এবার আপনার সিমবিয়ান ফোনে এক ক্লিকে বাংলা ফন্ট Install করুন।

কেমন আছেন সবাই?নিশ্চয় ভাল!আমিও ভাল আছি!অনেকদিন পর টেকটিউনসের পাতায় লিখতে বসলাম।সত্যি কথা বলতে কি এখন শিখতেই সারাদিন ফুরিয়ে যায় এজন্য লেখার ঠিক সময় করে উঠতে পারিনা।

যাহোক,আমার আজকের লেখাটা তাদের জন্য যারা সিমবিয়ান জগতে একেবারে নতুন।

সিমবিয়ান ফোনগুলোতে ডিফল্ট বাংলা সার্পোট না থাকায় প্রথমে আমাদের খুব ঝামেলায় পড়তে হয়,বিশেষ করে যাদের নিয়মিত ব্লগ পড়ার অভ্যাস আছে তাদের তো বটেই!অনেকে অপেরার মাধ্যমে বিটম্যাপ ফন্ট ব্যাবহার করে বাংলা দেখে থাকেন।কিন্তু এ ক্ষেত্রে বেশী ডেটা খরচ হয় এবং একমাত্র ব্রাউজারেই বাংলা সার্পোট থাকে।

ম্যানুয়ালী বাংলা ফন্ট Install করে ব্রাউজার সহ হ্যান্ডসেটের সবখানে বাংলা সার্পোট করানো যায়।

ম্যানুয়ালী 2 ভাবে সিমবিয়ান ফোনে বাংলা ফন্ট Install যায়।

1.Font Router ব্যাবহার করে এবং
2.হ্যান্ডসেটের সিস্টেম ফন্টের নামগুলো কপি করে যেকোন ড্রাইভের ফন্ট ফোল্ডারে কাঙ্খিত ফন্টে রিপ্লেস করে।

তবে আপনার হ্যান্ডসেট ডিফল্ট ভাবে যদি TTF ফরম্যাটের ফন্ট সার্পোট না করে তাহলে অবশ্যই Font Router ব্যাবহার করতে হবে।

যাহোক,ম্যানুয়ালী বাংলা ফন্ট Install করা অনেক ঝামেলার।
আজকে আমি আপনাদেরকে আমার মডিফাই করা একটি সফটওয়্যার উপহার দিবো।এটা আপনার হ্যান্ডসেটে Install করলে আপনার হ্যান্ডসেটের সবখানে বাংলা সার্পোট পাবে।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
এরপর Install করুন।আপনার হ্যান্ডসেট Restart করুন।লক্ষ্য করুন আপনার হ্যান্ডসেটের ফন্ট বদলে গেছে নিচের মত।

যেভাবে পূর্বের ফন্টে ফিরে যাবেন:

1.প্রথমে আপনার হ্যান্ডসেটের C ড্রাইভের Data-fonts ফোল্ডারে প্রবেশ করুন।তাহলে আপনি দুইটা ফাইল পাবেন।

2.Font Router.ini ফাইলটি ডিলিট করে দিন।আপনার হ্যান্ডসেট Restart করুন।

বিশেষ দ্রবষ্ট্য--এটি কেবল মাত্র সিমবিয়ান 2nd editon এর হ্যান্ডসেটগুলোতে কাজ করবে।এই App টি Install করলে আপনি কোন ইউজার ইন্টারফেস পাবেননা।তাই চিন্তিত হবার কোন কারণ নেই।এটি একটি ইউনিকোড বাংলা ফন্ট।এটার মাধ্যমে আপনি পরিষ্কার বাংলা দেখতে পাবেন না।যুক্তাক্ষর গুলো ভাঙা দেখাবে।প্রথমে একটু সমস্যা হবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।আমার কোন সমস্যা হয়না,আমি পরিস্কার বাংলার মত পড়তে পারি।

মোবাইলে পরিস্কার বাংলা দেখার জন্য অপেক্ষা করতে থাকুন ততদিন,যতদিন না আমাদের দেশের কোন Programmer "Mobile avro" তৈরী করছে।

সিমবিয়ান মোবাইলে কিভাবে বাংলা লিখবেন তার জন্য এই টিউন দেখুন।

আজ এ পর্যন্ত।সবাই ভাল থাকুন।সুস্থ থাকুন।বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকুন।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Samsung GT S5300 Galaxy Pocket এর কি বাংলা দেখা যাবে?যদি দেখা না যায় আপনার যানা থাকলে কি ভাবে হবে যানাবেন ধন্যবাদ।

Baya ami to janina, janle shahajjo kortam.

apnar ei post ta pelam. Ei soft ta khub sundor hoiche, eta ami use korechi, onno sob gulor theke valo. Link ta kaj kore plz link ta thik koren.

eta onek din jabot khoj kortechi pai ni. Link ta kaj kore na, thik kore din plz.

@সুমন রায়:
modarator ei coment ta delet koren link ta thik chilo na, niche again coment korchi