ফায়ারফক্সের মোবাইল ফোন সংস্করণ আসছে শিগগিরই।

ওয়েবসাইট ব্যবহারের জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের মোবাইল ফোন সংস্করণ আসছে শিগগিরই। ফায়ারফক্স মোবাইলের সাংকেতিক নাম ফেনেক। মজিলার ফেনেক প্রকল্পের প্রধান জে সালিভান জানান, নতুন বছরের আগেই সবার জন্য উন্মুক্ত হবে এটি। তবে শুরুর দিকে ফেনেককে তৈরি করা হয়েছে নকিয়ার এন৯০০ ফোনে ব্যবহারের উপযোগী করে। তবে শিগগিরই অন্য হ্যান্ডসেটের উপযোগী সংস্করণ পাওয়া যাবে। বিভিন্ন ফোনসেটে আগে থেকে ইনস্টল করা (বিল্ট-ইন) ওয়েব ব্রাউজার হিসেবে ফায়ারফক্স মোবাইল থাকবে কিছু দিনের মধ্যেই। বিনামূল্যে নামানো যাবে ফায়ারফক্সের ওয়েবসাইট থেকেও। নকিয়ার মোবাইল ফোনসেট ব্যবহারকারীরা নামাতে পারবেন ওভি স্টোর থেকে। গত দেড় বছর ধরে ফেনেক তৈরির কাজ চলছে। এর মধ্যে গত মার্চ মাস থেকে সীমিত আকারে এর পরীক্ষামূলক সংস্করণ চালু করেছিল মজিলা।
ফায়ারফক্সের ডেস্কটপ সংস্করণের অনেক অভিনব সুবিধাই পাওয়া যাবে ফেনেকে। একই উইন্ডোতে একসঙ্গে একাধিক ওয়েব পেজ খোলার ‘ট্যাব ব্রাউজিং’ প্রযুক্তি ও ব্রাউজারের অ্যাড্রেস বারে সার্চ বক্স-সুবিধা থাকবে এতে। এ ছাড়াও মোবাইল ফোনসেটের বিভিন্ন আকারের পর্দার সঙ্গে ওয়েবপেজকে মানিয়ে নিতে ফেনেকে থাকবে বিশেষ প্রযুক্তি; অধিকতর সুবিধা পাওয়া যাবে ওয়েবপেজের বিভিন্ন অংশকে ছোট-বড় করে দেখার ক্ষেত্রেও। এ ছাড়াও এতে ছোট আকারের অন্যান্য সফটওয়্যারকে অ্যাড-অনস্ হিসেবে যুক্ত করার সুবিধাও থাকবে মোবাইল ফোনের এই ব্রাউজারে। জয় সাল্লিভান জানান, ফায়ারফক্সের ডেস্কটপ সংস্করণে যে ওয়েবসাইট দেখা যাবে ফেনেকেও এর সবই দেখা যাবে। বিভিন্ন ফোনে করে ফায়ারফক্স মোবাইল ব্যবহারের সুবিধা পাওয়া যাবে শিগগিরই, তবে আইফোনে এটি পেতে একটু সময় লাগতে পারে বলে জানান জে সালিভান। তিনি বলেন, ‘অ্যাপল সব সময়ই অন্য ব্রাউজারের ব্যাপারে খুবই নিয়ন্ত্রণপ্রবণ।’
জনপ্রিয়তার জন্য ফায়ারফক্স মোবাইলকে প্রতিযোগিতা করতে হবে ওপেরা, সাফারিসহ অন্যান্য মোবাইল ব্রাউজারের সঙ্গে। মোবাইল ফোনের জন্য অপেরা এখন সবচেয়ে জনপ্রিয়, তার পরপরই আছে আইফোনের সাফারি ও নকিয়ার নিজস্ব ব্রাউজার। ডেস্কটপের ব্রাউজারের বেলায় বাজারে ২১.৯৩ শতাংশ অংশীদারি নিয়ে শীর্ষে আছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এবং তার খুব কাছেই আছে ফায়ারফক্স (২১.২ শতাংশ)। তবে ফায়ারফক্সের জনপ্রিয়তা দ্রুতই বাড়ছে। —বিবিসি অবলম্বনে

http://iusbd.blogspot.com

Level 0

আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for ur decision and my name spelling is “Symoon”

হে.. হে.. Internet Explorer কে BamboO দিয়া শখ মিটেনি। এই বার টার্গেট Opera Mini 😀

আগে আমি এ বিষয়ে টিউন করেছি
https://www.techtunes.io/mobileo/tune-id/16375/