সবাই কেমন আছেন ? আশা করি ভাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো SPB Shell দিয়ে কিভাবে Symbian Touch (S60V5) Phone কে Windows Phone (Nokia Lumia) বানানো যায়?
যা যা প্রয়োজনঃ
১. Device টি হ্যাকড হতে হবে;
কিভাবে হ্যাক করতে হবে দেখে নিন সাইফুল ভাইয়ের এই টিউন থেকে
২. X-plore software; X-plore software Link
৩. SPB Shell।
SPB Shell লিংকঃ http://www.mediafire.com/?6dh712x5xj58ee8
আমি Mohammed Gulzar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“কার ও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন”। ধন্যবাদ টিউনের জন্যে। কেউ যদি প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকেন জানাবেন।মনে হয়, আমার দ্বারা সম্ভব নয় ! নোকিয়া এক্স-৬-১৬জিবি ইউজ করছি, “Nokia Evolve” থিমটি ইউজ করে ভাল লাগছে কিন্তু দিনের বেলায় বিশেষ করে সূর্যের আলোতে, ফোনটি কি অন নাকি অফ বুঝা কষ্টকর !!!