গতকাল সকাল 9.13 মিনিটে 01777109104 নাম্বার থেকে কল এলো। সালাম ও নাম বলে কলার জানালো সে গ্রামীণ ফোন গুলশান অফিস থেকে বলছে। শুনেই বুঝলাম লোকটা দুই নাম্বার। এবং সাথে সাথে সিদ্ধান্ত নিলাম লোকটা কি বলে আগাগোড়া মনোযোগ দিয়ে শুনব। এরপর সে জিজ্ঞেস করল এটা আমার নাম্বার কিনা এবং নাম্বারের শেষ দুটি ডিজিট 42 কিনা। মুখে বললাম ‘হ্যাঁ’ মনে বললাম গর্দভ, তুই তো আমার ফোন নাম্বারের শেষ দুটি ডিজিট জানিসই, আবার জিজ্ঞেস করা লাগে?
তারপর সে জিজ্ঞেস করল আমি বিভিন্ন সময় গ্রামীণ ফোন থেকে বোনাস পাই কিনা। আমি কথা বাড়ানোর জন্য বললাম ‘না’। সে বলল গ্রামীণ ফোন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত জিপি ফোন আছে তার মধ্য থেকে মাত্র 15জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে এবং তাদের প্রত্যেককে 15000 টাকা বোনাস অথবা তিন বছর সাত মাস ফ্রী কথা বলার সুযোগ দেবে। আমি সেই লটারি বিজয়ীদের একজন। গতকাল রাত 12 টা থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের অনুমোদনক্রমে এই বোনাস প্রদান করা শুরু হয়েছে।
আমি তো শুনে হেসেই খুন। অবশ্য হাসিটা মুখে না এসে মনে রেখে দিলাম। গ্রামীন বোনাস প্রদান করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের অনুমতি নেবে?:) 🙂 হা.. হা.. আমাকে মফিজ পাইছ? সব শুনেটুনে আমি বললাম এখন আমাকে কি করতে হবে? তখন সে বলল, লাইন কেটে দেয়ার পর সে যে নাম্বার থেকে ফোন করেছে সে নাম্বারে ফোন দিতে। ফোন দিলে বিস্তারিত জানানো হবে। সব শেষে জানতে চাইল আমি এই বোনাস গ্রহন করব কিনা। ভাবলাম শুধু না শুনে এবার আমারো কিছু কথা বলা উচিত। আমি বললাম, গ্রামীন যেহেতু এতবড় একটি অফার দিয়েছে নিশ্চয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইনফরমেশন আপডেট করেছে। আমি ওয়েবসাইটি একটু দেখে নিই।
এই কথা বলার সাথে সাথে চান্দু লাইনটা কেটে দিল। সে বুঝতে পেরেছে এখানে সুবিধা করা যাবে না।
আমারো গলাটা সারাদিন উসখুস করছে ঝেড়ে কাশতে পারিনি বলে…. সুতরাং এমন বোনাস যদি কেউ পেতে চান অসর্ম্পূণ নিজ দায়িত্ব নেবেন।
আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice….. beche gelen ebarer moto, next time gp web hack kore sekhane info dibo, tapor abar 017xxxxxx42 number e call dibo, dekhi tokhon ki bolen