নতুন মোবাইল:- Samsung M5650 Lindy

স্যামসাং বাজারে এই মাসেই নতুন রিলিজ করেছে তাদের এম৫৬৫০ লিন্ডি। ওজনে মাত্র ৯৮ গ্রাম। ১২ মিলিমিটার স্লিক মডেল। 2G নেটওয়ার্কে GSM 850/900/1800/1900 এবং 3G নেটওয়ার্কে HSDPA 1900/2100 অপারেট করবে। এতে আছে ২.৮ ইঞ্চি TFT Touchscreen যা ২৪০x৩২০ পিক্সেল। স্পিকারফোন, এবং এর রয়েছে স্যামসাংয়ের DNSe (ডিজিটাল ন্যাচারাল সাউন্ড ইঞ্জিন), ৩.৫ মি.মি. অডিও জ্যাক সাইজ আর ডেডিকেটেড মিউজিক বোতাম আছে।

ফটোকল সুবিধাযুক্ত এর রয়েছে ১০০০ রেকর্ড রাখার মতো ফোনবুক। আভ্যন্তরীন মেমোরী মাত্র ৫০ মেগাবাইট। এর কার্ড স্লট সাপোর্ট করবে কেবল 8GB পর্যন্ত। ডেটা GPRS class 10, 32-48 kbps; EDGE Class 10, 236.8 kbps; 3G HSDPA 7.2 Mbps; WLAN Wi-Fi 802.11 b/g; Bluetooth ver. 2.1 (A2DP); ইনফ্রা-রেড সুবিধা এতে নেই, microUSB ver. 2.0।

এর ক্যামেরাটি 3.15 মেগাপিক্সেল, ২০৪৮x১৫৩৬ রিজল্যুশান, অটোফোকাস সুবিধা। স্টিরিও এফএম রেডিও আছে। এর মিউজিক প্লেয়ারে MP3/WMA/eAAC+ চালানো যাবে এবং ভিডিও H.263/H.264/MP4/WMV দেখা যাবে।

গেমস আছে, ডাউনলোড করা যাবে। এতে জিপিএস সুবিধা নেই। মেসেজিং ফিচারে SMS, MMS, Email, IM আছে, ব্রাউজার WAP 2.0/xHTML, HTML এবং এতে RSS Reader নেই।

এর ব্যাটারী Li-Ion 960 mAh; টকটাইম ৩ ঘন্টা, স্ট্যান্ডবাই সময় ৩০০ ঘন্টা পর্যন্ত হতে পারে।

নিচে ফোনের বিভিন্ন চিত্র -


Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Attractive একটা সেট।।
সব আছে শুধু সেটের মুল্যটাই দাওয়া নাই।
ধন-no-বাদ

Level 0

মুল্যটা নাই http://www.moonbd.com

Riya apu…apnar ager tune gula besi valo chilo

    কোয়ানটিটি বাড়লে কোয়ালিটি কমবেই এটাই স্বাভাবিক। তারপরও রিয়া তার টিউনের মান বজায় রাখবে আমরা এটাই আশা করি।

    @শাকিল: ভালো করে লক্ষ্য করলে বুঝবেন যে আমি quantity & quality দুটোই কমিয়ে দিয়েছি এবং যেটা আপনি জানবেন না সেটা হল যে বিনা কারনে সেটা আমি করিনি। আগামী দিনগুলিতে হয়তো আমি এই দুটো আরো কমিয়ে দিতে বাধ্য হবো।

Data te gprs a lekha c 32-48kbps,236.8 kbps edge,rss reader agular mane ki?plz details bolun

Level 0

সহমত। কেউ যদি যে কোন মডেলের মোবাইল সম্পর্কে স্পেসিফিক তথ্য জানতে চায়- http://www.gsmarena.com এ গিয়ে সহজেই সেটা জানতে পারবে, এটা নিয়ে একের পর এক টিউন করার কোন যুক্তি নাই।

    আপনার মন্তব্য অনুযায়ী বিজ্ঞানীরা ছাড়া বাকিদের টিউন করা বন্ধ করে দিতে হবে। কারন এখানে যে যা লিখছেন কেউ তা নিজে আবিষ্কার করেননি, সবাই অন্যত্র পড়েই এখানে লিখছেন। মোবাইল বিষয়েই হোক কিম্বা অন্য বিষয়ে। আপনার মন্তব্যটি খুব মূল্যবান, সত্যিই তো, কেন তাহলে আমরা লিখছি, সোর্স ওয়েবসাইটে গেলেই যখন সহজেই সব জানা যাবে তাহলে কেন আর টেকটিউনসে লেখা?

