আসসালামুয়ালাইকুম!সবাই কেমন আছেন ? প্রত্যাশা করি সবাই খুব ভালই আছেন এবং প্রযুক্তির সাথে আছেন! আসলে দীর্ঘদিন ধরে টেকটিউনস পাঠ করি, অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। মনে অনেক সময় ইচ্ছে জাগে নিজেও একজন টিউনার হওয়ার। কিন্তু টেকটিউনস-এর মত জ্ঞানের বিশাল ভান্ডারে আমার স্বল্প জ্ঞানে কিছু লেখার সাহস পাইনি! আজ আর ভয় না করে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। অনেকের হয়ত বিষয়টা জানা আছে, কিন্তু অনেকেই তা জানেন না। বিষেশভাবে তাদের জন্যই আমার এই পোষ্ট।
যে বিষয়টা শেয়ার করতে এলামঃ
বর্তমানে তথ্য প্রযুক্তির অবাধ স্রোত সবদিকে সমানভাবে বইছে! ইন্টারনেট হচ্ছে বর্তমান প্রযুক্তির অবিনব একটি উদ্ভাবন! আর ইন্টারনেট এর গুরুত্বপুর্ণ একটা অংশজুড়ে আছে ই-মেইল । ই-মেইল হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম জনপ্রিয় মাধ্যম। এখন সবাই কম-বেশি এই মাধ্যমটি ব্যবহার করেন। মাধ্যমটি আরো সহজলভ্য হত যদি এটি ভালভাবে মোবাইলে ব্যবহার করা যেত কেননা আমরা বেশিরভাগ-ই ইন্টারনেট মোবাইলে ব্যবহার করি। তাই আপনাদের জন্য একটি সফটওয়্যার নিয়ে আসলাম,যেটি দিয়ে আপনি অত্যন্ত সুন্দরভাবে মোবাইলের মাধ্যমে ই-মেইল ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটির নাম Nokia Messaging Email । এটির মাধ্যমে আপনি Yahoo, Gmail, Hotmail, Windows Live, Ovimail ইত্যাদি মেইল আদান-প্রদান করতে পারবেন। সফটওয়্যারটির মজার বিষয় হচ্ছে এটি ইন্টারনেট খুব কম ব্যবহার করে এবং ইন্সট্যান্টলি আপনার মেইল গ্রহন করবে। আপনি পরে ইচ্ছা করলে ইন্টারনেট ছাড়াও মেইলগুলো দেখতে পারবেন! এখানে একসাথে আপনি ১০ টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন।আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এখানে ই-মেইলের সাথে Attachment যোগ করতে পারবেন।যেগুলো অন্য সফটওয়্যার দিয়ে সচরাচর করা যায় না। যেকোন সময় আপনার মোবাইলে মেইল আসলে সফটওয়্যারটি শব্দ করে আপনাকে জানাবে। এখানে আপনি মেইল সেভ, ফরওয়ার্ড, রিপ্লাই ইত্যাদি করতে পারবেন।
নিচে সফটওয়্যারটির স্ক্রিনশট দেওয়া হলঃ
যে সকল হ্যান্ডসেটের জন্য এটি উপযোগীঃ আপনাকে অবশ্যই Nokia ইউজার হতে হবে এবং আপনার ফোনটি Symbian S60^3rd Edition এর হতে হবে( অর্থাৎ Nokia Nseries, Eseries, Nokia 6120, other symbian S60)
সফটওয়্যার টি একবার ইনষ্টল করেই দেখুন এটি কি কাজে লাগে!
সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকেঃ
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সফটওয়্যারটির ডাউনলোড করে নিজের মত করে সেটিংসগুলো ঠিক করে নিন।
কোন সমস্যা হলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন, সমাধান করার চেষ্টা করবো।
টেকটিউনস এ এটি আমার প্রথম পোষ্ট তাই কোন প্রকার ভূল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে!
আমি Abdullah Al Mamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Name: Abdullah Al Mamun, Occupation: Student, Grade: B.Sc in Honours, Subject: Mathematics, Institution: Comilla Victoria University College, District: Comilla, Division: Chittagong, Dhaka, Bangladesh.
vai jotil kamer soft but amr n70 te hobe na..n70 r jonno thakle pls janan