স্যামসাং বাজারে এই মাসেই নতুন রিলিজ করেছে তাদের এম৫৬৫০ লিন্ডি। ওজনে মাত্র ৯৮ গ্রাম। ১২ মিলিমিটার স্লিক মডেল। 2G নেটওয়ার্কে GSM 850/900/1800/1900 এবং 3G নেটওয়ার্কে HSDPA 1900/2100 অপারেট করবে। এতে আছে ২.৮ ইঞ্চি TFT Touchscreen যা ২৪০x৩২০ পিক্সেল। স্পিকারফোন, এবং এর রয়েছে স্যামসাংয়ের DNSe (ডিজিটাল ন্যাচারাল সাউন্ড ইঞ্জিন), ৩.৫ মি.মি. অডিও জ্যাক সাইজ আর ডেডিকেটেড মিউজিক বোতাম আছে।
ফটোকল সুবিধাযুক্ত এর রয়েছে ১০০০ রেকর্ড রাখার মতো ফোনবুক। আভ্যন্তরীন মেমোরী মাত্র ৫০ মেগাবাইট। এর কার্ড স্লট সাপোর্ট করবে কেবল 8GB পর্যন্ত। ডেটা GPRS class 10, 32-48 kbps; EDGE Class 10, 236.8 kbps; 3G HSDPA 7.2 Mbps; WLAN Wi-Fi 802.11 b/g; Bluetooth ver. 2.1 (A2DP); ইনফ্রা-রেড সুবিধা এতে নেই, microUSB ver. 2.0।
এর ক্যামেরাটি 3.15 মেগাপিক্সেল, ২০৪৮x১৫৩৬ রিজল্যুশান, অটোফোকাস সুবিধা। স্টিরিও এফএম রেডিও আছে। এর মিউজিক প্লেয়ারে MP3/WMA/eAAC+ চালানো যাবে এবং ভিডিও H.263/H.264/MP4/WMV দেখা যাবে।
গেমস আছে, ডাউনলোড করা যাবে। এতে জিপিএস সুবিধা নেই। মেসেজিং ফিচারে SMS, MMS, Email, IM আছে, ব্রাউজার WAP 2.0/xHTML, HTML এবং এতে RSS Reader নেই।
এর ব্যাটারী Li-Ion 960 mAh; টকটাইম ৩ ঘন্টা, স্ট্যান্ডবাই সময় ৩০০ ঘন্টা পর্যন্ত হতে পারে।
নিচে ফোনের বিভিন্ন চিত্র -
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
Attractive একটা সেট।।
সব আছে শুধু সেটের মুল্যটাই দাওয়া নাই।
ধন-no-বাদ