Symbian Touch (S60V5) Phone কে বানিয়ে ফেলুন Windows Phone (Updated)(১০০% গ্যারান্টি)

সবাই কেমন আছেন ? আশা করি ভাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো SPB Shell  দিয়ে কিভাবে Symbian Touch (S60V5)            Phone কে Windows Phone (Nokia Lumia) বানানো যায়?

যা যা প্রয়োজনঃ

১. Device টি হ্যাকড হতে হবে;

কিভাবে হ্যাক করতে হবে দেখে নিন সাইফুল ভাইয়ের   এই টিউন থেকে

২. X-plore software; X-plore software Link

৩. SPB Shell।
SPB Shell লিংকঃ http://www.mediafire.com/?6dh712x5xj58ee8

নির্দেশাবলী:

1. SPB Shell মেমরি কার্ড  এ ইনস্টল & রান করুন;

2. Exit Spbshell;

3. Upload এর সুবিধার জন্য আমি gadget গুলোকে ৬ টি  part  (SPB_1--- Spb_6) করেছি

১. http://www.mediafire.com/?qu5e3sk233dpsdo

২.  http://www.mediafire.com/?vfx9zgrfdfb4yh4

৩. http://www.mediafire.com/?n994pgqjr4rrsgo

৪. http://www.mediafire.com/?qg6vvqk7yjgxf1a

৫. http://www.mediafire.com/?waria54qjfwc678

৬. http://www.mediafire.com/?w3cl1x81hs67l9c

আপনারা সব গুলো download (size মাত্র 10 MB) এর পর unzip করে Spbshell নামে ১টি ফোল্ডার করুন  এবং আপনার মেমরি কার্ড এর E (memory card):/ Others/ ফোল্ডারে    "SpbShell কপি করুন;

4. C:/System/Apps থেকে SpbShell_20028b16.reg ফাইল Delete  করুন; X-plore দিয়ে

5. E:/Private/20028b16/ থেকে SpbShellBackup.reg ফাইল Delete করুন; X-plore দিয়ে অথবা mass storage mood এ কম্পিউটারে

6. E:/Private/20028b16/ ফোল্ডারে spbmobileshell.rgs  Copy করুন(অবশ্যই করতে হবে); X-plore দিয়ে অথবা mass storage mood এ কম্পিউটারে

এখন  এই    লিংক থেকে Setting_gulzar ফোল্ডার টি download (size 50 KB )এর পর unzip করুন। তাহলেই আপনি spbmobileshell.rgs ফাইল টি পেয়ে যাবেন;

7. SPB মোবাইল শেল Run করুন;

8. SpbShell এর সেটিংস open করুন এবং  নীচের অংশে ডানদিকে কোণায় আবার click করুন।  তারপর  restore select করে "MSettingswp7.set /MSettings01.set/MSettings02.set /MSettings03.set"  ফাইল মেমরি কার্ডের যে ফোল্ডারে রাখা আছে দেখিয়ে দিন। শেল এর কাজ  শেষ এবং এটি reload হবে.

ব্যস হয়ে গেল। তারপর দেখুন কি মজা!!!!

মোবাইল interface হবে নিচের ছবি গুলোর মতো........................................

 

 

 

 

যদি কার ও প্রয়োজন হয় ডাউনলোড করতে পারেন Gadget Part 7: http://www.mediafire.com/?ecmcmnueatwmj2t

(process টা অনেকের কাছে কঠিন লাগতে পারে কিন্তু আপনি যদি practically শুরু করেন অনেক ইজি মনে হবে। আমার কাছে ও প্রথমে অনেক কঠিন লেগেছিলো)। কার ও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবো।

যদি টিউন টি ভাল লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Mohammed Gulzar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

“কার ও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন”। ধন্যবাদ টিউনের জন্যে। কেউ যদি প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকেন জানাবেন।মনে হয়, আমার দ্বারা সম্ভব নয় ! নোকিয়া এক্স-৬-১৬জিবি ইউজ করছি, “Nokia Evolve” থিমটি ইউজ করে ভাল লাগছে কিন্তু দিনের বেলায় বিশেষ করে সূর্যের আলোতে, ফোনটি কি অন নাকি অফ বুঝা কষ্টকর !!!

