গুগল ম্যাপস নিয়ে খুব আফসোসে ছিলেন যে অ্যাপটির নেভিগেশন সিস্টেমের মত একটি অসাধারন সুবিধা বাংলাদেশের আনলক করা নেই। সেজন্যেই গুগল ম্যাপসের নেভিগেশনে ক্লিক করলেই চলে আসে Navigation Not available in your country। থাকলে কত ভাল হত চিন্তা করে দেখেছেন?
নেভিগেশন আপনাকে কি কি অভিজ্ঞতা দিতে পারে:
১. ভয়েস গাইডেড নেভিগেশন। অর্থাৎ যেখানে যেতে চান সে এলাকা ডেস্টিনেশন হিসেবে সিলেক্ট করে দিন, এবার গাড়ি করে রাস্তা দিয়ে রওনা দিন, আপনার মোবাইল আপনাকে কোথায় ডানে কোথায় বামে মোড় নিতে হবে কিংবা কোথায় সোজা চলতে হবে এমনকি ইউটার্ন নিতে হবে সব বলে দেবে।
২. আপনি যদি তবুও পথ ভুল করেন, নেভিগেশন নিজে নিজে নতুন যাওয়ার রুট তৈরি করে নেবে।
৩. মোবাইলের পুরো রুট নীল কালি দিয়ে মার্ক করা থাকবে, আপনি নড়ার সাথে সাথে আপনাকে নির্দেশ করা পয়েন্টারটিও নড়বে ফলে ডিসপ্লেতে দেখে দেখে যেতে পারবেন আপনার গন্তব্যে।
কি কি লাগবে?
১. অবশ্যই জিপিএস সহ এন্ড্রয়েড মোবাইল
২. রুট করা থাকতে হবে
৩. এজ/জিপিআরএস কিংবা ৩জি ইন্টারনেট কানেকশন, কোন বান্ডেল প্যাকেজ (যেমন-১গিগা/১০০মেগাবাইট ইত্যাদি) করে নিলে ভাল হয়।
৪. উপরে পরিষ্কার আবহাওয়ার খোলা আকাশ।
প্রথমে ডাউনলোড করুন গুগল ম্যাপস ৬.১৪.১ এখান থেকে:
১. CWM Recovery দিয়ে ইন্সটল করা যায় এমন zip ফাইল পেতে
এখানে ক্লিক করুন
২. Signed Apk পেতে
এখানে ক্লিক করুন
৩. এবার ফাইলটি sdcard এ ট্রান্সফার করুন
কিভাবে ইন্সটল করবেন?
১. CWM Recovery দিয়ে ইন্সটল করা যায় এমন zip ফাইল ইন্সটল করতে হলে প্রথমে মোবাইল বন্ধ করুন। এবার পাওয়ার বাটন টিপে ধরুন ও আপনার মোবাইলের ভলিউম ডাউন বাটন বার বার চাপতে থাকুন (একেক মোবাইলে এটি একেক রকম, ইন্টারনেটে সার্চ করে আপনার মোবাইলে কিভাবে রিকভারিতে যাওয়া যায় জেনে নিন)।
২. রিকভারি এলে Install zip from sd card এ যান, আপনার মোবাইলের sd card এ আগেই ট্রান্সফার করে নেয়া zip ফাইলটি দেখিয়ে দিন।
৩. কিছুক্ষনের মধ্যেই ইন্সটল হয়ে যাবে।
৪. রিবুট করুন
৫. কাজ শেষ।
অথবা:
১. Root Explorer ইন্সটল করুন
২. রুট এক্সপ্লোরার দিয়ে আপনার ডাউনলোড করা apk টার নাম রিনেইম করে দিন Maps.apk । বানান খেয়াল রাখবেন।
৩. এবার এটিকে /system/app ফোল্ডারে নিয়ে পেস্ট করুন। পেস্ট করার আগে উপরে ডানদিকে অবস্থিত Mount RW বাটনে ক্লিক করে নেবেন নাহলে পেস্ট করা যাবে না।
৪. জিগ্যেস করবে ওভাররাইট করবেন কি না। yes দিন।
৫. এবার পেস্ট করা ফাইলটির উপরে Touch and Hold করুন, Permissions অপশনে যান। নিচের ছবির মত পারমিশন সেট করুন। ওকে দিয়ে বের হয়ে আসুন।
৬. মোবাইল রিস্টার্ট করুন
বাস কাজ শেষ 🙂
This post was first published
HERE
কমন ডায়লগ “আপনার টিউনে কমেন্ট করার জন্য লগ-ইন করলাম” তবে সত্যি কথা। ধন্যবাদ সুন্দর ভাবে বর্ননা করে টিউন করার জন্য। আমি ব্রুট ম্যাপ-৪ ব্যবহার করি। নেভিগেশন সত্যিই মজার। সবার আগে এ বিষয়ে ধারনা পাই নেটমাস্টার ভাই এর কাছ থেকে। ম্যাপটিও উনি শেয়ার করেন।