হুম, ঠিক ধরেছেন আমি Samsung I9305 Galaxy S III এর OS আপডেট এর কথা বলছি। এই মহুর্তে গালাক্সী এস থ্রি চলছে Android OS, v4.1 (Jelly Bean) ভার্সনে, তবে যাদের ঠিক আর তর সইছে না নেক্সট আপডেট এর জন্য তাদের জন্য সত্যি একটা সুখবর। যারা অলরেডী তাদের ফোনকে রুট করে ফেলেছেন তাদের জন্য অপেক্ষা করছে এক চমৎকার উপহার। যদিও আমরা সবাই জানি ফোন রুট করা খুব একটা নিরাপদ না তারপরও এটি নিজের ডিভাইস'টিকে আপডেট করবার সব থেকে দ্রুত উপায়।
আর এই OS আপডেটের যতটুকু অগ্রগতি তার জন্য ধন্যবাদ পাবে CyanogenMOd এর Steve Kondik। তিনি একটি Samsung T9999 ( স্যামসাং গালাক্সী এস থ্রি এর T-Mobile ভার্সনের নাম, আর T-Mobile আমেরিকার অন্যতম একটি টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ) এর উপর কাজ করে OS পরিবর্তন করেছেন।
যেহেতু তিনি সফল ভাবে এটিতে OS আপডেট করেছেন আর তাই আমরা আশা করতেই পারি এটি শুধু মাত্র T-Mobile ভার্সনের জন্য নয় সব গুলো ভার্সনের জন্য অতি শীগগীর আসবে। আর সেটি হলে বলা বাহুল্য আপনার ফোন'টিও আপনি নিশ্চিত ভাবে আপডেট করে নিবেন। তো রেডী রাখুন আপনার ফোনটি, আপডেট আসছে খুব শীগগীর।
আর এই সংক্রান্ত মুল খবরটি পড়তে চাইলে, পড়ুন এইখান থেকে।
আমি যুবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নতুন আইডিয়া নিয়ে ভাবতে ভালবাসি, আমার সব থেকে ভাল লাগে প্রডাক্ট অথবা ব্র্যান্ড মার্কেটিং। কেমন যেন একটা চ্যালেঞ্জ খুজে পাই এর মাঝে।
অপেক্ষায় থাকলাম। ৪.২ এর মাল্টিপল ইউজার ব্যবস্থাটি টেস্ট করে দেখার ইচ্ছে রয়েছে।