আসসালামুয়ালাইকুম । ঈদ মুবারাক সবাইকে । আজ আমি আপনাদের উপহার দিব Nokia S60 V5 মোবাইল গুলর জন্য কিছু প্রয়োজনীয় সফটওয়্যার । উল্লেখ্য আমি দীর্ঘ দিন ধরে Nokia S60 V5 মোবাইল ব্যাবহার করছি এবং সফটওয়্যার গুলো নিত্য প্রয়োজনীয় ও সবগুলই ফুল ভার্সন । এগুল আপনি আপনার মোবাইল এ Back Up হিসাবে রাখতে পারেন । তাহলে চলুন দেখে নেয়া যাক সফটওয়্যার গুলো :
১. Alternate Reader - এটি দিয়ে আপনি PDF ফাইল খুব সুন্দর ভাবে পরতে পারবেন ।
২. Duomi Mp3 Player - এটি একটি MP3 Player.
৩. Imelo – S60 V5 এর জন্য চমৎকার একটি Mp3 Player.
৪. Blue FTP – এর মাধ্যমে আপনি অন্য ফোন থেকে Software নিতে পারবেন ।
৫. MobiXplorer – এটি একটি চমৎকার File এক্সপ্লোরার ।
৬. Music Stopper – এর মাধ্যমে সময় ঠিক করে দিলে Music Player / Radio ঐ সময় পর বন্ধ হয়ে যায়।
৭. NetQin Antivirus – বহুল ব্যবহৃত অ্যান্টিভাইরাস ।
৮. Nimbuzz – এর সম্পর্কে বলার কিছু নেই আপনারা সবাই জানেন ।
৯. Digital Photo Browser – Symbian টাচ সেট গুলার জন্য অসাধারন একটি ফটো Browser.
১০. Piscel smart Office – এটি দিয়ে আপনি Doc ফাইল পরতে পারবেন ।
১১. Ringtone Cutter – নাম শুনেই বুঝতেই পারছেন।
১২. Voyagerand – আপনার মোবাইলকে আরও সুন্দর করে তুলবে ।
১৩. Youlu – চরম একটি ফোন Contact এর সফটওয়্যার এ ছাড়াও এতে Massaging ও কল রেকর্ড করতে পারবেন ।
১৪. Zip Manager - এটি একটি Zip Manager সফটওয়্যার ।
১৫. Cam EFX Pro – এটি একটি Camera র সফটওয়্যার ।
১৬. NetQin Mobile Security – মোবাইল সতেজ রাখার জন্য . 😛
১৭. Windows 7 – এটি Windows 7 এর চমৎকার Theme ।
১৮. Nokia Evlove – Nokia র নতুন ও সুন্দর Theme .
১৯. Opera Mini 7 – সম্পূর্ণ নতুন এবং লাইট opera Mini ।
২০. Resco bubbles – motion সেন্সর ব্যবহৃত জনপ্রিয় গেম।
সফটওয়্যার গুলো ব্যাবহার করে ভাল বা খারাপ লাগলে জানাবেন । আমার জন্য দোয়া করবেন। সকলের মঙ্গল কামনায় ।
Download Link - http://www.mediafire.com/?v62a4i5wxx5c2ln
আমি মোঃ হাসানুর রহমান স্বরূপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ কাজে লাগবে সফট গুলো