হ্যালো জিপি ইউজার? লাগবে নাকি ১৫০০০ টাকা বোনাস অথবা ৩ বছর ৭ মাস ফ্রি কথা বলার সুযোগ?

গতকাল সকাল 9.13 মিনিটে 01777109104 নাম্বার থেকে কল এলো। সালাম ও নাম বলে কলার জানালো সে গ্রামীণ ফোন গুলশান অফিস থেকে বলছে। শুনেই বুঝলাম লোকটা দুই নাম্বার। এবং সাথে সাথে সিদ্ধান্ত নিলাম লোকটা কি বলে আগাগোড়া মনোযোগ দিয়ে শুনব। এরপর সে জিজ্ঞেস করল এটা আমার নাম্বার কিনা এবং নাম্বারের শেষ দুটি ডিজিট 42 কিনা। মুখে বললাম ‘হ্যাঁ’ মনে বললাম গর্দভ, তুই তো আমার ফোন নাম্বারের শেষ দুটি ডিজিট জানিসই, আবার জিজ্ঞেস করা লাগে?

তারপর সে জিজ্ঞেস করল আমি বিভিন্ন সময় গ্রামীণ ফোন থেকে বোনাস পাই কিনা। আমি কথা বাড়ানোর জন্য বললাম ‘না’। সে বলল গ্রামীণ ফোন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত জিপি ফোন আছে তার মধ্য থেকে মাত্র 15জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে এবং তাদের প্রত্যেককে 15000 টাকা বোনাস অথবা তিন বছর সাত মাস ফ্রী কথা বলার সুযোগ দেবে। আমি সেই লটারি বিজয়ীদের একজন। গতকাল রাত 12 টা থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের অনুমোদনক্রমে এই বোনাস প্রদান করা শুরু হয়েছে।

আমি তো শুনে হেসেই খুন। অবশ্য হাসিটা মুখে না এসে মনে রেখে দিলাম। গ্রামীন বোনাস প্রদান করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের অনুমতি নেবে?:) 🙂 হা.. হা.. আমাকে মফিজ পাইছ? সব শুনেটুনে আমি বললাম এখন আমাকে কি করতে হবে? তখন সে বলল, লাইন কেটে দেয়ার পর সে যে নাম্বার থেকে ফোন করেছে সে নাম্বারে ফোন দিতে। ফোন দিলে বিস্তারিত জানানো হবে। সব শেষে জানতে চাইল আমি এই বোনাস গ্রহন করব কিনা। ভাবলাম শুধু না শুনে এবার আমারো কিছু কথা বলা উচিত। আমি বললাম, গ্রামীন যেহেতু এতবড় একটি অফার দিয়েছে নিশ্চয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইনফরমেশন আপডেট করেছে। আমি ওয়েবসাইটি একটু দেখে নিই।

এই কথা বলার সাথে সাথে চান্দু লাইনটা কেটে দিল। সে বুঝতে পেরেছে এখানে সুবিধা করা যাবে না।

আমারো গলাটা সারাদিন উসখুস করছে ঝেড়ে কাশতে পারিনি বলে…. সুতরাং এমন বোনাস যদি কেউ পেতে চান অসর্ম্পূণ নিজ দায়িত্ব নেবেন।

Level 0

আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice….. beche gelen ebarer moto, next time gp web hack kore sekhane info dibo, tapor abar 017xxxxxx42 number e call dibo, dekhi tokhon ki bolen

Level 0

আরে ভাই! আমারে বাংলালিংক থেকে এই কাণ্ড করছিল! বলছিল ১.৫ লাখ টাকা পাইসি!! আমিতো এমন ধমক দিসি মনে হয় ভয়ে বিটলামি ছেড়ে দিসে!!

