টেকটিউনস এ এটাই আমার প্রথম পোস্ট। ভেবেছিলাম সবসময় খালি পোস্ট পড়েই যাব, কিন্ত https://www.techtunes.io/mobileo/tune-id/174210 এই পোস্ট দেখে মনে হল একটা পোস্ট করা দরকার। কিছুদিন আগে এই ভাই এর মত আমার আভিজ্ঞতা হয়েছিল। আমাকে ফোন দিয়ে এক লোক বলল, সে রবির কাস্টমার কেয়ার থেকে বলতেছে, আমি লটারীতে ৩৫৭০০০/- টাকা পাইছি, চাইলে এই টাকা বিকাশ দিয়ে নিতে পারি। এই টাকা পেতে হলে কি করতে হবে জানতে হলে এই কলটা কাটার সাথে সাথে ওই নাম্বারে কল করতে হবে। আমি তাকে যেই বললাম, আমার ভাই রবিতে চাকরী করে, সে সাথে সাথে কল কেটে দিল।
এই পর্যন্ত প্রায় সবার সাথেই একইরকম হয়। কিন্ত এরপর দুই ধরনের ঘটনা ঘটেঃ
1. যারা ঘটনা বুঝতে পারেন, তাদের কাহিনী এখানেই শেষ। প্রতারক ব্যাটাকে ফোন কেটে পালাতে হয়।
2. যারা অত্যাধিক সরল মনের, তারা প্রতারনার ফাদে পড়ে যান, এবং লটারীতে পাওয়া কাল্পনিক টাকা উদ্ধারের জন্য নিজের টাকা, এমনকি নিজের কাছে না থাকলে ধার করে হলেও প্রতারকদের হাতে ফ্লেক্সি/বিকাশ এর মাধ্যমে পাঠিয়ে গালে হাত দিয়ে বসে থাকেন।
আমি দুই ধরনের একটাও করিনি, তবে যা করেছিলাম তা ছিল অত্যন্ত আনন্দজনক। আপনিও তা করে অনেক আনন্দ পেতে পারেন। কিভাবে?
আমরা অনেকেই জানিনা, বাংলাদেশে মোবাইল ফোন ক্রিমিনালদের ধরার জন্য একটি বিশেষ সেল আছে। এই ধরনের ঘটনায় তারা অত্যন্ত তৎপরতার সাথে ক্রিমিনালদের আটক করে। আপনি শুধু প্রতারকদের সাথে তালে তাল মিলানোর অভিল্য করবেন, আর যা করা লাগবে, উনারাই করবেন। উনারা আসলেই অনেক কোঅপারেটিভ। নাম্বার হলঃ ০১৭১৩৩৯৮৩২৫, ০১৭১৩৩৯৮৩২৬, ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৩২৮, ০১৭১৩৩৯৮৩২৯, ৯৩৬২৬৪০
এই সার্ভিসের মাধ্যমে প্রতারকদের সিম ব্লক করা সহ আটক করানো সম্ভব। এখন অপেক্ষা করতে থাকুন লটারীতে টাকা জেতার কলের!!!
আমি sanjid.nsu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিন্তু ওই ফোন নম্বর কারা ব্যবহার করে সেটা পরিস্কার করলে ভাল হতো।