আসসালামুয়ালাইকুম!
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালই আছেন।
আমি এই সাইটে নতুন এবং এটি আমার প্রথম টিউন। সাধ্যমত বুঝানোর চেষ্টা করব। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আমি একটি মজার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে না এমন লোক খুজে পাওয়া যাবে না বরং একাধিক সিম ব্যবহার করে এমন লোকের সংখ্যাই বেশি হবে। কারন একেক অপারেটর-এর একেক সুবিধা, ব্যবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী একাধিক সিম-কার্ড ব্যবহার করে থাকেন। তাই মোবাইল ফোনের নাম্বার ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যদি সিম-কার্ড এ ব্যাল্যান্স থাকে তবে নাম্বার বের করা সহজই কিন্তু যদি সিম-কার্ড এ ব্যাল্যান্স না থাকে তবে কিন্তু ব্যাপারটা খুবই জটিল হয়ে দাঁড়াবে। এ অবস্থায় আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের নাম্বারটি বের করে নিতে পারেন। নিচে উল্লেখযোগ্য কয়েকটি অপারেটর-এর কোড দেয়া হল এই কোডগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার মোবাইল নাম্বারটি বের করতে পারেন-
গ্রামীণ ফোন প্রি-পেইড = *২#
বাংলালিংক = *৫১১#
রবি = *১৪০*২*৪#
এয়ারটেল = *১২১*৬*৩#
টেলিটক = “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
আর আপনি কোন সিমের কোন প্যকেজটি ব্যবহার করছেন তা জানতে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুন :
জিপি = xp লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে।
বাংলালিংক = *১২৫#
রবি = *১৪০*১৪#
এয়ারটেল = *১২১*১*১*১#
আর আপনাদের বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভ কামনা রইল। সময় নিয়ে আমার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
চাইলে আমার সাইটটি দেখতে পারেন তথ্য প্রযুক্তি
আমি হাসান ফেরদৌস রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hello, I am Md Hasan Fardous Rubel, a Professional Web Developer with more than 5 years of experience. I like so much to Design and Develop new Website with a different concept. I have made a lot of Website for my clients and companies. Basically, my skills are HTML, CSS,...
gp *2#