আপনার জন্য আরও টিউন
নাহ্! এরকম টিউন আর পাওয়া গেল না।

Level 2

ভাল লাগল,সচেতনতা মূলক টিউন। আমিও বাংলালিংক থেকে এরকম একটি ফোনপেয়েছিলাম তবে বেচারি আমার কাছ থেকে কোন ফয়দা লুটতে পারেনি।

    Level 0

    @mahmudkoli: অনেক মদন আছে ওদের কথায় টাকা দিয়ে দেয়। জ্বিনকে টাকা দিয়ে দেয় অনেক মদন, আর এটাতো আরো বিশ্বাস যোগ্য।

      Level 2

      @সজল: ভাই জগতের সবাই যদি বুদ্বিমান হত তালে পৃথিবীটা অনেক আগেই মনে হয় ধ্বংস হয়ে যেত। তবে মানুষকে হেয় করে কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন। পৃথীবিতে সেই সবাপেক্ষা বুদ্বিমান যে নিজেকে বোকা ও ছোট মনে করে। সামুতে একবার এইরকম একটি টিউন পড়েছিলাম, এক মহিলাকে ফোন করে বললো অমুক জায়গায় ২১ হাজার টাকা রেখেয়ায় না হলে তোর ছেলের বিপদ হবে, যেই কথা সেই কাজ মহিলা তার ছেলের মঙ্গলের জন্য যথা স্থানে কাউকে না জানিয়ে টাকা রেখে আসল, আফটার অল মহিলা তার সন্তানের মঙ্গলের জন্যই কাজটি করেছিল। আমার মনে হয় এইসব কাজ গোপনে পরিচিত মানুষরাই করে থাকে।

আমার আব্বাকেও একজন বলেছে আপনি তো আজ অনেক বছর গ্রামীনফোন ব্যবহার করনে তাই আপনাকে ৪ লক্ষ টাকা দেয়া হবে কিন্তু তার আগে আপনাকে এই নাম্নারে ১৫,০০০ টাকা পাঠাতে হবে!

Level 0

vi amaka gp number a bolachilo ami naki 3.5 lak pyshe……….
ami bolshe vi apni taka ta nan

আপনাদের মানুষ এত টাকা নিয়া সাধাসাধি করে আর আপনার নেন না আমারে তো কেউ ফুটা পয়সা দিলেও না করিনা 😉

Level 0

“হ্যালো জিপি ইউজার? লাগবে নাকি ১৫০০০ টাকা বোনাস অথবা ৩ বছর ৭ মাস ফ্রি কথা বলার সুযোগ?” শিরোনাম টা দেখে একটু অবাক! হয়েছিলাম।

আমার এক বন্ধুর কাছেও এরকম ফোন আসেছিল , বন্ধু টি সরল মনা হওয়ার কারনে সে খুশি হতবাগ । আমি পাশেই ছিলাম । আমি তার কাছ থেকে ফোন টা নিয়ে আমি বললাম, আমি এক গ্রানীন ফোন কাস্টোমার কেয়ারের ম্যানাজার বলেন কি বলবেন ।
এই কথা বলতেই বেচারা ফোন টা কেটে দিল । পরে ফোন দিলাম, ফোনটাও ধরল না ।

Level 0

tahole ay puraton kahini abaro jege utheche aygula ke rukhbe bujhte parina?

Level 0

আমার কাছে ফোন করে বলেছিল আমি নাকি বাবার নেক নজরে আছি।

এইরকম ঘটনা কমনের চেয়েও বেশি কমন। টেকটিউনসে কোন Funny বিভাগ নাই, অন্য কোন ব্লগের ফান ক্যাটাগরিতে পোস্ট করলে ভালো হইতো।

Level 0

আপনারে আবুল মনে করছিল মনে হয় ….

Level 0

আপনারে তো 15000 টাকা লটারিতে বাদছিলো আর আমার একটি ব্রাড নিউ কার অথরা 15,00,000 টাকা বাধছিলো। ভাবছিলাম ব্যাডারে একটু কবিতা হুনায় কিন্তু পাশে আব্বু থাকায় সেটা আর হয়নি।

Level 0

vhi keno ai doroner topics niye alochona koren?

এ রকম ফোন পাওয়াটা খুব মজার ব্যপার।

shironam dekhe mone korlam apni amake 15,00 taka bonus diben