিরক্তিকর ২০টি কলারকে ব্লক করে রাখতে পারবেন। অথ্যাৎ ওই নাম্বারগুলো থেকে আপনার মোবাইলে কল ডুকবেনা। পদ্দতিঃ
কল ব্লক- setting>>call setting>>blacklist ব্ল্যাক লিস্টে বিরক্তিকর কলারদের নাম্বার এ্যাডকরে ফাংশনটি অন করে দিন।
এস,এম,এস ব্লক-একিভাবে বিরক্তিকর কলারদের নাম্বারথেকে এসএমএস কেও ব্লক করে রাখতে পারবেন। পদ্দতিঃ এস,এম,এস ব্লক- messaging>>text message>>sms settings>>sms blacklist। ব্ল্যাক লিস্টে বিরক্তিকর কলারদের নাম্বার এ্যাডকরে ফাংশনটি অন করে দিন।
মোবাইল ট্র্যাকার-এটি এমন এক পদ্ধতি যার মাধ্যমে আপনার মোবাইলে নির্দ্রিষ্ট সিমকার্ড ছাড়া অন্য সিম কার্ড ব্যবহার করা যাবে না।যদি আপনার সিম ছাড়া অন্য সিমকার্ড আপনার মোবাইলে ঢোকানো হয়ে থাকে তাহলে, ফাংশনটি অন করার সময় দেয়া নাম্বার সমূহে নতুন সিমকার্ডএর নাম্বার এসএমএস এর মাধ্যমে চলে যাবে। পদ্দতিঃ settings>> security settings>>mobile track/ remote track। মোবাইলের পাসওয়ার্ড দিয়ে track number অপশনে প্রবেশকরে মোবাইলে বর্তমান সিম ছাড়া অন্য সিম ডুকালে সে সম্পর্কিত মেসেজ যে নাম্বারগুলোতে যাবে সে নাম্বারগুলে সেট করে দিন এবং ফাংশনটি অন করে বেরিয়ে আসুন। যার ফলে আপনার মোবাইল যদি কখনো্ হারিয়ে যায় তাহলে সহজেই চোরের মোবাইল নাম্বার আপনি পেয়ে যাবেন।
আমি Johir Patowary। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
r o onek subidha ase.
fast operate
long battery life
torch light