নতুন মোবাইল:- Sony Ericsson Hazel

২০১০ সালের মাঝামাঝি রিলিজ হতে চলেছে সোনি এরিকসন হ্যাজেল। কি কি ফিচার থাকছে এতে? ওজন মাত্র ১০২ গ্রাম এই ফোনটি 2G নেটওয়ার্কে জিএসএম ৮৫০/৯০০/১৮০০১৯০০ এবং 3G নেটওয়ার্কে HSDPA ৯০০/২১০০ কাজ করবে। এতে আছে TFT টাচস্ক্রিন যেটা স্ক্র্যাচমুক্ত থাকবে বলে দাবী কোম্পানীর। স্ক্রিন সাইজ ২৪০x৩২০, ২.৬ ইঞ্চি। এর আভ্যন্তরীন মেমোরী ৩১৯ মেগাবাইট। মেমোরী কার্ড স্লট MicroSD এবং 16GB পর্যন্ত সাপোর্ট করবে। ফোনবুকে ২০০০ রেকর্ড রাখা যাবে, ফটোকল এবং ভয়েস ডায়ালিং সুবিধাযুক্ত এই ফোন।

এর ডেটা মোড - GPRS Class10 32-48 kbps, EDGE Class10 236.8 kbps, 3G HSDPA 7.2 Mbps এবং HSUPA 2Mbps, WLAN Wi-Fi 802.11 b/g; Bluetooth ver 2.1 (A2DP), এতে ইনফ্রা-রেড পোর্ট নেই। ইউএসবি মোড microUSB 2.0।

ক্যামেরার কথা না বললে কি আর আজকাল চলে? এতে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, যা ছবি দেবে ২৫৬০x১৯২০ পিক্সেল সাইজে (নোকিয়া এন৯৫ দেয় ২৫৯২x১৯৪৪), আরো আছে LED ফ্ল্যাশ। অন্যান্য ফিচার আছে জিও-ট্যাগিং এবং ফেস ডিটেকশান, স্মাইল ডিটেকশান। এফএম রেডিও (স্টিরিও) আছে। গেমস আছে, ডাউনলোড করা যাবে। মিউজিক প্লেয়ারে mp3/eAAC+/WAV চালানো যাবে। ভিডিও প্লেয়ারে mp4/H.263/H.264 চালানো যাবে।

মেসেজিং ফিচারে SMS, MMS, Email ইত্যাদি আছেই, Push Mail, IM আছে। ব্রাউজার WAP 2.0/xHTML, HTML, RSS Reader, Java (MIDP 2.0)। এছাড়াও আছে গুগল ম্যাপ, পিকচার এডিটার, পিকচার ব্লগিং সুবিধা। ইউটিউব, মাইস্পেস, ট্যুইটার এবং ফেসবুক এপ্লিকেশান আছে। জিপিএস সুবিধাও এতে আছে।

এবারে প্রয়োজনীয় ব্যাটারী তথ্য, Li-Po ব্যাটারি, টকটাইম 3G'তে ৪ ঘন্টা পর্যন্ত এবং 2G'তে ১০ ঘন্টা পর্যন্ত। স্ট্যান্ডবাই সময় ৪৩০ ঘন্টা (2G) এবং ৪৫০ ঘন্টা (3G)।

নিচে ফোনের বিভিন্ন চিত্র -


Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for this tune. আচ্ছা N70েত চলার মেতা ভােলা েকান games েতামার কােছ আেছ?

valo na. AINO….R SATIO…R X10 boss

IE 8 OFFLINE ER LINK TA DEN

IE 8 OFFLINE ER LINK TA DEN.

Level 0

VAI ORIGINAL SONYERICSSON MOBILE KI BANGLADESH A AKHONO SALE HOY………..SUNLAM 7 MAS AGE NAKI SONYERICSSON COMPANY BAND HOYA GESE ……………PLEASE THOTHO JANABEN…..AR AKHON JA SONYERICSSON MOBILE BAZARE PAOA JAI TA KI ORIGINAL……….2011

Level 0

LONDON A KI SONYERICSSON MOBILR PRICE KOTO….CONVERT KORLA BANGLADESH AR TAKAI KOM NA BESI..PLEASE JANABEN.