হ্যালো, Symbian ব্যাবহারকারী ভাই-বোনেরা। Android আর iphone এর যুগে আপনার Symbian মোবাইল টিকে মলিন দেখাচ্ছে? সাধ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে একখানা Symbian ডিভাইস মাস ছয়েক আগে কিনে নিজের বোকামির জন্যে নিজেকেই গালি দিচ্ছেন? মনে মনে ভাবছেন –কী ই বা করবেন? ফেলে দিতে ও পারছেন না, সব কাজ করাও যাচ্ছে না। আমি বলবো, এখনি হতাশ হবেন না। বহির্বিশ্বে যেটাই হোক, বাংলাদেশে এখনো বেশীর ভাগ স্মার্টফোনই কিন্তু সিম্বিয়ান । বিশ্বাস না হয় দেখে নিন টিটি জরিপ । যাক গে, কাজের কথায় আসি।গল্পে গল্পে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিছু সেরা সিম্বিয়ান (S60V3/ S60V5)সফটওয়্যার (প্রথম কিস্তি)।
আপনি সকালের নাস্তা সেরে আফিস (অফিস) এর দিকে রওয়ানা দিলেন। আফিসে যাওয়া মাত্র আপনার বস আপনাকে নিয়ে বের হলেন কোম্পানির জরুরী একটি মিটিং এ। আপনার বস আপনাকে পছন্দ করেন কারন আপনি অফিসের গতানুগতিক কাজ ছাড়া অন্যান্য কাজেও পারদর্শী। তাছাড়া আপনার উপর বসের আস্থা ও বেশি বটে। তো বস মেইল চেক করতে গিয়ে দেখলেন একটি ইম্পরট্যান্ট attachment ফাইল কোন ভাবেই ওপেন হচ্ছেনা। দু-তিন বার ট্রাই করেও নো রেজাল্ট। আপনি দেখেই বুঝে ফেললেন এটা .rar ফাইল। তাই দেরি না করে আপনার সিম্বিয়ানের Unrar সফটওয়্যার দিয়ে ই কাজ সেরে ফেললেন। বস আপনার এমন কাজ দেখে তো ‘থ’ হয়ে গেলেন আর প্রশংসা না করে ও পারলেন না।
শুধু কি তাই??? মিটিং শেষে অফিসে এসে সবাইকে ও বস কৃতজ্ঞতাবসতঃ আপনার কথা বলে দিলেন। আপনি আর কোথায় যাবেন? সবাই আপনার উপর যাপিয়ে পড়ল। বায়না ধরলো, তাদের ও কিছু একটা দিতে হবে (ওরা ভেবে ফেলেছে আপনি মনে হয় অনেক কিছু ই জানেন)। আপনি তাদের ও হতাশ করলেন না। দিয়ে দিলেন তাদের...........................
জিপ ফাইল এক্সট্রাক্ট করার জন্য জিপ ম্যানেজার
এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজের জন্য পিস্ক্যাল স্মার্ট অফিস
টরেন্ট ফাইল ডাউনলোডের জন্য সিম টরেন্ট
Sis ফাইল কে ভেঙ্গে চুরে আপনার মোবাইল কম্পিটেবল করার জন্যে BindPa সাইন সহ সিসএডিটর
মোবাইল থেকে screenshot নেয়ার জন্য বেস্ট স্ক্রিন স্ন্যাপ (টাচ ফোনের জন্য আপনার lock key টাকে hot key হিসাবে সিলেক্ট করুন)
ক্যামেরার ফ্ল্যাশ লাইটকে অন্ধকার পথের স্থায়ী লাইটার হিসেবে থিংক ফ্ল্যাশ (শুধুমাত্র টাচ ফোন)
সম্পূর্ণ কোরআনুল কারীম
image, music, video ফাইল হাইডের জন্যে মিডিয়াসেফ (register key 0000)
আফিসের মাঝে আপনি হয়ে গেলেন মোস্ট ওয়ান্টেড!!! আগে আপনার যে সুন্দরী কলিগ আপনাকে (হ্যান্ডসাম হওয়া সত্তেও) পাত্তা দিতো না সে ও এসে যেচে যেচে হাসি মুখে কথা বলছে । 😆 😆 😆
