বিসমিল্লাহীর রহমানীর রাহীম।
আমার পরীক্ষা চলছে কিন্তু দেখুন এত রাত জেগে আজ আবার লিখতে বসে গেলাম। আসলে ভালোবাসা বলতে একটা কথা আছে না? B-) যাই হোক আমরা যারা গ্রামীনফোন ব্যবহার করি তাদের কাছে অনেক জনপ্রিয় ভ্যালু-এড্যাড সার্ভিস গুলোর মধ্যে ওয়েলকাম টিউন অন্যতম একটি সেবা। যা একজন মোবাইল ব্যবহারকারীর রুচি ও মানসিকতা অন্যের কাছে ফুটিয়ে তোলে। কিন্তু অনেকেই আছেন যারা তাদের মনের মতো গান অথবা সূরা ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে চান। কিন্তু কোন পদ্ধিতে তা করা হবে এটা অজানা থাকার কারণে বা পছন্দের ওয়েলকাম টিউনের কোড না জানার কারনেও অনেকেই এই সার্ভিসটি ব্যবহার করা থেকে বঞ্চিত আছেন। তাই তাদের জন্য আমি আজ এই বিষয়েই লিখতে বসে গেলাম।
ওয়েলকাম টিউন হলো একধরনের ভ্যালু-এড্যাড সার্ভিস। যার মাধ্যমে কোন গ্রাহক অন্য গ্রাহককে ফোন করলে রিং বাজার শব্দের পরিবর্তে ঐ গ্রাহকের পছন্দের গানটি বেজে ওঠে। এর ফলে যেমন অন্যজন ফোন করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তেমনি ঐ গ্রাহকের রুচিরও পরিচয় মেলে। তবে ওয়েলকাম টিউন নামক এই সার্ভিসটি উপভোগ করতে আপনাকে প্রতিমাসে ৩৪ টাকা ৭৫ পয়সা গুনতে হবে । এছাড়াও পছন্দের গানটি ডাউনলোড করতে অতিরিক্ত ১৭ টাকা ২৫ পয়সা ডাউনলোড চার্জ হিসেবে প্রদান করতে হবে। আমি আপনাদের জন্য ১০ হাজারেরও বেশী ওয়েলকাম টিউনের কোডের বিশাল সমুদ্র নিচে দিয়ে দিলাম। আশা করি সেখানে খুজে পাবেন আপনার পছন্দের গানটি !!
(এর পরেও আপনার ক্রয়কৃত টিউনগুলো মাই গ্যালারীতে থেকে যাবে যার ফলে আপনাকে প্রতিমাস অন্তর মাসিক চার্জ কেটে নেয়া হবে)
(স্থায়ীভাবে বন্ধ করলেও পরের দু মাস পর্যন্ত ক্রয়কৃত ওয়েলকাম টিউনগুলো মাই গ্যালারি থেকে যাবে)
ওয়েলকাম টিউন স্থায়ীভাবে বন্ধ করলেও পরের দু মাসের মধ্যে পুনরায় চালু করলে আপনার ক্রয়কৃত ওয়েলকাম টিউনগুলো 'মাই গ্যালারি'তে ফেরত পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক চার্জ কেটে নেয়া হবে।পুনরায় ওয়েলকাম টিউন চালু করতে নিচের নিয়ম অনুসরণ করুন।
আপনি চাইলে আপনার গ্রামীণফোন সিম থেকে অন্য যেকোন গ্রামীণফোন নম্বরে ওয়েলকাম টিউন উপহার হিসেবে দিতে পারেন। এর জন্য আপনার এবং যে নম্বরে পাঠাবেন দুজনেরই ওয়েলকাম টিউন চালু থাকতে হবে।
প্রিয়জনকে নিচের উপায়ে ওয়েলকাম টিউন পাঠাতে পারেন:
G <space> ওয়েলকাম টিউনের কোড <space> যে নম্বরে পাঠাবেন সেটা লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে।
আপনার উপহারের জন্য এসএমএস পাঠানোর পর গানটি তার গ্যালারিতে যোগ হবে এবং সে নিচের মত একটি এসএমএস পাবে:
"You have received a Welcome Tune in your gallery from 017xxxxxxxx, Tune name (Song Name). To set the Welcome Tune, sms SET xxxxxxx to 4000 (Free)."
গানটি প্রিয়জনের কাছে পৌঁছে যাবার পর আপনি নিচের মত এসএমএস পাবেন:
"You Welcome Tune Gift has been successfully delivered to 017xxxxxxxx and you have been charged with TK 15 (+15% VAT). Thank You. "
SET <space> এসএমএস এ পাওয়া ওয়েলকাম টিউনের কোড লিখে পাঠিয়ে দিন 4000 নম্বরে।
গানটি ওয়েলকাম টিউন হিসেবে সেট হলে আপনি নিচের মত আরেকটি এসএমএস পাবেন:
"You have successfully set Welcome Tune Code <Tune code>, Tune Name <Tune Name> and Singer Name <Name>."
(ওয়েলকাম টিউন উপহার হিসেবে পাঠানোর জন্য প্রেরকের খরচ হবে ১৭.২৫ টাকা।আর গানটি সেট করতে কোন খরচ হবে না।)
আজ এ পর্যন্তই,আগামীতে ভাল কিছু নিয়ে লিখতে চেষ্টা করব।আশা করি আমার এই লেখাটি আপনাদের কাজে লাগবে।কাজে লাগলে কমেন্টস করে যানাবেন।
ধন্যবাদ
আমি arifinat100। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I Make My Own Way For Fly.
thanks you very much for this nice post.. 🙂