প্রথমেই টেকটিউনস-এর প্রত্যেক সদস্যকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমি একজন নতুন টিউনার এবং এ বিষয়ে আমার ঙ্গান একদম কম। তাই আমার টিউনে কোন ভুল ধরা পড়লে তা ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল।
এই টিউনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতিপ্রয়োজনীয় সফ্টওয়্যার Adobe PDF Reader 2012 এর Java ভার্সন। কারন আমি এখানে দেখলাম অনেক টেকটিউনার তার টিউনে লিখেছেন, যার টিউনটি Off lineএ পড়তে চান তারা PDF (Portable Document Format) আকারে ডাইনলোড করতে পারেন। কিন্তু যারা আমার মত মোবাইল ইউজ করেন তারা অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হন। তাই আমি সেইরকম টেকটিউনারদের জন্যই নিচের ডাউনলোড লিংকটি দিলাম-
http://phoneky.com/java-software/?p=view-item&v=9&st=4&id=a9a24899
এই বিষয়ে আগে কেও কখনো পোষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। সবশেষে আপনাদের বলে যেতে চাই, এখন থেকেই আবহাওয়া ঠান্ডা হতে শুরু করেছে। তাই এই ঠান্ডাকে অবহেলা না করে আপনার দেহকে ঠান্ডা থেকে রক্ষা করার চেষ্টা করুন। নইতো আমার মত জ্বর-সর্দিতে ভুগতে হবে আপনাকেও!
আমি Showmik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কী বাংলা ও ২ এম.বির উপর পিডি এফ সাপোর্ট করবে? আর মোবাইল থেকে কী টি.টি তে পোষ্ট করার কোন কায়দা আছে?