    *** এই বিষয়ে আমি টেকটিউনস এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি *** আপনারাই এর উত্তর বলে দিন। আমি জানিনা এই মন্তব্যকারীকে আমি কি উত্তর দেবো; আমি এযাবৎকাল পর্যন্ত যা লিখেছি একটিরও আবিষ্কর্তা আমি নিজে নই। আমি বিজ্ঞানী না, আমি আবিষ্কার করছিনা কোনো বিষয়ের লেখা। টেকটিউনসের ৯৯% লেখার সোর্স অন্য ওয়েবসাইটে কিম্বা পাঠ্যপুস্তকে আছে। টেক বিষয়ক বিজ্ঞানী কেউই নেই এখানে। এখন আপনারাই বলে দিন তাহলে কেন আমরা লিখছি? “যুক্তি নাই”, কারন সবকিছুর সোর্স অন্যত্র আছে, সেখানে গেলে “সহজেই সেটা জানতে পারবে”।

    যে যেখানে বুঝে মজা পায় …… সে সেখান থেকেই বুঝুক …… আমাদের বাধাঁ দেবার কিছু নাই। তবে হ্যাঁ , টিউনার রা এগুলো বাংলাতেই পড়তেই ভালোবাসে।

    ধন্যবাদ

    অনেক কিছু জানার জন্য অনেক ওয়েবসাইট আছে………….। কিন্তু সেখানে অামার মায়ের ভাষা বাংলাতে লেখা নেই।

    @ রিয়া আপনাকে বলছি……………. এগিয়ে যান। পেছন ফিরে তাকাতে হয় না।

    অ.ট. অাপনার জন্য একটা বোনাস অাছে!!!

    রিয়া আপুর সাথে একমত। গুগলে সার্চ দিলে তো সবই পাওয়া যায়।

    @রিয়া আপু,
    আপনি আপনার ইচ্ছামত লিখে যান আপু। ব্যাড কমেন্টকে গুরুত্ব না দেওয়াই ভাল। যদি আপনার পোস্টের মান এতই খারাপ হয় যে তা টেকটিউনসে প্রকাশের যোগ্য না, তাহলে টেকটিউনস এডমিন/মডারেটররা আছেন সেটা দেখার জন্য। যা মাথায় আসে তাই লিখেন। কমেন্ট নিয়ে মাথা না ঘামানোই ভাল।

Level 0

আপনাকে হার্ট করার জন্য এবং আমার মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। …”যুক্তি নাই” বলতে (শাকিল ভাই এর মন্তব্যের সূত্র ধরে) অপ্রয়োজনীয় বিষয়ের উপর টিউন করে টিউন এর সংখ্যা না বাড়িয়ে টিউনের গুনগত মান এর প্রতি খেয়াল রাখতে ইঙ্গিত করেছি।
…মন্তব্য টা ছিল আমার দৃষ্টিকোণ থেকে, একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম হতেই পারে। ভাল থাকুন, ধন্যবাদ।

Level 0

@ রনি
আপনি ঠিক ই বলেছেন-ব্যাড কমেন্ট নিয়ে মাথা না ঘামানোই উচিত।
“নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল”… কবি সম্ভবত ভুল লিখেছিলেন।
টিউনার রা টিউন করবে, সাধারণ পাঠক তার গঠনমুলক মতামত দেবে-হোক সেটা “গুড/ব্যাড” কমেন্ট। …তারপর ও আমি আন্তরিকভাবে দুঃখিত কারন আমার ওটা ব্যাড কমেন্টের আওতায় পড়ে।

    @Cats eYe ,
    আমি সেকথা বলিনি। আমি বলেছি কমেন্ট নিয়ে মাথা না ঘামাতে। কমেন্টকে গুরুত্ব দিয়ে লেখা দিলে লেখায় স্বকীয়তা থাকে না। আগা মাথা অনেক চিন্তা করতে হয়। যেসময়ে আপনি এত কিছু চিন্তা করবেন সে সময়ে আরেকটি লেখা লিখে ফেলা সম্ভব। দরকার কি অত ঝামেলার।