সিটিসেল জুনে জিএসএম প্রযুক্তিতে
সিডিএমএ প্রযুুক্তি ফেলে জিএসএম প্রযুক্তিতে যাচ্ছে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। আগামী বছরের জুন মাসের মধ্যে গ্রাহকরা এই প্রযুক্তির স্বাদ পাবে। এক্ষেত্রে পুরনোর বদলে সরবরাহ করা হবে জিএসএম সিম উপযোগী নতুন হ্যান্ডসেট।
দেশের ছয়টি অপারেটরের মধ্যে শুধু সিটিসেল এখন কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস বা সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করছে। বাকি পাঁচটি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল বা জিএসএম প্রযুক্তি নির্ভর।
সিটিসেল জিএসএম প্রযুক্তিতে চলে গেলে গ্রাহকরা রিমের বদলে সিম ব্যবহার করার সুযোগ পাবেন, ব্যবহার করতে পারবেন নিজ পছন্দের মোবাইল হ্যান্ডসেট।
সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেবুব চৌধুরী বলেন, “জিএসএম প্রযুক্তিতে সেবা দেয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সঙ্গে আলোচনা চলছে, আগামী জুনের মধ্যে সিটিসেল কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছি।”
বিটিআরসির হিসাবে গত সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলের গ্রাহক সংখ্যা প্রায় ১৭ লাখ।
জিএসএম প্রযুক্তিতে আসার পর এই ১৭ লাখ গ্রাহককে সিডিএমএ প্রযুক্তির হ্যান্ডসেট পরিবর্তন করে দেয়া হবে কি না জানতে চাইলে মেহেবুব চৌধুরী বলেন, “যারা জিএসএম প্রযুক্তিতে যাবেন তাদের নতুন হ্যান্ডসেট দেয়ারই পরিকল্পনা সিটিসেলের।”
জিএসএম প্রযুক্তিতে আসার পর সিটিসেলের গ্রাহক সংখ্যা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নতুন প্রযুক্তিতে যাওয়ার জন্য আবেদন করার পর গত অগাস্ট মাসে এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখায় বিটিআরসি।
গত ৭ অগাস্ট টুজি লাইসেন্স নবায়ন অনুষ্ঠানে তৎকালীন বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ জানিয়েছিলেন, যেকোন সময় সিটিসেলকে প্রযুক্তি পরিবর্তনের অনুমোদন দেয়া হবে।
১৯৯৩ সালে সিটিসেল দেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
তবে জিএসএম প্রযুক্তি জনপ্রিয় হওয়ায় তেমন গ্রাহক সংখ্যা বাড়াতে পারছে না সিডিএমএ প্রযুক্তি নির্ভর এই অপারেটরটি। কয়েক বছর ধরেই অপারেটরটির গ্রাহক সংখ্যা একটি নির্দিষ্ট সংখ্যায় আটকে রয়েছে।
প্রযুক্তি পরিবর্তনের কথা জানিয়ে এর আগে মেহেবুব চৌধুরী জানিয়েছিলেন, তারা আরো নতুন বেস ট্রান্সিভার স্টেশন (বিটিএস) স্থাপন করবেন।
গণমাধ্যমে খবর এসেছে, নতুন প্রযুক্তির জন্য প্রতিষ্ঠানটিকে এক হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।
বর্তমানে সিটিসেলের মোট ৮৬০টি বিটিএস রয়েছে, যা জিএসএম প্রযুক্তির অন্যান্য অপারেটরের তুলনায় অনেক কম। ওইসব অপারেটরের প্রতিটির তিন হাজারের বেশি বেস স্টেশন রয়েছে। এ অবস্থায় বেস স্টেশনের সংখ্যা আড়াই হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে সিডিএম প্রযুক্তির এই অপারেটর।
প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৪৫ শতাংশ শেয়ার সিংটেলের, স্থানীয় প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ৪৫ এবং জাপানের একটি প্রতিষ্ঠান এর ১০ শতাংশ শেয়ারের অংশীদার।
আমি Shafiul Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Darun Dkhobor Share korar jonno dhonnobad.