কম্পিউটারের বাংলা ভয়েস ঘড়ি ব্যবহার করুন এবার মোবাইলে!!! (আমার কাস্টমাইজকৃত একটি মোবাইল সফটওয়ার শুধু আপনাদের জন্য)

আস্‌সালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন। পড়া ও পড়ানোর ঝামেলায় ও সময় সল্পতায় টি.টিতে আসা যাওয়া কম হয়। যখনি আসি তখন আপনাদের ভাল ভাল টিউন পড়ে মুগ্ধ হই। যাইহোক এবার কাজের কথায় আসি, কিছুদিন পূর্বে একটি টিউন করেছিলাম যার শিরুনাম ছিল “দুটি মোবাইল দিয়েই তৈরী করুন সিকিউরিটি ক্যামেরা!!” পাঠকদের উৎসাহে এবার একটি সফ্টওয়ার আমি আজ আপনাদের হাতের মুঠোয় দিয়েদেব, যার মাধ্যমে কম্পিউটারের বাংলা ভয়েস ঘড়ির মত হুবহু কণ্ঠে আপনার হাতের মোবাইলটিও প্রতি ঘণ্টায় সময় বংলাতে বলে দিবে । তবে সফটওয়ারটি শুধুমাত্র S60v3 ও S60v5 এর সমস্থ মডেলে চলবে। কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেই....

#ধাপগুলি ধারাবাহিক অনুস্মরণীয়#

  • প্রথমে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করুন।
  • কম্পোতে অথবা মোবাইলে rar ফাইলটি এক্স্ট্রাক্ট করুন। এখন দুটি জিনিষ পাবেন, একটি ফোল্ডার timebar নামে ও অপরটি timebar.sis নামে। ।উভয়টি মেমোরি কার্ডে একটি ফোল্ডার বানিয়ে তাতে রাখুন।
  • মেমোরিটি ফোনে সেট করুন।
  • Timebar ফোল্ডারটি X-plore দ্বারা কপি অথবা কাট করে cDatasounds অর্থাৎ ফোনের সাউন্ড নামক ফোল্ডারে পেষ্ট করুন। এবং Timebar ফোল্ডারটি X-plore দ্বারা হাইড করুন যাতে mp3 player এই ফাইল গুলি এড করতে না পারে। হাইড করতে ৬ চাপুন এবং hidden ঠিকদিন।
  • timebar.sis নামের সফটটি ইনস্টল করুন।
  • সফটওয়ারটি অপেন করুন..
  • Hour alarm ক্লিক করুন....
  • এখান থেকে Voice সিলেক্ট করুন....
  • Volume সর্বোচ্চ বাড়িয়ে নিন অথবা যতটুক প্রয়োজন ....
  • Voice path এ CDatasounds... আছে কি না দেখুন । না থাকলে cDatasounds... ঠিক করেদিন...
  • Option থেকে start console তে OK চাপুন।
  • কেল্লা ফতেহ, মানে কাজ শেষ এবার এখন কয়টা বাজে শুনতে চাইলে Option থেকে প্লে করে শুনে নিন। এবং Exite করে বেড়িয়ে আসুন।
  • সফটটি অটোস্টারট হয়না তাই মোবাইল কোন সময় অফ হয়ে গেলে পুনরায় সফটটি অপেন করে Option থেকে start console তে OK চাপতে হবে।

আশাকরি সবাই সফল হয়েছেন। কেমন লাগল জানাতে ভূলবেন না কিন্তূ। আর হে এই সফটওয়ারটা যাদের মোবাইল হ্যাক করা তাদের মোবাইলে অনায়াসে ইনস্টল হবে আর যাদের মোবাইল হ্যাক করা নয় তারা সেটিংয়ে গিয়ে সেটের তারীখ ২০০৬ অথবা ২০০৭ অথবা ২০০৮ করে ইনস্টল দিলে হয়ে যাবে।

এমন আরও মজার কিছু সফট আছে আপনাদের উৎসাহ পেলে শেয়ার করব ইনশাআল্লাহ।

বুঝতে অসুবিদা বা কোন সমস্যা হলে .............................ফেইসবুকে আমি।

Level 0

আমি মনীরুল আমীন আল-মুশতাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এ পার ভেঙ্গে ওপার গড়া এইতো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধা বেলা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vi voice ki Bangla ta bola deba na english a ta to bolen ni****

    ভাই শিরুণামেইতো আপনার প্রশ্নের উত্তর বিদ্ধমান @MONNA: ভাই শিরুণামেইতো আপনার প্রশ্নের উত্তর বিদ্ধমান

Level 0

mone hoy banglate

walikumussalam vi nice tune. Vi nokia 5800 xm a bangla lekha o dekha jai emon kono soft dite paren? Uc browser a bangla kivabe show korabo?

আমার কপালে ওই সুযোগ টা নাই।

Level 0

N70 TAY KAJ HOBEY ?

Level 0

vaia ekto help korun.amar gharite 5-11pm porjonto voice shuna jayna,osposto.apnar kase clear voice gulo thakle ekto dile valo hoto.please.

Level 0

answer denna keno n70 ke hobe???

Level 0

আস্ সালামুআলাইকুম, ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ………আপনি অসাধারণ একটা পোষ্ট করেছেন, ভাই যদি পারেন আর একটা কাজ করেন সেটা হল যে এ্যালারম ঘন্টা ৩০ মিনিট পর পর দিলে ভল হত