আজকের এই স্মার্ট ফোনের যুগে যেখানে অ্যানড্রয়েড, সিম্বিয়ান এবং আইওএস এর মত অপারেটিং সিস্টেম আপনাকে স্মার্ট ফোন নির্বাচনে ভাবিয়ে তুলছে, সেখানে ক্রমেই আরও একটি নতুন OS এর আবির্ভাব ক্রমেই ঘটতে যাচ্ছে । সেই নতুন OS টির নাম হচ্ছে SAIL FISH https://sailfishos.org/ যেটা আপনার চাহিদাকে আরও একটু নাড়িয়ে দিবে ....
এই ওএস টির নির্মাতাকারী প্রতিষ্ঠান হচ্ছে JOLLA MOBILE OPERATING SYSTEM, বলা হচ্ছে এই প্রতিষ্ঠানটি ইতোপূর্বে মোবাইল জায়ান্ট কোম্পানি নোকিয়ার জন্য MIGGO নামের একটি লিনাক্স বেজড অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল যেই OS নোকিয়ার N9 মডেলে ব্যাবহার করার কথা ছিলো । কিন্তু অনিবার্য কারন বশত চুক্তিটি বাতিল করা হয় এবং পরবর্তীতে N9 মডেলে উইন্ডোজ এর OS ব্যবহার করা হয় (সম্ভবত) । কোম্পানি থেকে বলা হয়েছে যে এই ওএস টি ইউজারদের সকল চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যেটা হবে সম্পূর্ণ ইউজার ফ্রেন্ডলি এবং মাল্টি টাস্কিং এনাবলড ।
এর গতি এবং ইউজ্যাবলিটি একে মোবাইল ইন্ডাস্ট্রির এক নতুন মাত্রায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে । JOLLA থেকে আরও ঘোষনা দেয়া হয়েছে যে বিভিন্ন Wireless Platform এবং Semi Conductor সাপ্লাইয়ার ST -Ericsson থেকে সহযোগিতা আসছে এই নতুন OS টির জন্য । সম্প্রতি Finland এর Helsinki তে একটি ইভেনট এর মাধ্যমে কোম্পানিটি SAILFISH এর একটি ওয়ার্কিং প্রোটোটাইপ উন্মোচন করেছে । এই OS টির ইউজার ইন্টারফেস অন্যান্য OS এর চেয়ে HIGHLY ADAPTABLE হবে ।
এটি স্মার্টফোন, টেবলেট এবং বিভিন্ন স্মার্ট টিভি তে সাপোর্ট করবে । নোকিয়া MIGGO নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত নেয়ার পর JOLLA এই OS টি ডেভেলপের কার্যক্রম হাতে নেয় । এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই OS টিও লিনাক্স পাওয়ার বেজড ...মানে... লিনাক্সের কার্নেল দিয়ে তৈরি .........
এটি আমার প্রথম টিউন । কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ।
আমি আরিফুজ্জামান রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি কে প্রচুর ভালোবাসি । তাই এখানে আসা । সায়েন্স-ফিকশন প্রিয় সাবজেক্ট আমার । টেকনোলজির মাধ্যমে ক্রিয়েটিভ কিছু করার খুব তীব্র ইচ্ছা পোষণ করি । বাংলাদেশকে টেকনোলজিতে এগিয়ে নিয়ে যেতে আমি সর্বদা প্রস্তুত ও ওয়াদাবদ্ধ ।
ভালো নিউজ মোবাইল সম্পর্কে আরো জানতে ভিজিট করুন mobilebazer.com