    @Aslam: মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে একটু চেষ্টা করলে পারবেন বলে আমার মনে লয়।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য। এবার ট্রাই করে দেখি কাজটি করতে পারি কিনা

uc browser a bangla show korena help me please!!

ata korle barti ki ki subida pabo. R amar set ti symbian anna amar ta ki hobe?

    @Khair Sharif: Symbian Anna তে ও হবে। সুবিধা বলতে উইন্ডোজ ফোনের ইন্টারফেস পাবেন। ইউজ করতে ভাল লাগবে।

Level 0

vi, apna jodi “SPB Shell” Soft ta shoho tune kortan tahola poripurno tune hoto.
ame NOKIA 5800 XM k “Windows Phone” korce but korta gea problem a porcelem “SPB Shell” Application ta ni daka…pora google search dea paice…
Doya kora SPB Shell ar download link ta dan…jara new tader r problem hobe na…
amr kasa Windows Phone kora baloy lagtace….

Tnxx vi..

    @MONNA: পরামর্শ + মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম SBP Shell সবার কাছে আছে। আপনার যে ভালো লেগেছে এতেই আমি খুশি। আর হে Spb link টাও দিচ্ছি। যদি কার ও Spb shell এর serial key প্রয়োজন হয় কন্টাক্ট করতে পারেন…..
    [email protected]

Level 0

(1)vai,screenshot e jemonta dekhalen emn colourful menu to asenai.sadamata typer sobkisu.kindly 1tu help koren.
(2) “Setting_gulzar” extract korar por folder e 4 ta setting er file ase.Spbshell>settings>restore settings e jaoar por file gulo jei folder e ase sei folder ta select hoccena;folder e gie ei 4ta settingsfile er 1ta select krte hocce.ei khetre ki krte pari?
Thank you…

    @zubayar007: ভাইয়া, আপনি কি ৪-৭ স্টেপ গুলো ঠিকমত করেছেন? যদি করে থাকেন gadget পার্ট গুলো (১-৭) একত্রিত করে Spbshell নামে ১টি ফোল্ডার করুন এবং আপনার মেমরি কার্ড এর E (memory card):/ Others/ ফোল্ডারে SpbShell কপি করুন।
    তারপর restore select করে MSettings03.set ফাইল মেমরি কার্ডের যে ফোল্ডারে রাখা আছে দেখিয়ে দিন। আশা করি হবে। তারপর ও যদি না হয় ফেসবুকে আমি
    https://www.facebook.com/mgulzarhussain

Level 0

vi akta problem amr ta hoy sa but skn shoot ar moto na…. MSettings.set ar sop gulo nai na….old version bola sudu MSettings03.set & MSettings07.set nesa…ti ki amr ta onno rokom…

    @MONNA: আপনি কি সবগুলো gadget (১-৭) ডাউনলোড করেছেন??? আপনি
    gadget থেকে পছন্দমত customize করে ফেলুন। MSettingo3.set দিলেই তো হয়ে যাওয়ার কথা। দেখবেন স্ক্রিনশট এর
    মত হয়ে হবে। আর ও স্ক্রিনশট…

    http://imgur.com/bM8dj

    http://imgur.com/OIzZ0

    http://imgur.com/4NJqe

    http://imgur.com/2DGfn

    http://imgur.com/32h0T

    follow the following steps…
    Setting> Home screen> Professional
    Page Count>1

    আশা করি হবে। আরেক দিন সময় পেলে ( এখন masters এর thesis নিয়ে busy আছি) মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে দেখাবো।