ইলেক্ট্রনিক্স গেজেট দুনিয়ায় এখন একটিই নাম, গুগল ফোন। গুগল ফোনের কিছু ছবি আমরা আগেও পেয়েছি, তাতে গেজেটপ্রেমীরা যথেষ্ট খুশীও হয়েছেন, কিন্তু এর পরে জল্পনা শুরু হয়ে যায় এর দাম কেমন হতে পারে সেই ব্যাপারে। আন্দাজ করা হচ্ছে যে Nexus One দামে প্রায় ৫৩০ ডলার (আনলক্ ফোন) এবং প্রায় ১৮০ ডলার (টি-মোবাইল ২-বছরের বাধ্যতামূলক প্যাকেজের সাথে)। Gizmodo.com দাবী করছে যে তারা কিছু তথ্য হাতে পেয়েছেন (তারা জানাচ্ছেন এইগুলি "leaked documents") যা থেকে জানা যাচ্ছে যে গুগল নিজেই নেক্সাস ওয়ান বিক্রি করবে এবং সেটা হবে ৫৩০ ডলারের আসেপাশে দাম, কিন্তু কম দামে পেতে গেলে ২-বছরের বাধ্যতামূলক প্যাকেজ নিতেই হবে। Author Ria, akashprodip.wordpress.com
গুগল একাউন্ট যাদের আছে, তারা একটি একাউন্ট দিয়ে এই আনলক্ ফোন সর্বোচ্চ পাঁচ'টি কিনতে পারবেন। অনেকের একাধিক একাউন্ট আছে সেটা গুগল জানে, তাই ক্রেডিট কার্ড একটিই একাউন্টে গ্রাহ্য হবে, একাধিক একাউন্ট দিয়ে একটিই ক্রেডিট কার্ড দিয়ে কেউ বেশি সংখ্যায় এই ফোন পাবেন না। গুগল এটিকে 'গুগল ফোন' নাম দিচ্ছেনা, এর নাম নেক্সাস ওয়ান থাকবে। বিক্রি হবে http://www.google.com/phone ওয়েবসাইট থেকে। যারা ২-বছরের প্যাকেজে কম দামে ফোন কিনবেন, তারা ১২০ দিনের মধ্যে লাইন ছেড়ে দিলে হয় ৩৫০ ডলার দিতে হবে, নয়তো ফোন ফেরত পাঠাতে হবে গুগলে।
অর্ডার নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৯'টায়। গুগলের কিছু leaked documents থেকে জানা গেছে যে গুগল আলাদা করে বিক্রয় শর্তে লিখে দিয়েছে যে এই ফোনের নির্মাতা গুগল নয়, নির্মাতার নাম HTC Author Ria, akashprodip.wordpress.com
নিচে স্ক্রিনশট (যা এখন দেখা যাচ্ছেনা, মাত্র অল্প সময়ের জন্য এটি দেখা গিয়েছিল)
(আমার ব্লগে প্রকাশিত হয়েছে) Author Ria, akashprodip.wordpress.com
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আইফোনের মজা নিয়েছি ……… এবার লিষ্টে আমার নেক্সাস 😀