আফিস মাত্র শেষ হল, আপনি ও বাসায় যাবার প্রিপারেশন নিচ্ছেন। যথারীতি আফিসের গাড়িতে করেই বাসায় যাচ্ছেন। কেনো যেনো এক অজানা কারনে কিছুটা বোরিং লাগছে। আফিস থেকে বাসা আধাঘন্টার পথ। গাড়িতে বসে আর কি ই বা করতে পারেন? তাই আপনার জন্যে নিয়ে এলাম একটি রেসিং গেম, need for speed। তখন আপনি আবিস্কার করবেন নিজের আফিসের গাড়িকে কেমন যেনো অসহায় লাগছে।
অবশেষে বাসায় আসলেন। রেস্ট-ফেস্ট নিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেললেন। আজকের রাতে আছে এল-ক্লাসিকো এবং ইংলিশ প্রিমিয়ার লিগ এর ম্যাচ। খেলা শুরু হবে ১২:৪৫ এ। এমন সময় দেখলেন ইলেকট্রিসিটি চলে গেছে। কারন জানতে গিয়ে আপনি নিজেই ঘরের জানালা দিয়ে দেখলেন ট্রান্সফর্মার এ আগুন লেগে গেছে। আপনার আরো খারাপ লাগছে এ জন্য যে IPS টাও দুদিন ধরে বিকল। মনে মনে বলছেন- সারাটা দিন ভালোই তো কাটল সিম্বিয়ানের সাথে, এই রাত্রিবেলা যদি সমস্যা টা না হতো। …………...অস্থির হবেন না। আপনার জন্যে তো রয়ে ই গেছে Real Football 2012 full version। লা লিগা, সিরি আ, বুন্দেস লিগা থেকে শুরু করে ক্লাব বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ যা ইচ্ছে হয় খেলুন নিজের পছন্দের টিম সিলেক্ট করে।
হুম, কিভাবে যেনো আমি বুঝে ফেলেছি, গতকাল আপনার শরীরের উপর দিয়ে গেছে অসম্ভব দখল। যখন চোখে ঘুম এসে ভর মাত্র করেছে, কোত্থেকে যে আসলো একটা অবাঞ্ছিত, অদ্ভুত টাইপের call। গেলো আপনার মেজাজ টা বিগড়ে, আর সারা রাত ই থাকলেন আপনি নিদ্রাহীন। ভাবলেন যদি আমার কাছে এমন কিছু একটা থাকতো যা দিয়ে নিজের মত করে মোবাইল অন/ অফ করতে পারতাম……চিন্তা কিসের??? আপনি নিশ্চিন্তে ঘুমাতে যান। এই সফটওয়্যার ইন্সটলের পর সেট করে নিন কোন সময় থেকে কতটা পর্যন্ত মোবাইল অফ থাকবে। তারপর দেখবেন আপনি ঘুম থেকে ওঠার আগেই মোবাইল আপনা আপনি ওঠে গেছে (আপনার সেট করে দেওয়া সময় আনুযায়ী)। আর তা দেখে লজ্জিত হওয়ার কিছু নেই কারন আমরা মানুষ আর ব্যাটা একখানি যন্ত্র।
প্রতিদিন ই আপনি মোবাইল/ ঘড়িতে এলার্ম দিয়ে রাখেন ফজরের নামায পরার জন্যে। ঘুম থেকে ওঠে দেখলেন সূয্যিমামা মুচকি হাসতেছেন আপনার কান্ড কারখানা দেখে–কখন যে এলার্ম বেজেছে আর আপনি যে কিভাবে বন্ধ করেছেন তা বুঝতে না পেরে। চিন্তা কিসের??? ডাউনলোড করে ইসলামিক ফাইন্ডারের আযান সফটওয়্যার। আপনাকে শোনাবে মানুষের কন্ঠে আযান। আর কি যে দরদি গলা!!! ঘুম না ভেঙ্গে উপায় নেই।
এন্ড্রয়েডের যুগেও symbian নিয়ে ভালো থাকুন। সুস্থ থাকুন। আজকের মত বিদায়। আবার দেখা হবে। ইনশাআল্লাহ, ২য় কিস্তি নিয়ে হাজির হব।
আর পোস্ট টি ভালো লাগলে বাকি টুকু বুঝে নিবেন 🙄 🙄 🙄 🙄
আমি Mohammed Gulzar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo lagce vai valo lagce